রেফ ফাইঞ্জ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
কর্মজীবন
৩৫ নং লাইন:
}}
 
'''রেফ নাথানিয়েল টোইস্লেটন-ওয়িকহ্যাম-ফাইঞ্জ''', [[ওবিই]] ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Ralph Nathaniel Twisleton-Wykeham-Fiennes, {{IPAc-en|r|eɪ|f|_|f|aɪ|n|z}};<ref name="গার্ডিয়ান-১৯৯৯">{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=It's Raiph actually|ইউআরএল=https://www.theguardian.com/film/1999/nov/14/1|সংগ্রহের-তারিখ=২৭ মে ২০১৮|কর্ম=[[দ্য গার্ডিয়ান]]|তারিখ=১৪ নভেম্বর ১৯৯৯|ভাষা=ইংরেজি}}</ref> জন্ম: [[২২ ডিসেম্বর|২২শে ডিসেম্বর]] [[১৯৬২]]) হলেন একজন ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
 
ফাইঞ্জ ''[[শিন্ডলার্স লিস্ট]]'' চলচ্চিত্রে [[নাৎসি পার্টি|নাৎসি]] যুদ্ধপরাধী আমন গ্যোট চরিত্রে অভিনয় করে [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার]] ও [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র)|গোল্ডেন গ্লোব পুরস্কারে]] মনোনীত হন এবং [[শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার]] জিতেন। ''[[দি ইংলিশ পেশন্ট (চলচ্চিত্র)|দি ইংলিশ পেশন্ট]]'' (১৯৯৬) চলচ্চিত্রে কাউন্ট আলমাসি চরিত্রে অভিনয়ের জন্য তিনি [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার]], [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্র)|গোল্ডেন গ্লোব]] ও [[শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার|বাফটা]]র মনোনয়ন লাভ করেন।
৪২ নং লাইন:
 
==প্রারম্ভিক জীবন==
ফাইঞ্জ ১৯৬২ সালের ২২শে ডিসেম্বর ইংল্যান্ডের সাফোকের ইপ্সউইচে জন্মগ্রহণ করেন। তার পিতা [[মার্ক ফাইঞ্জ]] (১৯৩৩-২০০৪) ছিলেন একজন কৃষক ও আলোকচিত্রী এবং মাতা [[জেনিফার ল্যাশ]] (১৯৩৮-১৯৯৩) ছিলেন একজন লেখিকা।<ref name="গার্ডিয়ান-১৯৯৯"/> তিনি ইংরেজ, আইরিশ ও স্কটিশ বংশোদ্ভূত।<ref name="ফিল্ম-রেফ">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Ralph Fiennes Biography (1962-)|ইউআরএল=http://www.filmreference.com/film/66/Ralph-Fiennes.html|ওয়েবসাইট=ফিল্ম রেফারেন্স|প্রকাশক=অ্যাডভামেজ, ইঙ্ক.|সংগ্রহের-তারিখ=২৭ মে ২০১৮}}</ref> তার বংশনাম ফাইঞ্জ এসেছে ফরাসি গ্রাম পাস-দ্য-কালাই থেকে।<ref name="actors">''[[ইনসাইড দি অ্যাক্টরস স্টুডিও]]''-তে [https://www.youtube.com/watch?v=W_HKw3jYdLM James Lipton interview with Ralph Fiennes]</ref> তার নামের প্রথমাংশের উচ্চারণ রেফ ({{IPAc-en|r|eɪ|f}}) হওয়ায় প্রায়ই নামটির ইংরেজি ভুল বানান ''Rafe'' বা ''Raiph'' দেখা যায়।<ref name="এউ-রেফ">{{cite web|last=ক্যাজল |first=জেস |url=http://www.ew.com/ew/article/0,,301253,00.html |title=It's Pronounced 'Rafe Fines' |publisher=[[এন্টারটেইনমেন্ট উয়িকলি]] |date=4 March 1994 |accessdate=২৭ মে ২০১৮|lang=ইংরেজি}}</ref><ref name="গার্ডিয়ান-১৯৯৯">{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=It's Raiph actually|ইউআরএল=https://www.theguardian.com/film/1999/nov/14/1|সংগ্রহের-তারিখ=২৭ মে ২০১৮|কর্ম=[[দ্য গার্ডিয়ান]]|তারিখ=১৪ নভেম্বর ১৯৯৯|ভাষা=ইংরেজি}}</ref> তার পিতামহ স্যার মরিস ফাইঞ্জ (১৯০৭-১৯৯৪) ছিলেন একজন শিল্পপতি এবং তার মাতামহ হেনরি আলিয়ন ল্যাশ ছিলেন ব্রিটিশ ব্রিগেডিয়ার।
 
