১,৯৬,০১৪টি
সম্পাদনা
(বাক্য সংশোধন) ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা |
|||
}}
'''''দ্য মুসলমান''''' [[ভারত|ভারতের]] [[চেন্নাই]] থেকে প্রকাশিত [[উর্দু]]-ভাষার প্রাচীনতম দৈনিক সংবাদপত্র।<ref name="ToI_Each">{{সংবাদ উদ্ধৃতি| ইউআরএল= http://articles.timesofindia.indiatimes.com/2008-04-30/chennai/27749690_1_evening-paper-newspaper-office-urdu|
বর্তমান সম্পাদক সৈয়দ আরিফুল্লাহ।<ref name="আ">{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=https://www.thehindu.com/society/the-worlds-only-handwritten-newspaper-is-91-and-sells-at-75-paise/article23528891.ece| শিরোনাম=The world’s only handwritten newspaper is 91 and sells at 75 paise| শেষাংশ=Krishna| প্রথমাংশ=Navmi| তারিখ=১৪ এপ্রিল ২০১৮| কর্ম=The Hindu| সংগ্রহের-তারিখ=৮ জানুয়ারি ২০১৯| ভাষা=en-IN| issn=0971-751X}}</ref>
লিপিবিশারদগণ, যারা কাতিব নামেও পরিচিত, ৮০০ ফিটের একটি ছোট এক-ঘর কার্যালয়ের এক কোণে কাজ করেন। তাদের কাছে বিশেষ সুবিধা থাকে না, শুধু দুইটি দেওয়াল পাখা, তিনটি বাতি এবং একটি ফ্লুরোসেন্ট বাতি। প্রত্যেকটি পৃষ্ঠায় প্রায় ৩ ঘন্টা সময় লাগে। চার পাতার দৈনিকের কাজ শুরু হয় সকাল ১০টায়। দু’জন অনুবাদক খবরগুলো [[উর্দু ভাষা]]<nowiki/>য় লিখে দেন। ঘণ্টা দু’য়েক ধরে অনুবাদের কাজ চলে। তারপর চারুলিপি ও মূল কাগজ লেখার কাজ শুরু হয়। মূল কপি তৈরি হওয়ার পর প্রায় দুপুর ১টায় প্রিন্টের মাধ্যমে ও ফটো নেগেটিভে প্রসেস হয়ে বাকি কপিগুলো তৈরি হয়। সন্ধ্যার মধ্যে খবরের কাগজ পৌঁছে যায় প্রায় ২২ হাজার পাঠকের হাতে।
এই দৈনিকটির তিনজন কাতিব।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.ntvbd.com/world/5516/%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8--%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%96%E0%A7%87%E0%A6%87-%E0%A7%AE%E0%A7%AE-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0|শিরোনাম=দ্য মুসলমান: হাতে লিখেই ৮৮ বছর|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=০৫ এপ্রিল ২০১৫|ওয়েবসাইট=NTV|সংগ্রহের-তারিখ=২৫ জুন ২০১৮}}</ref> প্রধান কাতিবের নাম রাহমান হোসেইনি। ১৯৮০ সালে তিনি এ পত্রিকায় যোগ দেন। মাস শেষে বেতন পান আড়াই হাজার রুপি। এখানে কাতিব হিসেবে লেখার কাজ করেন শাবানা বেগম ও খুরশিদ বেগম। প্রতি পৃষ্ঠার জন্য প্রতিদিন ৬০ ভারতীয় টাকা করে আয় করেন উভয়ে। চিন্নাস্বামী বালাসুব্রামোনিয়াম প্রধান প্রতিবেদক, যিনি সংবাদপত্রটির সঙ্গে আছেন প্রায় ২০ বছর। দৈনিকটির ক্রেতা সারা ভারতে আছে, [[নয়া দিল্লী]], [[কলকাতা]] ও [[হায়দরাবাদ, ভারত|হায়দরাবাদ]] অন্তর্গত।<ref name="ToI_Each"
== ধরণ ==
দৈনিকটির চারটি পৃষ্ঠা থাকে। প্রথম পাতায় থাকে দেশ ও বিদেশের নানা খবর। দ্বিতীয় পাতায় সম্পাদকীয়। পরের পাতা দুটিতে স্থানীয় খবর, খেলা ও বিজ্ঞাপন। সম্পাদক বলেন, সাধারণত এই দৈনিকে ব্রেকিং নিউজ থাকে না। তবে ব্রেকিং নিউজের জন্য প্রথম পাতার নীচের ডানদিকে কিছু জায়গা ফাঁকা রাখা হয়। সোমবারে কোরান ও ইসলাম সংক্রান্ত খবর বেশি প্রাধান্য পায় অন্যান্য খবরের থেকে।
এপ্রিল ২০১৮ অনুসারে, প্রতিটি খবরের কাগজের দাম ৭৫ [[পয়সা]] (ভারতীয়) এবং দৈনিকটির প্রায় ২১ থেকে ২২ হাজার ক্রেতা আছে।<ref name="আ"
== তথ্যসূত্র ==
|