রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
হালনাগাদ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৫৭ নং লাইন:
১৯০২ সালের ৬ই মার্চে, ''মাদ্রিদ ফুটবল ক্লাব'' হিসেবে এই ক্লাবটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার শুরু হতেই এই ক্লাবটি তাদের ঐতিহ্যের অংশ হিসেবে সাদা রঙের পোশাক পরিধান করছে। ''রিয়াল'' শব্দটি স্পেনীয় শব্দ ''রয়্যাল'' হতে আগত। ১৯২০ সালে [[স্পেনের ত্রয়োদশ আলফনসো|ত্রয়োদশ আলফনসো]]-এর পরিহিত রাজকীয় মুকুট এই ক্লাবের প্রতীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্লাবটি ১৯৪৭ সাল হতে ৮১,০৪৪ ধারণক্ষমতাসম্পন্ন মাঠ [[এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু|সান্তিয়াগো বার্নাব্যু]]তে তাদের সকল হোম ম্যাচ খেলছে। অধিকাংশ ইউরোপীয় ক্রীড়া ক্লাবের বিপরীতে, রিয়াল মাদ্রিদের সদস্যগণ (''সসিওস'') তাদের ইতিহাস জুড়ে এই ক্লাবটির মালিকানায় ছিল এবং এটি পরিচালনা করেছে।
 
২০১৮২০১৯ সালে রিয়াল মাদ্রিদ [[ফোর্বস]] দ্বারা প্রকাশিত [[ফোর্বস সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবের তালিকা]]য় স্থান পায়, যেখানে প্রকাশ করা হয় যে এই ক্লাবটির মোট মূল্য আনুমানিক €৩.৪৭ বিলিয়ন ($৪. বিলিয়ন)। ২০১৭–১৮ মৌসুমে ক্লাবটি [[দালোয়েত]] দ্বারা প্রকাশিত [[দালোয়েত ফুটবল মানি লীগ|সবচেয়ে বেশি আয়কারী ফুটবল ক্লাবের তালিকা]]য় ১ম স্থান অধিকার করে, যেখানে ক্লাবটির বার্ষিক আয় ছিল আনুমানিক €৭৫০.৯ মিলিয়ন।<ref name="Forbes">{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://www.forbes.com/sites/mikeozanian/2018/06/12/the-worlds-most-valuable-soccer-teams-2018/|শিরোনাম=The World's Most Valuable Soccer Teams|তারিখ=12 June 2018|প্রকাশক=Forbes}}</ref><ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম = The World's Most Valuable Soccer Teams | ইউআরএল = https://www.forbes.com/soccer-valuations/ | প্রকাশক = Forbes}}</ref><ref name="Deloitte">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www2.deloitte.com/uk/en/pages/press-releases/articles/deloitte-football-money-league-2019.html|শিরোনাম=Real Madrid become the first club to generate more than €750m|তারিখ=24 January 2019|প্রকাশক=Deloitte}}</ref> ক্লাবটি বিশ্বের সবচেয়ে বেশি সমর্থিত দলগুলোর মধ্যে একটি।<ref>Dongfeng Liu, Girish Ramchandani (2012). "The Global Economics of Sport". p. 65. Routledge,</ref> রিয়াল মাদ্রিদ [[লা লিগা]]র ৩ প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে একটি যারা ১৯২৯ সাল হতে শুরু হওয়া লা লিগার ইতিহাসে কখনোই শীর্ষ বিভাগ হতে অবনমিত হয়নি (বাকি দুই সদস্য হলো [[অ্যাথলেতিক বিলবাও]] ও [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনা]])। এই ক্লাবটি ফুটবলে চলমান সবচেয়ে দীর্ঘ দ্বন্দ্ব ধারণকারী ক্লাব, বিশেষ করে বার্সেলোনার সাথে ''[[এল ক্লাসিকো]]'' এবং [[আতলেতিকো মাদ্রিদ|আতলেতিকো মাদ্রিদের]] সাথে ''[[মাদ্রিদ ডার্বি]]''।
 
