ভরত অরুণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক সংযুক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
১ নং লাইন:
{{কাজ চলছে}}
{{Infobox cricketer
| name = ভরত অরুণ
| image = http://timesofindia.indiatimes.com/thumb/msid-49796817,width-400,resizemode-4/49796817.jpg
| fullname = ভরত অরুণ
| nickname = ভর্রু
| birth_date = {{Birthজন্ম dateতারিখ and ageবয়স|1962|12|14|df=yes}}
| birth_place = বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ, [[ভারত]]
| heightft =
১৩ ⟶ ১৪ নং লাইন:
| batting = ডানহাতি
| bowling = ডানহাতি [[fast bowling|মিডিয়াম পেস]]
| role = [[অল-রাউন্ডার]], কোচ
 
| international = true
১০৬ ⟶ ১০৭ নং লাইন:
}}
 
'''ভরত অরুণ''' ({{অডিও|Bharat_Arun.ogg|উচ্চারণ}}; {{lang-mr|भरत अरुण}}; [[জন্ম]]: [[১৪ ডিসেম্বর]], [[১৯৬২]]) অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। বর্তমানে ভারতে দলের [[List of India national cricket coaches|বোলিং কোচের]] ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারত ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮৬ থেকে ১৯৮৭ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে [[তামিলনাড়ু ক্রিকেট দল|তামিলনাড়ু দলের]] প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ [[অল-রাউন্ডার]] হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম পেস বোলিং করতেন ‘ভর্রু’ ডাকনামে পরিচিত ভরত অরুণ।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৯৮২-৮৩ মৌসুম থেকে ১৯৯১-৯২ মৌসুম পর্যন্ত ভরত অরুণের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
১৯৮২-৮৩ মৌসুম থেকে ১৯৯১-৯২ মৌসুম পর্যন্ত ভরত অরুণের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। শশ্রুমণ্ডিত ভরত অরুণ মিডিয়াম পেস বোলিং করতেন ও আক্রমণধর্মী নিচেরসারির ব্যাটসম্যান হিসেবে ভারত দলে খেলতেন। ১৯৮৬-৮৭ মৌসুমে দিলীপ ট্রফির সেমি-ফাইনালে ১৪৯ রান তুলেছিলেন। এ পর্যায়ে সপ্তম উইকেটে জুটিতে [[বুরকেরি রমন|ডব্লিউ ভি রমনের]] সাথে ২২১ রান তুলেন। ফলশ্রুতিতে দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চলের বিপক্ষে প্রথমে ইনিংসে ৫১৬ রানের লক্ষ্যমাত্রা ধার্য্য করে।
 
সফরকারী শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে ভারতে অনূর্ধ্ব-২৫ দলের সদস্যরূপে খেলেন। অপরাজিত ১০৭ রানের ইনিংসে খেলার স্বীকৃতিস্বরূপ টেস্ট খেলার জন্যে তাকে মনোনীত করা হয়। ১৯৭৯ সালে [[রবি শাস্ত্রী|রবি শাস্ত্রীর]] অধিনায়কত্বে অনূর্ধ্ব-১ ৯ দলের সদস্যরূপে শ্রীলঙ্কা গমনের জন্যে নির্বাচিত হন।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও চারটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন ভরত অরুণ। ১৭ ডিসেম্বর, ১৯৮৬ তারিখে কানপুরে সফরকারী শ্রীলঙ্কা দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ৪ জানুয়ারি, ১৯৮৭ তারিখে কটকে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
১৯৮০-এর দশকে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে বিখ্যাত ক্রিকেটার [[কপিল দেব|কপিল দেবের]] সাথে উদ্বোধনী বোলিং জুটি গড়ার চেষ্টা চালানো হয়। ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি দূর্দান্ত সফলতা লাভের প্রেক্ষিতে তাকেও ভারতে দলে রাখা হয়। কিন্তু, ১৯৮৬-৮৭ মৌসুমে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টেস্টে কেবলমাত্র মাঝারিমানের সফলতা পেয়েছিলেন। ডানহাতি মিডিয়াম পেস বোলার ও মাঝারিমানের আক্রমণধর্মী ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন।
 
== তথ্যসূত্র ==