হাড়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{Infobox anatomy
|Name = হাড়
|Image = Left femur of extinct elephant, Alaska, Ice Age Wellcome L0057714.jpg
|Caption = বিলুপ্তপ্রায় প্রজাতির একটি হাতির [[চতুর্মুখী হিমবাহ | প্লাইস্টোসিন বরফ যুগের]] একটি অস্থি
|Image2 = Bertazzo S - SEM deproteined bone - wistar rat - x10k.tif
|Caption2 = একটি হাড়ের ১০,০০০ গুণ বিবর্ধিত [[স্ক্যানিং বৈদ্যুতিন অণুবীক্ষণযন্ত্র| স্ক্যানিং বৈদ্যুতিন অণুবীক্ষণচিত্র]]।
}}
'''হাড়''' হল একটি [[কঠোর|কঠিন]] [[অঙ্গ]], যা [[মেরুদণ্ডী প্রাণ|মেরুদণ্ডী]] প্রাণীর [[কঙ্কাল]] তৈরি করে। হাড়গুলি দেহের বিভিন্ন অঙ্গকে সুরক্ষা দেয়, [[লোহিত রক্তকণিকা| লোহিত]] এবং [[শ্বেত রক্তকণিকা]] তৈরি করে, [[খনিজ]] পদার্থ জমা রাখে, শরীরের কাঠামো তৈরি করে, এবং [[প্রাণীর চলনে|চলনে]] সহায়তা করে। দেহের হাড় বিভিন্ন আকারের হয় এবং এর একটি জটিল অভ্যন্তরীণ এবং বাহ্যিক কাঠামো থাকে। এগুলি হালকা হলেও শক্ত হয়, এবং একাধিক [[কাজ (জীববিজ্ঞান |কাজ]] সম্পন্ন করে।
 
