আতাউর রহমান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Atiua zareen (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Atiua zareen (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৬ নং লাইন:
}}
 
'''আতাউর রহমান''' (জন্ম ১৮ জুন ১৯৪১)<ref>{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=http://www.kalerkantho.com/home/printnews/164097/2011-06-19 |শিরোনাম=জন্মদিনে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন শিল্পী আতাউর রহমান |সংবাদপত্র=[[দৈনিক কালের কণ্ঠ]] |তারিখ=১৯ জুন ২০১১ |সংগ্রহের-তারিখ=১৩ আগস্ট ২০১৭}}</ref> হলেন একজন বাংলাদেশী মঞ্চ ও টেলিভিশন অভিনেতা, মঞ্চ নির্দেশক এবং লেখক।<ref>{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=http://www.thedailystar.net/stars-share-their-views-60125|শিরোনাম=Stars share their views |সংবাদপত্র=[[দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)|দ্য ডেইলি স্টার]] |তারিখ=১৬ জানুয়ারি ২০১৫ |সংগ্রহের-তারিখ=১৩ আগস্ট ২০১৭}}</ref> তিনি [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ]] পরবর্তী মঞ্চনাটক আন্দোলনের অগ্রদূত।<ref>{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=http://www.thedailystar.net/news/not-enough-works-on-psychological-conflict-during-liberation-war-ataur-rahman|শিরোনাম="Not enough works on psychological conflict during Liberation War" -- Ataur Rahman |সংবাদপত্র=[[দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)|দ্য ডেইলি স্টার]] |তারিখ=৪ এপ্রিল ২০১৩ |সংগ্রহের-তারিখ=১৩ আগস্ট ২০১৭}}</ref> মঞ্চনাটকে তার অবদানের জন্য [[বাংলাদেশ সরকার]] তাকে ২০০১ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান [[একুশে পদক]] ভূষিত করে।<ref name="jagonews24-105807">{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=https://www.jagonews24.com/entertainment/news/105807 |শিরোনাম=৭৫তম জন্মদিনে মঞ্চসারথি আতাউর রহমান |সংবাদপত্র=জাগো নিউজ |তারিখ=১৮ জুন ২০১৬ |সংগ্রহের-তারিখ=১৩ আগস্ট ২০১৭}}</ref>
 
 
মোঃ আতাউর রহমান একজন শিক্ষক ও কলামিস্ট।
 
প্রারম্ভিক জীবন
১লা জুলাই ১৯৬৫ খ্রিষ্টাব্দে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ জহুর উদ্দিন ও মাতার নাম মেহেরুন নেছা (কমলা)।
 
শিক্ষা জীবন:
পড়ালেখার হাতেখড়ি শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৮১খ্রিষ্টাব্দে ম্যাট্রিক, ১৯৮৪ খ্রিষ্টাব্দে
ডিপ্লোমা-ইন-কমার্স(ডিপ-ইন-কম) ও ১৯৮৭ খ্রিষ্টাব্দে
ব্যাচেলর অব কমার্স ডিগ্রী অর্জন করেন। ২০১৫ খ্রিষ্টাব্দে বি.এড ও ২০১৯ খ্রিষ্টাব্দে মাস্টার অব এ্যাডুকেশন সম্পন্ন করেন। এছাড়াও দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন করেন।
 
কর্ম জীবন:
(ক) শিক্ষকতা :
১৯৮৮: ৫ জুন সহকারী শিক্ষক হিসেবে বিয়ানীবাজার উপজেলার 'খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনে' যোগদান। পদোন্নতি নিয়ে সিনিয়র শিক্ষক ও
২০১২: একই বিদ্যালয়ে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন।
২০১৪: মাস্টার ট্রেইনার (ইংরেজি)।
২০১৭: ১লা এপ্রিল পদন্নোতি নিয়ে ঐতিহ্যবাহী দাসউরা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান।
২০১৯: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্থরে শিক্ষার প্রচলন প্রকল্পের আওতায় HIT প্রশিক্ষনে সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত।
 
