ওয়েব ২.০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বানান
Zaheen (আলোচনা | অবদান)
কিছু সম্পাদনা
১ নং লাইন:
[[Image:Web 2.0 Map.svg|thumb|এই ট্যাগ ক্লাউডের মাধ্যমে ওয়েব ২.০ এর থিমগুলো দেখানো হয়েছে]]
'''ওয়েব ২.০''' ([[ইংরেজি ভাষায়]]: Web 2.0) বলতে [[ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব|ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের]] এর একটি নতুন ধারাকে বোঝায়। এই নতুন ধারাটি বেশ ক'কয়েক বছর থেকে খুব বেশী প্রসার লাভ করেছে। এই ধারার মূল লক্ষ্য ওয়েবের সৃজনশীলতা, পারস্পরিক যোগাযোগ, নিরাপদ তথ্য আদান-প্রদান, সহযোগিতা এবং কার্যক্ষমতা বৃদ্ধি। এই নতুন ধারা ওয়েবে বেশ কিছু নতুন সাংস্কৃতিক ও কৌশলগতকারিগরি সম্প্রদায়ের জন্ম দিয়েছে। এর মধ্যে বিভিন্ন হোস্টিং সার্ভিসওসেবাও রয়েছে। এই নতুন সম্প্রদায় ও সার্ভিসগুলোরসেবাগুলির মধ্যে আছে সামাজিক নেটওয়ার্কিংভিত্তিক ওয়েবসাইট, ভিডিও শেয়ারিংঅংশীদারী ওয়েবসাইট, [[উইকি]], [[ব্লগ]] এবং [[ফোকসোনমি]]। [[২০০৪]] সালে ও'রাইলি মিডিয়ার ওয়েব ২.০ সম্মেলনের পর থেকেই এই নতুন ধারাটি সম্পর্কে সচেতনতাসচেতনতার এসেছে।সৃষ্টি হয়। ওয়েব ২.০ এর মাধ্যমে ওয়েবের একটি নতুন সংস্করণের কথা বলা হলেও এটা আসলে নতুন কোন সফ্‌টওয়্যার প্লাটফর্ম বা টেকনিক্যালকারিগরি বিষয়ে নতুন কোন প্রজন্মকে নির্দেশ করে না। অর্থাৎ টেকনিক্যালকারগরি দিক দিয়ে ওয়েব আর ওয়েব ২.০ এর মধ্যে কোনই পার্থক্য নেই। পার্থক্য আছে ব্যবহার এবং উপযোগিতায়। অর্থাৎ ইতোমধ্যেইতিমধ্যে অস্তিত্বশীলবিদ্যমান সফ্‌টওয়্যারগুলো কিভাবেকীভাবে এবং কিকী উদ্দেশ্য ব্যবহার করা হচ্ছে তার উপর ভিত্তি করেই ওয়েব ২.০ কে আলাদা করা হয়। এ সম্পর্কে বিল ও'রাইলি বলেন,
{{cquote|
<i>Web 2.0 is the business revolution in the computer industry caused by the move to the Internet as a platform, and an attempt to understand the rules for success on that new platform.}}
কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক [[টিম বার্নার্স-লি]] ওয়েব ২.০ এর ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি এ ধরণের পার্থক্যীকরণকে অমূলক বলেছেন। এ সম্পর্কে তারতাঁর যুক্তি হলো, ওয়েব ২.০ শব্দটিকে যৌক্তিক উপায়ে ব্যবহার করা সম্ভব না। কারণ, ওয়েব ২.০-তে যে প্রাযুক্তিকপ্রযুক্তিগত উপাদানগুলোউপাদানগুলি ব্যবহার করা হয় সেগুলো ওয়েবের প্রাথমিক দিনগুলো থেকেই ব্যবহৃত হয়ে আসছে।
 
==বহিঃসংযোগ==