জন ট্রাম্বল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ব্যক্তিগত জীবন - অনুচ্ছেদ সৃষ্টি!
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
{{তথ্যছক ক্রিকেটার
{{Infobox cricketer
| name = জন ট্রাম্বল
| image =
৬৩ নং লাইন:
}}
 
'''জন উইলিয়াম ট্রাম্বল''' ({{lang-en|John Trumble}}; [[জন্ম]]: [[১৬ সেপ্টেম্বর]], [[১৮৬৩]] - [[মৃত্যু]]: [[১৭ আগস্ট]], [[১৯৪৪]]) মেলবোর্নের কলিংউড এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৮৫ থেকে ১৮৮৬ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে [[ভিক্টোরিয়া ক্রিকেট দল|ভিক্টোরিয়া দলের]] প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি [[অফ ব্রেক]] বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, [[ব্যাটিং অর্ডার|নিচেরসারিতে]] ডানহাতে কার্যকরী ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন '''জন ট্রাম্বল'''।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৮৮৩-৮৪ মৌসুম থেকে ১৮৯৩ সাল পর্যন্ত জন ট্রাম্বলের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ১৮৮৪ সালে ভিক্টোরিয়ার পক্ষে প্রথম খেলেন। ঐ মৌসুমে ৪৮৬ রানসহ ৫২ [[উইকেট]] পান। খুবই উঁচুমানে বোলিং করতেন ও নিখুঁতভাব বজায় রাখতেন।
 
ভিক্টোরিয়ার পক্ষে অংশ নেয়া অফ ব্রেক বোলার ও তার সহোদর ভাই [[হিউ ট্রাম্বল|হিউ ট্রাম্বলের]] খেলার মানের সাথে নিজেকে নিয়ে যেতে পারেননি। তবে, ব্যাট হাতে কিছু উল্লেখযোগ্য [[ইনিংস]] খেলেছিলেন।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে সাতটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন জন ট্রাম্বল। অংশগ্রহণকৃত সাত টেস্টের সবগুলোই ইংল্যান্ডের বিপক্ষে খেলেন। ১ জানুয়ারি, ১৮৮৫ তারিখে মেলবোর্নে সফরকারী [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড দলের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১২ আগস্ট, ১৮৮৬ তারিখে [[দি ওভাল|ওভালে]] একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। ২০.২০ গড়ে ২৪৩ রান ও ২২.২০ গড়ে দশ উইকেট পেয়েছিলেন।
 
[[Australian cricket team in England in 1886|১৮৮৬]] সালে [[টাপ স্কট|এইচজেএইচ স্কটের]] [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা|অধিনায়কত্বে]] অস্ট্রেলিয়া দল ইংল্যান্ড গমন করে। তবে, দলীয় সঙ্গীদের সাথে নিজের সেরা খেলা উপহার দিতে পারেননি। ঐ মৌসুমে প্রতিপক্ষের তুলনায় স্বাগতিক ইংল্যান্ড দলের খেলার মান উন্নততর ছিল। তিন টেস্টের ঐ সিরিজের সবকটিতেই দলটি [[ফলাফল (ক্রিকেট)|জয়ী]] হয়েছিল। স্বাগতিকরা দুইটি খেলায় খুব সহজেই ইনিংস ব্যবধানে ও অপরটিতে অনেক রানের ব্যবধানে জয়ী হয়ে [[অ্যাশেজ সিরিজের তালিকা|সিরিজ]] বিজয়ী হয়।
৮২ নং লাইন:
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্রে অধ্যয়ন করেছিলেন জন ট্রাম্বল। ভিক্টোরিয়ার নিল এলাকায় ‘ট্রাম্বল এন্ড পালমার’ প্রতিষ্ঠান গঠন করেন। আইন বিষয়ে মনোনিবেশ ঘটানোর কারণে তার [[ক্রিকেট]] খেলোয়াড়ী জীবন স্বল্পকালের ছিল।
 
আইনজীবী হওয়া স্বত্ত্বেও ক্রিকেটের সাথে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। মেলবোর্ন ক্লাবের অন্যতম পুরনো সদস্য ছিলেন। তার লিখিত একটি চিঠি ক্রিকেট রিফর্ম থেকে টাইমসে আসে ও ১৯২৭ সালে [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেনে]] পুণঃমুদ্রিত হয়েছিল। এতে অস্ট্রেলিয়ায় পিচের উপর অতিরিক্ত পরিচর্যার বিষয়টি অধিক মনোনিবেশ ঘটানো হয়েছিল।
 
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। সুসান ডেভিস নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির সাত সন্তান ছিল। জীবনের শেষদিকে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিন পুত্র ও তিন কন্যাকে রেখে ইহলোক ত্যাগ করেন।<ref>{{citeসাময়িকী journalউদ্ধৃতি |titleশিরোনাম=Obituary: Mr. J. W. Trumble |journalসাময়িকী=The Argus |dateতারিখ=18 August 1944 |pageপাতা=3 |urlইউআরএল=https://trove.nla.gov.au/newspaper/article/11357143}}</ref> ১৭ আগস্ট, ১৯৪৪ তারিখে ৮০ বছর বয়সে ভিক্টোরিয়ার ব্রাইটন এলাকায় জন ট্রাম্বলের দেহাবসান ঘটে।
 
তার ভ্রাতা হিউ ট্রাম্বল বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক ছিলেন। এছাড়াও, ভিক্টোরিয়ার পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।