সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক সংযুক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস - অনুচ্ছেদ সৃষ্টি!
১ নং লাইন:
{{Infobox cricket team
|name = <big>''{{cr-Aus|SAদক্ষিণ অস্ট্রেলিয়া}} সাউথ অস্ট্রেলিয়ান রেডব্যাকস''</big>
|image =
|colours = {{color box|#de0000}} লাল {{color box|White}} সাদা ও {{color box|Black}} কালো
৪৮ নং লাইন:
}}
 
'''সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট দল''' বা '''দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট দল''' ({{lang-en|South Australia cricket team}}) দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডভিত্তিক অস্ট্রেলিয়ার পুরুষদের পেশাদারী [[প্রথম-শ্রেণীর ক্রিকেট]] দল। '''সাউদার্ন রেডব্যাকস''' ডাকনামে পরিচিত '''ওয়েস্ট এন্ড রেডব্যাকস''' দলটি অ্যাডিলেড ওভালে নিজেদের খেলাগুলো আয়োজন করে থাকে। দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজ্য ক্রিকেট দলটি [[শেফিল্ড শিল্ড]] প্রতিযোগিতা ও সীমিত ওভারের [[Ryobi One-Day Cup|মার্শ ওয়ান-ডে কাপ]] প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করছে। মার্শ ওয়ান-ডে কাপে লাভ ও কালো রঙের পোশাক পরিধান করে। ওয়েস্ট এন্ডের সাথে ব্যবসায়িক চুক্তির কারণে দলটি ওয়েস্ট এন্ড রেডব্যাকস নামে পরিচিতি পাচ্ছে। অধুনা বিলুপ্ত [[কেএফসি টুয়েন্টি২০ বিগ ব্যাশ|কেএফসি টুয়েন্টি২০ বিগ ব্যাশ]] প্রতিযোগিতায় রেডব্যাকস দল খেলেছে। তবে, এ লীগের পরিবর্তে [[বিগ ব্যাশ লীগ]] হবার ফলে ২০১১ সালে [[অ্যাডিলেড স্ট্রাইকার্স]] তাদের স্থলাভিষিক্ত হয়।<ref>{{cite web|url=http://www.bigbashleague.com.au/|title=Index of /|website=www.bigbashleague.com.au}}</ref>
 
== ইতিহাস ==
নভেম্বর, ১৮৭৭ সালে [[অ্যাডিলেড ওভাল|অ্যাডিলেড ওভালে]] [[তাসমানিয়া ক্রিকেট দল|তাসমানিয়ার]] বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়া দল তাদের প্রথম-শ্রেণীর খেলায় অভিষেক পর্ব সম্পন্ন হয়েছিল বলে জানা যায়।<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/2/2155.html|title=The Home of CricketArchive|website=cricketarchive.com}}</ref> ১৮৯২-৯৩ মৌসুমের শেফিল্ড শিল্ডের উদ্বোধনী প্রতিযোগিতায় [[নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দল|নিউ সাউথ ওয়েলস]][[ভিক্টোরিয়া ক্রিকেট দল|ভিক্টোরিয়ার]] সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। দ্বিতীয় প্রচেষ্টাতেই সাউথ অস্ট্রেলিয়া দল শিল্ডের শিরোপা জয়ে সমর্থ হয়। এ পর্যন্ত দলটি ১৩বার প্রতিযোগিতাটির শিরোপা জয় করে। রাইওবি ওয়ান ডে কাপ নামে বর্তমানে পরিচিত একদিনের প্রতিযোগিতায় দুইবার শিরোপা লাভ করে। এছাড়াও, এছাড়াও, কেএফসি ২০/২০ বিগ ব্যাশ ট্রফির বর্তমান শিরোপা লাভের অধিকারী। ২০১০/১১ মৌসুমে অ্যাডিলেড ওভালের চূড়ান্ত খেলায় এনএসডব্লিউকে পরাভূত করে। কেএফসি টুয়েন্টি২০ বিগ ব্যাশ ট্রফিরও শিরোপা জয় করে। বর্তমানে লীগটি বিলুপ্ত ও বিগ ব্যাশ লীগ এর স্থলাভিষিক্ত হয়।
 
অতীতের অনেক সফলতম আন্তর্জাতিক ক্রিকেটারের সম্মিলন সাউথ অস্ট্রেলিয়ায় ঘটেছে। ১৯২০ ও ৩০-এর দশকে [[ক্ল্যারি গ্রিমেট]] দলটিতে খেলেছেন। সর্বমোট ৬৬৮ [[উইকেট]] নিয়ে রাজ্য দলের রেকর্ড গড়েন যা অদ্যাবধি অক্ষত রয়েছে। ১৯৩৪ সালে [[ডোনাল্ড ব্র্যাডম্যান]] ক্লাবে যোগ দেন। প্রথম তিন ইনিংসে তিনি ১১৭, ২৩৩ ও ৩৫৭ রান তুলেন। অন্যান্যদের মধ্যে চ্যাপেল ভ্রাতৃদ্বয় - [[গ্রেগ চ্যাপেল]] ও [[ইয়ান চ্যাপেল]], [[ডেভিড হুকস]], [[ড্যারেন লেহম্যান]], [[গিল ল্যাংলি]], [[জেসন গিলেস্পি]][[টেরি জেনার]] অন্যতম।
 
এছাড়াও, সাউথ অস্ট্রেলিয়া দল বিদেশী খেলোয়াড়দেরকে অন্তর্ভূক্ত করেছে। তন্মধ্যে, বিখ্যাত [[অল-রাউন্ডার]] [[গারফিল্ড সোবার্স|গ্যারি সোবার্স]] ১৯৬০-এর দশকে তিন মৌসুম ও [[ব্যারি রিচার্ডস]] খেলেন। রিচার্ডস মাত্র এক মৌসুম সাউথ অস্ট্রেলিয়া দলে খেলেন। তবে, এক মৌসুমেই রাজ্য দলীয় রেকর্ড গড়েন। ১৯৭০-৭১ মৌসুমে ১৫৩৮ রান তুলেছিলেন তিনি।
 
== তথ্যসূত্র ==