আন্দ্রেই তার্কভ্‌স্কি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎বহিঃসংযোগ: আইএমডিবি, রটেন টম্যাটোস
বাক্য গঠন
১৮ নং লাইন:
'''আন্দ্রে আরসেনিয়েভিচ তারকোভ্‌স্কি''' ([[রুশ ভাষা|রুশ ভাষায়]]: Андре́й Арсе́ньевич Тарко́вский) ([[৪ঠা এপ্রিল]], [[১৯৩২]] - [[২৯শে ডিসেম্বর]], [[১৯৮৬]]) প্রখ্যাত সোভিয়েত চলচ্চিত্র পরিচালক, লেখক এবং অপেরা পরিচালক।
 
তিনি সর্বকালের সেরা ১০০ জন চলচ্চিত্র পরিচালকের মধ্যে অন্যতম। সমালোচকদের কাছে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন। সর্বকালের অন্যতম সেরা পরিচালক [[ইংমার বারিমান]] সম্পর্কে বলেছেন, "আমার কাছে তারকোভ্‌স্কিই সেরা পরিচালক, তিনি এমন এক পরিচালক যিনি চলচ্চিত্রের নতুন ভাষা তৈরী করেছেন। এ এমন এক ভাষা যা চলচ্চিত্রের প্রকৃতির জন্য খুব উপযোগী। এই ভাষা জীবনকে প্রতিফলন এবং স্বপ্ন হিসেবে তুলে ধরে।" তারকোভ্‌স্কির করা সেরা সিনেমাগুলো হচ্ছে, [[আন্দ্রে রুবলেভ]], [[সোলিয়ারিস]] এবং [[স্টকার]]।
 
পরিচালনার পাশাপাশি তারকোভ্‌স্কি চিত্রনাট্য রচনা, চলচ্চিত্রের তত্ত্ব প্রণয়ন এবং মঞ্চ পরিচালক হিসেবে সাফল্য অর্জন করেছেন। প্রায় সবগুলো সিনেমাই সোভিয়েত ইউনিয়নে নির্মাণ করেছেন। শুধু শেষ দুটি সিনেমা দেশের বাইরে করা। শেষ দুটি সিনেমা [[ইতালি]] ও [[সুইডেন|সুইডেনে]] নির্মাণ করেছেন। তার চলচ্চিত্রের মূল বৈশিষ্ট্য ছিল খ্রিস্টীয় আধ্যাত্মিকতা ও অধিবিদ্যাগত চিন্তাধারা, অতি দীর্ঘ দৃশ্যায়ন, সাধারণ সিনেমার মত নাটকীয় গঠন বা কাহিনীর অভাব এবং মনে রাখার মতো চিত্রগ্রহণ।