আলি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Wikipediansouravhalder (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Wikipediansouravhalder (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২৪ নং লাইন:
'''আলী ইবনে আবু তালিব''' (আরবী: عَلِي ابْن أَبِي طَالِب, রোম্যানাইজড: আলি ইবনে আব্ব আলিব) ছিলেন ইসলামের শেষ নবী মুহাম্মদের চাচাতো ভাই এবং জামাই। ইমাম আলী জন্মগ্রহণ করেছিলেন মক্কার পবিত্র কাবা মসজিদের ভিতরে, ইসলামের সবচেয়ে পবিত্র স্থানে। শিশু বয়স থেকেই তিনি ইসলামের নবী মুহাম্মদ (সা.) এর সঙ্গে লালিত-পালিত হন। ইসলামের ইতিহাসে তিনি সর্বপ্রথম নবুয়তের ডাকে সাড়া দিয়ে মাত্র ১০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনিই প্রথম পুরুষ যিনি ইসলাম গ্রহণ করেছিলেন ও তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি নবী মুহাম্মদ(সাঃ) এর সাথে নামাজ আদায় করতেন। হযরত আলী প্রথম থেকেই মুহাম্মদকে রক্ষা করেছিলেন এবং প্রায় সকল যুদ্ধে অংশ নিয়েছিলেন।অকুতোভয় যোদ্ধা হিসেবে তার খ্যাতি রয়েছে। [[বদর যুদ্ধ|বদর যুদ্ধে]] বিশেষ বীরত্বের জন্য মুহাম্মদ(সাঃ) তাকে "জুলফিকার" নামক তরবারি উপহার দিয়েছিলেন। খাইবারের সুরক্ষিত কামুস দুর্গ জয় করলে মহানবী তাকে '''"আসাদুল্লাহ" বা আল্লাহর সিংহ''' উপাধি দেন। মদিনায় হিজরতের পরে তিনি মুহাম্মদের কন্যা ফাতিমাহের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খেলাফতের প্রতি তার অধিকারের প্রশ্নটির (মুহম্মদের মৃত্যুর পরে উত্থিত মুসলমানদের সম্প্রদায় এবং এর অঞ্চলগুলি নিয়ে গঠিত রাজনৈতিক-ধর্মীয় কাঠামো) ফলে সুন্নি ও শিয়া শাখায় ইসলামের একমাত্র বড় বিভাজন ঘটেছিল। তিনি ৬৫৬–৬৬১ সাল পর্যন্ত চতুর্থ [[খলিফা]] [[খুলাফায়ে রাশেদিন]] হিসাবে শাসন করেছিলেন। ৬৬১ সালে নামাজ পড়ার সময় একটি খারিজি তাকে আক্রমণ করেছিল কুফার মসজিদে। এই আক্রমণের পরিপ্রেক্ষিতে তিনি শাহাদৎ বরণ করেন।
 
== '''<u><big>বংশ পরিচয়</big></u>''' ==
হযরত আলী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন।এই বংশ পবিত্র [[কাবা|কাবা শরিফের]] রক্ষক।এই বংশের একটি শাখা হচ্ছে হাশেমি।হযরত আলীর মাতা ও পিতা উভয়েই হাশেমি বংশের ছিলেন।আলীর পিতা আবু তালিব কাবা'র প্রহরী এবং শক্তিশালী কুরাইশ গোত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা বানু হাশিমের শেখ ছিলেন৷হযরত আলীর দাদা বনি হাশিম বংশের কিছু সদস্য সহ হানিফ ছিলেন বা উত্থানের পূর্বে একেশ্বরবাদী বিশ্বাস পদ্ধতির অনুসারী ছিলেন।
 
===মক্কায় জীবন===
 
=='''জন্মকাহিনী'''==
এটি ১৩শে রজব ছিল শুক্রবার, হযরত আবু তালিবের স্ত্রী আমুলফিল হযরত ফাতেমা বিনতে আসাদ কাবা প্রান্তে প্রবেশ করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে,হে রক্ষক আমার যন্ত্রণা কমিয়ে দিন। 'হঠাৎ কাবার প্রাচীর খুলে গেল। এবং সে যেন কোনও অদেখা বাহিনীর দ্বারা কাবার অভ্যন্তরে প্রবেশ করল এবং প্রাচীরটি বন্ধ হয়ে গেল।
'https://bn.wikipedia.org/wiki/আলি' থেকে আনীত