অস্থি কলা (অসেয়াস কলা) হল একটি [[শক্ত কলা]], এক ধরণের ঘন [[যোজক কলা]]। অভ্যন্তরীণভাবে এটির একটি [[মৌচাক|মৌচাকের মতো]] [[ম্যাট্রিক্স (জীববিজ্ঞান) |ছাঁচ]] রয়েছে, যা হাড়কে কাঠিন্য দেয়। অস্থি কলাগুলি বিভিন্ন ধরণের [[অস্থি কোষ]] দিয়ে গঠিত। [[অস্টিওব্লাস্ট]] এবং [[অস্টিওসাইট]] গুলি হাড়ের গঠন করে এবং [[খনিজায়ন (জীববিজ্ঞান | হাড়ের খনিজায়ন]] ঘটায়; [[অস্টিওক্ল্যাস্ট]] গুলি অস্থি কলার [[হাড়ের পুনঃস্থাপন | পুনঃস্থাপনের]] (অস্টিওক্ল্যাস্টগুলি অস্থি কলাগুলি ভেঙে দেয় এবং খনিজগুলি মুক্ত করে, যার ফলে অস্থি কলা থেকে রক্তে ক্যালসিয়াম স্থানান্তরিত হয়)<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Bone resorption |ইউআরএল=https://en.wikipedia.org/wiki/Bone_resorption |সংগ্রহের-তারিখ=১৭ ডিসেম্বর ২০১৯}}</ref> কাজ করে। সংশোধিত (চ্যাপ্টা) অস্টিওব্লাস্টগুলি হাড়ের পৃষ্ঠের প্রতিরক্ষামূলক স্তর গঠনকারী আস্তরণের কোষে পরিণত হয়। অস্থি কলার খনিজযুক্ত খাঁচায়
প্রধানত [[কোলাজেন|কোলাজেনের]] (এক ধরণের প্রোটিন) একটি জৈব উপাদান রয়েছে যার নাম '' [[ওসেইন]] '' এবং বিভিন্ন লবণের সমন্বয়ে গঠিত [[হাড়ের খনিজ]]র একটি অজৈব উপাদান আছে। অস্থি কলা হল দুই প্রকারের [[খনিজযুক্ত কলা]], সেগুলি হল [[অস্থি কলা# কাঠামো | কর্টিকাল অস্থি]] এবং [[অস্থি কলা# কাঠামো | ক্যান্সেলাস অস্থি]]। হাড়ের অন্য ধরণের কলাগুলির মধ্যে রয়েছে [[অস্থি মজ্জা]], [[এন্ডোস্টিয়াম]], [[পেরিওস্টিয়াম]], [[স্নায়ু]], [[রক্তনালী]] ও [[তরুণাস্থি]]।
[[চিত্র:Foot bones.jpg|thumb|মানুষের পায়ের পাতার হাড়]]
জন্মের সময় [[মানব দেহ|মানবদেহে]] ৩০০ টিরও বেশি হাড় থাকে,<ref>{{cite book|title = The Anatomy and Biology of the Human Skeleton|url = https://archive.org/details/anatomybiologyo00stee|url-access = registration|author1=Steele, D. Gentry |author2=Claud A. Bramblett |year = 1988|publisher = Texas A&M University Press|page = [https://archive.org/details/anatomybiologyo00stee/page/4 4]|isbn = 978-0-89096-300-5}}</ref> তবে এইগুলির মধ্যে অনেকগুলি বিকাশের সময় একসঙ্গে যুক্ত হয়ে যায়, এর ফলে প্রাপ্তবয়স্কদের দেহে, অসংখ্য ছোট [[সিসাময়েড অস্থি]] বাদ দিয়ে মোট ২১২ টি পৃথক হাড় থাকে।<ref>{{cite book|title=Mammal anatomy : an illustrated guide.|date=2010|publisher=Marshall Cavendish|location=New York|isbn=9780761478829|pages=129}}</ref> দেহের বৃহত্তম হাড় হল [[ঊর্বস্থি|ঊর্বস্থি (ফিমার)]] বা উরুর হাড়, এবং সবচেয়ে ছোটটি হল [[মধ্যকর্ণ|মধ্যকর্ণের]] [[স্টেপিস]]।
'''হাড়''' বা '''অস্থি''' [[মেরুদন্ডী প্রাণী|মেরুদন্ডী প্রাণীর]] শরীরে [[অন্তঃকঙ্কাল]] গঠনকারী এক ধরনের কঠিন অঙ্গ। প্রাণীদেহের নানান শারীরিক ক্রিয়াকলাপে এটি ব্যবহৃত হয়। শরীরের কাঠামো সৃষ্টিতে, গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ রক্ষা করতে, [[লোহিত রক্তকণিকা|লোহিত]] ও [[শ্বেত রক্তকণিকা]] সৃষ্টিতে এবং খনিজ পদার্থ সংরক্ষণে এটি ব্যবহৃত হয়।<ref name="bRIT">{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল=http://www.britannica.com/EBchecked/topic/72869/bone | শিরোনাম=Bone (anatomy) | প্রকাশক=Encyclopedia Britannica | সংগ্রহের-তারিখ=19 July 2013 | লেখক=G. Donald Whedon}}</ref> হাড়ের কলা এক ধরনের কঠিন [[যোজক কলা]]। এটি শক্ত কিন্তু হালকা। হাড়ের আকার বিভিন্ন রকম এবং এর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠনও বিভিন্ন। হাড় প্রধানত [[অস্থি কলা]] দিয়ে গঠিত। এ কলা হাড়কে কাঠিন্য দেয় এবং এর অভ্যন্তরে প্রবালের মত ত্রিমাত্রিক ফাঁপা গঠন এনে দেয়। এছাড়াও হাড়ের মধ্যে [[অস্থি মজ্জা]], [[তরুণাস্থি]], [[রক্তনালিকা]], [[স্নায়ু]] প্রভৃতির কলা পাওয়া যায়। একটি সদ্যোজাত মানবশিশুর শরীরে মোট ২৭০টিরও বেশি হাড় থাকে<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম = The Anatomy and Biology of the Human Skeleton|লেখক = Steele, D. Gentry; Claud A. Bramblett|বছর = 1988|প্রকাশক = Texas A&M University Press|পাতা = 4|আইএসবিএন = 0-89096-300-2}}</ref>, কিন্তু তার বৃদ্ধির সাথে সাথে কিছু হাড় জোড়া লেগে একক হাড়ে পরিণত হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা ২০৬টি। মানবদেহের বৃহত্তম হাড়ের নাম [[ফিমার]], যা মূলত পায়ের হাড় আর ক্ষুদ্রতম হাড় হল কানের অভ্যন্তরের হাড় [[স্টেপিস]]।
 
