ইরানি বর্ষপঞ্জি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৯৩ নং লাইন:
ইয়াজ্‌দগেরদি বর্ষপঞ্জী সম্পূর্ণরূপে প্রস্তুত হওয়ার আগেই খ্রিস্টীয় সপ্তম শতকে [[মুসলমান]] [[আরব জাতি|আরবরা]] আক্রমণ করে [[স্যাসানিদ সাম্রাজ্য|স্যাসানিদ সাম্রাজ্যের]] পতন ঘটায় এবং চান্দ্র [[ইসলামি বর্ষপঞ্জী]] প্রতিষ্ঠা করে।
 
এরপর [[১০৭৯]] [[গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী|খ্রিস্টাব্দের]] [[১৫ মার্চ]] [[সেলজুগ সাম্রাজ্য|সেলজুগ]] সুলতান [[প্রথম জালাল আল-দিন মালিক শাহ্‌]] [[এসফাহন|এসফাহনে]] অবস্থিত মানমন্দিরে [[ওমর খৈয়াম]] সহ বিশিষ্ট জ্যোতির্বিদ্‌দের নিয়ে গঠিত একটি কমিটির সুপারিশ অণুসারেঅনুসারে সুলতানেরই নামে নামাঙ্কিত সৌর জালালি বর্ষপঞ্জী ([[ফার্সি ভাষা|ফার্সি]]: گاهشماری جلالی یا تقویم جلالی) গ্রহণ করেন।<ref name=mactutor>
{{ওয়েব উদ্ধৃতি
|শিরোনাম = Omar Khayyam
১০০ নং লাইন:
}}
</ref>
এই বর্ষপঞ্জীতে মাস গণনা করা হত একেকটি [[ক্রান্তীয় রাশি|ক্রান্তীয় রাশিতে]] সূর্যের অবস্থানের ভিত্তিতে। এই মাসগণনা পদ্ধতির ধারণাটি [[হিন্দু বর্ষপঞ্জী|হিন্দু সৌর বর্ষপঞ্জী]] থেকে গ্রহণ করা হয়। এটি খ্রিস্টীয় অষ্টম শতক পর্যন্ত প্রচলিত ছিল। ৩৫৪ দিন বিশিষ্ট [[ইসলামি বর্ষপঞ্জী]] সম্পূর্ণ চান্দ্র হওয়ার ফলে তা কোন ঋতুকে চিহ্নিত করতে অক্ষম। সেই কারণে এই [[ইসলামি বর্ষপঞ্জী|বর্ষপঞ্জী]] আরবের অণুর্বরঅনুর্বর মরু অঞ্চলে ব্যবহারযোগ্য হলেও [[ইরান|পারস্যের]] মত উর্বর ও কৃষিভিত্তিক অঞ্চলে তা একেবারেই অব্যবহার্য হয়ে পড়ে। তাই [[ইরান|পারস্যের]] [[মুসলমান]] শাসকেরাও [[ইসলামি বর্ষপঞ্জী|ইসলামি বর্ষপঞ্জীর]] পরিবর্তে ইরানি সৌর পঞ্জিকা গ্রহণ করতে বাধ্য হন। [[১০৭৩]] [[গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী|খ্রিস্টাব্দে]] সুলতান [[প্রথম জালাল আল-দিন মালিক শাহ্‌]] একটি ব্যবহারোপযোগী সৌর পঞ্জিকা প্রস্তুত করতে নির্দেশ দেন। [[১০৯২]] [[গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী|খ্রিস্টাব্দে]] সুলতানের মৃত্যুর বহু আগেই সেই বর্ষপঞ্জী নির্মাণের কাজ সম্পূর্ণ হয়।<ref name = mactutor/>
 
এই বর্ষপঞ্জী অণুসারেঅনুসারে [[মহাবিষুব|মহাবিষুবের]] দিন থেকে বর্ষগণনা শুরু হত এবং একেকটি [[ক্রান্তীয় রাশি|ক্রান্তীয় রাশিতে]] সূর্যের অবস্থানের ভিত্তিতে একেকটি মাস নির্ণয় করা হত। এই পদ্ধতিটি জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ভারতীয় গ্রন্থ [[সূর্য সিদ্ধান্ত|সূর্য সিদ্ধান্তে]] উল্লিখিত বর্ষগণনা সূত্রকে সামান্য সংশোধন করে গ্র‌হণ করা হয়েছিল। কিন্তু এইভাবে প্রতিটি মাস গণনা সম্পূর্ণ জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হওয়ার ফলে ফলে প্রত্যেক মাসের দৈর্ঘ্য বিভিন্ন বছরে বিভিন্ন রকম হত। একেকটি মাসের দৈর্ঘ্য ২৯ দিন থেকে ৩২ দিনের মধ্যে হত। উদাহরণ, জালালি বর্ষপঞ্জীর ১৩০২ এবং ১৩০৩ অব্দে প্রতিটি মাসের দৈর্ঘ্য ছিল নিম্নরূপ:
* ১৩০২ পারস্য অব্দ: ৩০, ৩১, ৩২, ৩১, ৩১, ৩১, ৩১, ২৯, ৩০, ২৯, ৩০ এবং ৩০ দিন,
* ১৩০৩ পারস্য অব্দ: ৩০, ৩১, ৩২, ৩১, ৩২, ৩০, ৩১, ৩০, ২৯, ৩০, ২৯ এবং ৩০ দিন।