(খ) সাংগঠনিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব:
১৯৮৬: প্রতিষ্ঠাতা সম্পাদক -'সৃজন সাহিত্য পরিষদ, সিলেট।
১৯৮৮: সাধারণ সম্পাদক - শ্রীধরা জনমঙ্গল সমিতি।
১৯৯১-১৯৯৭: যুগ্ম সম্পাদক-বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বিয়ানীবাজার থানা শাখা।
১৯৯৫: প্রতিষ্ঠাতা লায়ন(টেমার): লায়ন্স ক্লাব অব বিয়ানীবাজার। জেলা ৩১৫, বি-১, বাংলাদেশ।
২০০৩: প্রতিষ্ঠাতা সভাপতি-বিয়ানীবাজার সাংবাদিক কল্যাণ সমিতি।
২০০৫-২০১১: সাধারণত সম্পাদক - বিয়ানীবাজার প্রেসক্লাব।
২০০৭: সদস্য - বিয়ানীবাজার চ্যারিটেবল ফাণ্ডেশন(বাংলাদেশ)।
২০০৮: সেক্রেটারি :লায়ন্স ক্লাব অব পঞ্চখণ্ড, জেলা৩১৫, বি-১, বাংলাদেশ। আই.ডি. ২৭৪৮৪৭৫।
২০১১: প্রেসিডেন্ট :লায়ন্স ক্লাব অব পঞ্চখণ্ড, জেলা৩১৫, বি-১, বাংলাদেশ। আই.ডি. ২৭৪৮৪৭৫।
 
২০১২ হতে -- : সভাপতি - বিয়ানীবাজার প্রেসক্লাব।
২০১৭: সদস্য: মনিরুল ইসলাম স্মৃতি পরিষদ, বিয়ানীবাজার।
২০১৮: সহ-সভাপতি : বাংলাদেশ শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখা।
২০১৯: সদস্য সচিব: সালিশ ব্যক্তিত্ব আব্দুস সাত্তার স্মৃতি পরিষদ, বিয়ানীবাজার।
 
লেখালেখি:
স্কুল জীবন থেকে তাঁর লেখালেখি শুরু। ১৯৮৩ সন থেকে সংবাদপত্র জগতে পথচলা। দীর্ঘ দু'যুগ ব্যাপি তিনি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রতিশ্রুতি, দৈনিক রূপালী, বাংলাবাজার পত্রিকা, দৈনিক মানবজমিন, সাপ্তাহিক যুগভেরী, দৈনিক আজকের সিলেট, দৈনিক জালালাবাদ সহ স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি ১৯৮৪ সনে সিলেটের দক্ষিণ সুরমায় 'সৃজন সাহিত্য পরিষদ' নামে একটি সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন এই পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। পরবর্তীতে তিনি বিয়ানীবাজার সাংবাদিক কল্যাণ সমিতি গঠন করেন। তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর লেখা প্রবন্ধ, জীবন সাহিত্য, সমসাময়িক নানা বিষয় জাতীয় ও স্থানীয় পত্রিকান্তরে প্রকাশিত হয়।
 
প্রকাশিত গ্রন্থ:
'একুশ থেকে স্বাধীনতা, সম্পাদিত গ্রন্থ 'সৃজনী', সম্পাদিত সাহিত্য ম্যাগাজিন 'অণির্বাণ একুশ', বিয়ানীবাজার সংলাপ (তথ্যগ্রন্থ), জাগরণ ও Learners' Basic English Grammar & Composition ইত্যাদি।
 
ব্যক্তিগত জীবন
২৪ সেপ্টেম্বর ১৯৯৯ খ্রিষ্টাব্দে তারিখে মেরী বেগমকে নিয়ে সংসার জীবন শুরু করেন। তাদের ২ পুত্র ১ কন্যা সন্তান রয়েছে। তারা হলেন- রাফিদ রহমান সানি, আবিদ রহমান রানা ও আতিয়া রহমান যারীন।
 
==কর্মজীবন==