পোরশা উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৪৭ নং লাইন:
{{সূত্র তালিকা}}
 
==বহিঃসংযোগ==
* {{বাংলাপিডিয়া}}
{{নওগাঁ জেলা}}
{{রাজশাহী বিভাগের উপজেলা}}
{{অসম্পূর্ণ}}
 
রুবেল দেওয়ান বিপ্রভাগ প্রাইমারী স্কুল থেকে বৃত্তি পেয়ে ২০০৭ সালে কৃতিত্বের সাথে পাশ করেন। ২০১২ সালে মশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পাশ করে রাজশাহী বরেন্দ্র কলেজে ভর্তি হন। বরেন্দ্র কলেজ হতে ২০১৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করে রাজশাহী কলেজে ভর্তি হন। বর্তমানে তিনি রাজশাহী কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। ৬ষ্ট শ্রেণিতে অধ্যয়নকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। ২০০৮ সাল থেকে বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত 'কলকাকলি' অনুষ্ঠান হতে তার বিভিন্ন ছড়া-কবিতা প্রচার হতে থাকে এবং উক্ত ছড়া-কবিতাগুলি বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়। পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য-'শিশু', 'ধান শালিকের দেশ' ইত্যাদি। ছড়া-কবিতার পাশাপাশি তিনি গল্প, উপন্যাস, নিবন্ধ, স্মৃতিকথা, ভ্রমণকাহিনীও লিখে থাকেন। জাপান থেকে প্রকাশিত মাসিক 'কিশোরচিত্র' পত্রিকায় তার নিবন্ধসহ অন্যান্য লেখা প্রকাশিত হতে থাকে। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'বঙ্গপ্রেমী'।
[[বিষয়শ্রেণী:নওগাঁ জেলার উপজেলা]]
 
[[বিষয়শ্রেণী:পোরশা উপজেলা]]
�★|→কিছু অর্জন←|★�
 
*বিপ্রভাগ প্রাইমারী স্কুলে শ্রেণিকক্ষ 'রুবেল দেওয়ান কক্ষ' নামে নামকরণ।
 
*৫ম শ্রেণির ১ম Model Test পরিক্ষায় উপজেলা পর্যায়ে ২য় স্থান এবং ২য় Model Test পরীক্ষায় উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকার।
 
*১ম শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত ১ম স্থান অধিকার।
 
*স্কুল পর্যায়ে নিজের লেখা নাটকে অভিনয় করে ১ম স্থান অর্জন।
 
* ইউনিয়নের সকল স্কুলের অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে কবিতা অাবৃত্তি করে ১ম স্থান অর্জন।
 
*উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার।
 
*জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতায় উপজেলা এবং জেলা পর্যায়ে ১ম স্থান অর্জনসহ বিভাগীয় পর্যায়ে ৪র্থ স্থান অধিকার। (দলীয়)
 
*২১/09/15 তারিখে Radio Padma 99.2 FM-এ সাক্ষাৎকারমূলক একটি অনুষ্ঠান 'কবির কবিতা'-তে তাকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিপা হাসান।
 
*রাজশাহী ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর থেকে ২০১৫ সালে মেধাবী সংবর্ধনা পুরষ্কার লাভ।
সূত্রঃ প্রকাশক
(আলো আধার প্রকাশন)