গ্রিক ভাষায় হাড় হল (" অস্টিওন "), এটিকে উপসর্গ হিসাবে ব্যবহার করে হাড় সম্বন্ধীয় কিছু বলা হয় - যেমন [[অস্টিওপ্যাথি]]।
==হাড়ের কাজ==
১.দেহের ভারবহন করা।
 
২.দেহের নির্দিষ্ট আকৃতি বজায় রাখা।
 
==গঠন==
৩.রক্তকণিকা তৈরী করা।
 
[[File:Bone cross-section.svg|thumb|left|240px|হাড়ের প্রস্থচ্ছেদের চিত্র]]
৪.দেহের নরম ও নাজুক অংশ ( [[ফুসফুস ]], [[হৃৎপিন্ড]] ইত্যাদি) কে বাইরের যেকোনো আঘাত থেকে সুরক্ষিত রাখে।
হাড় সব জায়গায় একরকম কঠিন হয়না, তবে একটি নমনীয় [[ম্যাট্রিক্স (জীববিজ্ঞান) |খাঁচা]] (প্রায় ৩০%) এবং আবদ্ধ খনিজ (প্রায় ৭০%) নিয়ে গঠিত, যা জটিলভাবে বোনা এবং অন্তহীনভাবে বিশেষায়িত হাড়ের কোষগুলির একটি বিভাগ দ্বারা পুনঃনির্মিত হয়। তাদের অনন্য সৃষ্টি এবং নকশা, হালকা ওজন সত্ত্বেও হাড়কে তুলনামূলকভাবে [[রকওয়েল স্কেল |কঠিন]] এবং শক্তিশালী করে তোলে।
 
হাড়ের ম্যাট্রিক্সটি ৯০% থেকে ৯৫% পর্যন্ত স্থিতিস্থাপক [[কোলাজেন]] তন্তু দ্বারা গঠিত, যাদের ওসেইন বলা হয়,<ref>{{cite web|url=http://medical-dictionary.thefreedictionary.com/ossein|title=ossein|website=The Free Dictionary}}</ref> এবং বাকিটি [[গ্রাউন্ড সাবস্টেন্স]]।<ref name="Hall">{{cite book|last1=Hall|first1=John|title=Textbook of Medical Physiology|date=2011|publisher=Elsevier|location=Philadelphia|isbn=978-08089-2400-5|pages=957–960|edition=12th}}</ref> The elasticity of [[collagen]] improves fracture resistance.<ref name="Schmidt-Nielsen">{{Cite book|author=Schmidt-Nielsen, Knut|authorlink=Knut Schmidt-Nielsen|year=1984|title=Scaling: Why Is Animal Size So Important?|publisher=Cambridge University Press|page=6|isbn=978-0-521-31987-4|place=Cambridge}}</ref> অজৈব খনিজ লবণ [[ক্যালসিয়াম ফসফেট]], ক্যালসিয়াম [[হাইড্রোক্সিলাপাটাইট]] নামে পরিচিত রাসায়নিক ব্যবস্থায়, আবদ্ধ হবার ফলে খাঁচাটি শক্ত হয়ে যায়। এটি হল [[হাড়ের খনিজ]] যা হাড়কে শক্ত করে।
৫.চলনে সহায়তা করে।
অস্টিওব্লাস্টস এবং অস্টিওক্লাস্টস হিসাবে পরিচিত বিশেষ হাড়ের কোষগুলি দ্বারা দেহের হাড় সারা জীবন সক্রিয়ভাবে নির্মিত এবং পুনর্নির্মিত হয়। যে কোনও একটি হাড়ের মধ্যে, কলাগুলি দুটি প্রধান নমুনায় বোনা হয়, যাদের নাম কর্টিকাল এবং ক্যান্সেলাস হাড়। এদের প্রতিটির বিভিন্ন চেহারা এবং বৈশিষ্ট্য আছে।
 
<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম = Parent and Child: An Introductory Study of Parent Education|লেখক = Schmiedeler, Edgar; Mary Rosa McDonough|বছর = 1934|প্রকাশক = D. Appleton-Century|পাতা = 31}}</ref>
 
== তথ্যসূত্র ==
২৩ ⟶ ৩২ নং লাইন:
* [http://www.scq.ubc.ca/?p=400 A good basic overview of bone biology from the Science Creative '''Quarterly]
 
{{অসম্পূর্ণ}}
 
{{মানবদেহের অঙ্গতন্ত্রসমূহ}}
'https://bn.wikipedia.org/wiki/হাড়' থেকে আনীত