হাট্টিমাটিম টিম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Aishik Rehman (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Shahriar Islam Alvi (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২২ নং লাইন:
|lines = ৫২
}}
{{Infobox poem
==সম্পূর্ণ ছড়া==
|name = হাট্টিমাটিম টিম</br>
টাট্টুকে আজ আনতে দিলাম </br>
|image =
বাজার থেকে শিম</br>
|image_size = <!-- custom size for image (defaults to 220px) -->
মনের ভুলে আনল কিনে </br>
|caption =
মস্ত একটা ডিম। </br>
|subtitle =
 
|author = রোকনুজ্জামান খান
বলল এটা ফ্রি পেয়েছে</br>
|translator =
নেয়নি কোনো দাম</br>
|written =
ফুটলে বাঘের ছা বেরোবে</br>
|first =
করবে ঘরের কাম।</br>
|cover_artist =
 
|country =
সন্ধ্যা সকাল যখন দেখো </br>
|language = বাংলা
দিচ্ছে ডিমে তা </br>
|series =
ডিম ফুটে আজ বের হয়েছে</br>
|subject =
লম্বা দুটো পা। </br>
|genre =
 
{{|form = [[শিশুতোষ ছড়া}}]]
উল্টে দিয়ে পানির কলস</br>
|meter =
উল্টে দিয়ে হাড়ি </br>
|rhyme =
আজব দু'পা বেড়ায় ঘুরে </br>
|publisher =
গাঁয়ের যত বাড়ি। </br>
|publication_date = ১৯৬২
 
|lines = ৫২
সপ্তা বাদে ডিমের থেকে</br>
}}
বের হল দুই হাত </br>
রোকনুজ্জামান খানের লেখা '''হাট্টিমাটিম টিম''' শিশুদের জন্য উপযোগী একটি ছড়া। বাঙালি বাচ্চাদের একদম ছোটবেলা থেকেই এই ছড়াটি শোনানো হয়ে থাকে। বেশিরভাগ সময়ই মানুষ মনে করে ছড়াটি চার লাইনের। আসলে এটি একটি ৫২ লাইনের ছড়া।<ref>https://ebela.in/hattimatim-tim-is-not-a-4-line-rhyme-dgtl-1.774523</ref>
কুপি জ্বালায় দিনের শেষে </br>
==তথ্যসূত্র==
যখন নামে রাত। </br>
{{সূত্র তালিকা}}
 
উঠোন ঝাড়ে বাসন মাজে </br>
করে ঘরের কাম </br>
দেখলে সবাই রেগে মরে</br>
বলে এবার থাম।</br>
 
চোখ না থাকায় এ দুর্গতি </br>
ডিমের কি দোষ ভাই</br>
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়</br>
ঘর করে বোঝাই। </br>
 
বাসন মেজে সামলে রাখে </br>
ময়লা ফেলার ভাঁড়ে </br>
কাণ্ড দেখে টাট্টু বাড়ি</br>
নিজের মাথায় মারে। </br>
 
শিঙের দেখা মিলল ডিমে </br>
মাস খানিকের মাঝে </br>
কেমনতর ডিম তা নিয়ে</br>
বসলো বিচার সাঁঝে। </br>
 
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে </br>
বলল বিচার শেষ </br>
এই গাঁয়ে ডিম আর রবে না </br>
তবেই হবে বেশ। </br>
 
মনের দুখে ঘর ছেড়ে ডিম</br>
চলল একা হেঁটে</br>
গাছের সাথে ধাক্কা খেয়ে</br>
ডিম গেলো হায় ফেটে। </br>
 
গাঁয়ের মানুষ একসাথে সব; </br>
সবাই ভয়ে হিম </br>
ডিম ফেটে যা বের হল তা</br>
হাট্টিমাটিম টিম। </br>
 
হাট্টিমাটিম টিম</br>
তারা মাঠে পারে ডিম</br>
তাদের খাড়া দুটো শিং</br>
তারা হাট্টিমাটিম টিম।
==বিবরণ ও ইতিহাস==
মোটামুটি কথা ফুটলেই বাঙালি শিশুদের যে কয়েকটি ছড়া কণ্ঠস্থ করানো হয়, তার মধ্যে একটি অবশ্যই ‘হাট্টিমাটিম টিম’। যদিও মাত্র চারটি লাইন প্রচলিত। রোকনুজ্জামান খানের লেখা একটি ৫২ লাইনের সম্পূর্ণ ছড়া। রোকনুজ্জামান খান জন্মেছিলেন ১৯২৫ সালের ৯ এপ্রিল অবিভক্ত বঙ্গের [[ফরিদপুর জেলা]]য়। বাংলাদেশে তিনি ‘দাদাভাই’ নামে পরিচিত ছিলেন।
তাঁর রচনার বেশিরভাগই শিশু-কিশোরদের জন্য। হাট্টিমাটিম সম্ভবত তাঁর রচনাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়। ১৯৬২ সালে রচিত হয় ছড়াটি। ১৯৬৮ সালে বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। ১৯৯৯ সালে মারা যান রোকনুজ্জামান।
{{শিশুতোষ ছড়া}}