শ্বেত বামন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
[[চিত্র:Sirius A and B Hubble photo.jpg|thumb|right|[[লুব্ধক|সিরিয়াস এ এবং সিরিয়াস বি]] এর ছবি, [[হাবল মহাকাশ দুরবিন]] থেকে তোলা। লুব্ধক বি শ্বেত বামন হওয়ায় লুব্ধক এ-এর নিচের দিকে বাম কোণায় ক্ষীণভাবে দেখা যাচ্ছে।]]
'''শ্বেত বামন''' ([[ইংরেজি ভাষায়]]: White dwarf) এক ধরণেরধরনের ছোট [[তারা]] যা মূলত [[ইলেকট্রন-অপজাত পদার্থ]] দিয়ে গঠিত। একারণে একে ''অপজাত বামন''-ও বলা হয়। এদের ভর সূর্যের সাথে তুলনীয় হলেও আকার তুলনীয় পৃথিবীর সাথে, অর্থাৎ এদের ঘনত্ব অনেক বেশি। উজ্জ্বলতা খুব কম যা তাদের জমিয়ে রাখা তাপ শক্তি থেকে উৎপন্ন হয়।<ref name="osln" /> ২০০৯ সালের জানুয়ারিতে ''রিসার্চ কনসোর্টিয়াম অন নেয়ারবাই স্টারস''-এর সদস্যরা সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত ১০০টি তারা জগতে ৮টি শ্বেত বামন খুঁজে পান।<ref>{{ওয়েব উদ্ধৃতি
|শেষাংশ১ = Henry
|প্রথমাংশ১ = T. J.
৭৮ নং লাইন:
}}</ref>
 
শ্বেত বামনের ভেতরকার পদার্থের আর কোন [[নিউক্লীয় সংযোজন]] বিক্রিয়া ঘটে না সুতরাং তারাটির শক্তির কোন উৎস থাকে না। সেহেতু কেন্দ্রমুখী মহাকর্ষীয় বলের কারণে ধ্বস ঠেকানোর জন্য প্রয়োজনীয় বহির্মুখী বল নিউক্লীয় বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হতে পারে না। ধ্বস ঠেকাতে কাজ করে একমাত্র [[ইলেকট্র অপজাত্য চাপ]] যে কারণে শ্বেত বামনের ঘনত্ব অনেক বেশি। অপজাত্য বস্তুর পদার্থবিজ্ঞান ঘূর্ণনবিহীন শ্বেত বামনের ভরের একটি সর্বোচ্চ সীমা নির্দিষ্ট করে দেয় যার নাম [[চন্দ্রশেখর সীমা]]। এর মান প্রায় ১.৪ [[সূর্য|সৌরভর]]। ভর এর চেয়ে বেশি হলে অপজাত্য চাপ আর বামনটির ধ্স ঠেকাতে পারে না। যদি কোন কার্বন-অক্সিজেন শ্বেত বামনের ভর প্রতিবেশী কোন তারা থেকে ভর [[বিবৃদ্ধি|বিবৃদ্ধির]] (accretion) কারণে এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে বামনটি সাধারণত [[কার্বন বিস্ফোরণ]] প্রক্রিয়ায় বিস্ফোরিত হয়ে টাইপ ১এ ধরণেরধরনের [[অতিনবতারা]] গঠন করে।<ref name="osln">
{{ওয়েব উদ্ধৃতি
|শেষাংশ=Johnson |প্রথমাংশ=J.