এলডিন ব্যাপটিস্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
অবসর - অনুচ্ছেদ সৃষ্টি!
১১৩ নং লাইন:
১৯৮১ সাল থেকে ২০০০-০১ মৌসুম পর্যন্ত এলডিন ব্যাপটিস্টের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ১৯৮১ সালে কেন্টের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে দশটি [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও তেতাল্লিশটি [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] অংশগ্রহণ করেছেন এলডিন ব্যাপটিস্ট। ২১ অক্টোবর, ১৯৮৩ তারিখে কানপুরে স্বাগতিক [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারত দলের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১২ এপ্রিল, ১৯৯০ তারিখে সেন্ট জোন্সে সফরকারী [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড দলের]] বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। তবে, সাত বছরের অধিক সময়ে মাত্র দশটি টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। অংশগ্রহণকৃত সবগুলো টেস্টেই তার দল জয় পেয়েছিল।<ref name="OTD">{{cite web |url=http://www.espncricinfo.com/magazine/content/story/149428.html |title=The most exhilarating ODI of them all |accessdate=14 March 2018 |work=ESPN Cricinfo}}</ref> কমপক্ষে ১০টি টেস্টে অংশগ্রহণকারী একমাত্র খেলোয়াড় হিসেবে শতভাগ জয়ের রেকর্ডের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন।
 
১৯৮৪ সালে এজবাস্টনে ৮৭ রান তুলেছিলেন। ঐ গ্রীষ্মে [[লর্ডস ক্রিকেট গ্রাউন্ড|লর্ডসে]] স্মরণীয় [[ফিল্ডিং (ক্রিকেট)|ফিল্ডিং]] করেছিলেন। ৮০ গজ দূর থেকে মাঝের স্ট্যাম্প ভেঙ্গে [[জিওফ মিলার|জিওফ মিলারকে]] [[রান আউট]] করেছিলেন। ইংল্যান্ড দলকে পরাজিত করার পর ২০০৮ সালে স্ট্যানফোর্ড ২০/২০ প্রতিযোগিতায় সুপারস্টার্স দলকে $২০ মিলিয়ন ডলারের পুরস্কার জয়ে প্রভূতঃ ভূমিকা রাখেন।
 
== অবসর ==
খেলোয়াড়ী জীবন শেষে অনেকগুলো দলের প্রধানে [[কোচ (ক্রীড়া)|কোচের]] দায়িত্বে পালন করেছিলেন। তন্মধ্যে, [[কোয়াজুলু-নাটাল ক্রিকেট দল|কোয়াজুলু-নাটাল]], অ্যান্টিগুয়া প্রো দল ও স্ট্যানফোর্ড সুপারস্টার্স অন্যতম। ইংল্যান্ড দলকে [[ফলাফল (ক্রিকেট)|পরাজিত]] করার পর ২০০৮ সালে স্ট্যানফোর্ড ২০/২০ প্রতিযোগিতায় [[Stanford Superstars|সুপারস্টার্স দলকে]] $২০ মিলিয়ন ডলারের [[পুরস্কার]] জয়ে প্রভূতঃ ভূমিকা রাখেন।
 
২০০৯ সালে কেনিয়া দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ২০১৩ সালে [[Leeward Islands cricket team|লিওয়ার্ড আইল্যান্ডস ক্রিকেট দলের]] কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
 
== তথ্যসূত্র ==