ফাইঞ্জেরছয় ভাইবোনের মধ্যে ফাইঞ্জ সর্বজ্যেষ্ঠ। তার ভাইবোনেরা হলেন পরিচালক [[মার্থা ফাইঞ্জ]], সুরকার [[ম্যাগনাস ফাইঞ্জ]], চলচ্চিত্র পরিচালক [[সোফি ফাইঞ্জ]] এবং জমজ দুই ভাই অভিনেতা [[জোসেফ ফাইঞ্জ]] ও পরিবেশ সংরক্ষণবাদী জ্যাকব ফাইঞ্জ।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Ralph Fiennes Biography (1962-)|ইউআরএল=http://www.filmreference.com/film/66/Ralph-Fiennes.html|ওয়েবসাইট=ফিল্ম রেফারেন্স|প্রকাশক=Advameg, Inc.|সংগ্রহের-তারিখ=২৭ মে ২০১৮}}</ref> তার ভাগ্নে হিরো ফাইঞ্জ-টিফিন একজন অভিনেতা।<ref name="ফিল্ম-রেফ"/>
 
==কর্মজীবন==
ফাইঞ্জ ১৯৮৩ থেকে ১৯৮৫ সালে [[রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট]]ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ওপের এয়ার থিয়েটারে তার কর্মজীবন শুরু করেন এবং পরে ন্যাশনাল থিয়েটারেও অভিনয় করেন। তিনি [[রয়্যাল শেকসপিয়ার কোম্পানি]]তে অভিনয় করে প্রসিদ্ধি অর্জন করেন।<ref name="actors"/> ফাইঞ্জ প্রথম পর্দায় কাজ করেন ১৯৯০ সালে এবং তার চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৯২ সালে [[এমিলি ব্রন্টি]]র ''[[উদারিং হাইটস]]'' উপন্যাস অবলম্বনে নির্মিত ''[[উদারিং হাইটস (১৯৯২-এর চলচ্চিত্র)|একই নামের]]'' চলচ্চিত্র। এতে তার বিপরীতে ছিলেন [[জুলিয়েত বিনোশ]]।
 
১৯৯৩ ছিল তার সাফল্যের বছর। তিনি পিটার গ্রিনওয়ের ''দ্য বেবি অব ম্যাকন'' চলচ্চিত্রে জুলিয়া অরমন্ডের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি বিতর্কিত হয় এবং নেতিবাচক পর্যালোচনা লাভ করে। একই বছর পরে তিনি [[স্টিভেন স্পিলবার্গ]]ের ''[[শিন্ডলার্স লিস্ট]]'' চলচ্চিত্রে নৈতিকতা বিবর্জিত নাৎসি নির্মূল ক্যাম্পের কমান্ড্যান্ট আমোর গ্যোট চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। এই কাজের জন্য তিনি [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন।<ref name="actors"/> অস্কার না জয় করতে পারলেও তিনি এই চরিত্রে অভিনয়ের জন্য [[শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার]] অর্জন করেন। গ্যোট চরিত্রে তার অভিনয় তাকে [[আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট]]ের শীর্ষ ৫০ চলচ্চিত্রের খল অভিনয়শিল্পী তালিকায় স্থান করে দেয়।<ref name="এউ-রেফ"/>
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা|২}}