১৯৫০-এর দশকে রিয়াল মাদ্রিদ স্পেনে এবং ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের একটি অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। উক্ত সময়ে তারা টানা ৫ বার [[ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাব'স কাপ|ইউরোপিয়ান কাপ]] জয়লাভ করে এবং ৭ বার এই প্রতিযোগিতার ফাইনালে খেলে। এই সাফল্য তারা স্পেনীয় লীগেও ধরে রেখেছিল, যেখানে তারা ৭ বছরের মধ্যে ৫ বার ট্রফি ঘরে তুলতে সক্ষম হয়েছিল। উক্ত সময়ের [[আলফ্রেদো দি স্তিফানো]], [[ফেরেন্তস পুশকাস]], [[ফ্রান্সিস্কো হেন্তো]], [[রেমোঁ কোপা]]র সমন্বিত দলটিকে অনেকে ফুটবলের সর্বকালের সেরা দল হিসেবে বিবেচনা করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল=http://www.bbc.co.uk/blogs/legacy/jonathanstevenson/2011/05/the_greatest_club_side_of_all.html | শিরোনাম=Real Madrid 1960 – the greatest club side of all time | তারিখ=23 May 2011 | প্রকাশক = BBC | সংগ্রহের-তারিখ=19 March 2015}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল=https://www.theguardian.com/football/blog/2013/may/22/european-cup-teams-real-madrid | শিরোনাম=The great European Cup teams: Real Madrid 1955–60 | তারিখ=22 May 2013 | কর্ম = The Guardian | সংগ্রহের-তারিখ=19 March 2015}}</ref> ঘরোয়া ফুটবলে, রিয়াল এপর্যন্ত ৬৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে রেকর্ড পরিমাণ ৩৩টি [[লা লিগা]] শিরোপা, ১৯টি [[কোপা দেল রে]] শিরোপা, ১০টি [[স্পেনীয় সুপার কাপ]] শিরোপা, ১টি [[কোপা এভা দুয়ার্তে]] শিরোপা এবং ১টি [[কোপা দে লা লিগা]] শিরোপা রয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম = World Football: The 11 Most Successful European Clubs in History | ইউআরএল = http://bleacherreport.com/articles/510011-world-football-the-11-most-successful-european-clubs-in-history/page/12 | সংগ্রহের-তারিখ =22 January 2012}}</ref> ইউরোপীয় এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতায়, রিয়াল সর্বমোট ২৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে রেকর্ড পরিমাণ ১৩টি [[উয়েফা চ্যাম্পিয়নস লীগ|ইউরোপিয়ান কাপ/উয়েফা চ্যাম্পিয়নস লীগ]] শিরোপা, ২টি [[উয়েফা ইউরোপা লীগ|উয়েফা কাপ]] শিরোপা এবং ৪টি [[উয়েফা সুপার কাপ]] শিরোপা রয়েছে। আন্তর্জাতিক ফুটবলে, তারা রেকর্ড পরিমাণ ৭টি ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে।{{refn|group=নোট|name=CWC|[[ফিফা]] আনুষ্ঠানিকভাবে [[আন্তর্মহাদেশীয় কাপ (ফুটবল)|আন্তর্মহাদেশীয় কাপ]] এবং [[ফিফা ক্লাব বিশ্বকাপ]] বিজয়ী ক্লাবকে "বিশ্ব চ্যাম্পিয়ন" হিসেবে আখ্যায়িত করেছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল=http://www.espnfc.com/manchester-united/story/3246638/man-united-retrospectively-declared-1999-world-club-champions-by-fifa | শিরোনাম=Man United retrospectively declared 1999 world club champions by FIFA | কর্ম=ESPN FC | সংগ্রহের-তারিখ=4 November 2017 | লেখক=Press Association Sport | তারিখ=October 2017 }}</ref>}}