বাবরি মসজিদ ধ্বংস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Trijit Dey-এর সম্পাদিত সংস্করণ হতে প্রলয়স্রোত-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
Seadark14 (আলোচনা | অবদান)
সংশোধন ও যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২১ নং লাইন:
| fatalities = ২,০০০ (মসজিদ ভাঙার পর সংগঠিত দাঙ্গা সহ)<ref name=BBC2>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=Timeline: Ayodhya holy site crisis|ইউআরএল=http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1844930.stm|কর্ম=BBC News|তারিখ=17 October 2003}}</ref>
| injuries =
| perps = [[বিশ্ব হিন্দু পরিষদ]] ও [[ভারতীয় জনতা পার্টি]]র কর সেবক
| susperps =
| weapons =
}}
 
১৯৯২ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখে [[বিশ্ব হিন্দু পরিষদ]] এবং এর সহযোগী সংগঠনের হিন্দু কর্মীরা [[উত্তরপ্রদেশ|উত্তরপ্রদেশের]] রাম জন্মভূমি [[অযোধ্যা]]তে ষোড়শ শতাব্দীর [[বাবরি মসজিদ]] ধ্বংস করে। ঐ স্থানে [[হিন্দুত্ব|হিন্দু জাতীয়তাবাদী]] সংগঠনগুলো দ্বারা আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে আগত লোকজন সহিংস হয়ে উঠার পর ধ্বংসযজ্ঞটি সংগঠিত হয়।
 
হিন্দু বিশ্বাস, ইতিহাস ও পত্নতাত্বিক তথ্য অনুযায়ী অযোধ্যা হল ভগবান [[রাম|রামের জন্মভূমি]]। ষোড়শ শতাব্দীতে কুখ্যাত মুঘল সেনাপতি মির বাকি একটিওই রামমন্দির ধ্বংশ করে মসজিদ নির্মাণ করেন, যা বাবরি মসজিদ নামে পরিচিত। তিনি যে স্থানে মসজিদটি নির্মাণ করেন তা কিছু হিন্দুর কাছে ''রাম জন্মভূমি'' বলে অভিহিত হয়ে থাকে। আশির দশকে [[বিশ্ব হিন্দু পরিষদ]] তাদের (ভিএইচপি) তাদের রাজনৈতিক সহযোগী [[ভারতীয় জনতা পার্টি]]কে সাথে নিয়ে ঐ স্থানে রাম মন্দির নির্মাণের জন্য প্রচারাভিযান চালায়। রাম মন্দির নির্মাণের জন্য কিছু শোভাযাত্রা ও মিছিল আয়োজন করা হয়েছিল। এসব শোভাযাত্রা ও মিছিলের মাঝে অন্তর্ভুক্ত ছিল ''রাম রথ যাত্রা'', যার নেতৃত্বে ছিলেন লাল কৃষ্ণ আদভানি।
 
১৯৯২ সালের ৬ ডিসেম্বর [[ভিএইচপি]] ও [[বিজেপি]] ঐ স্থানে দেড় লাখ করসেবককে নিয়ে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা চলাকালীন সময়ে তারা সহিংস হয়ে পড়ে এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে মসজিদটি ভেঙে ফেলে। পরবর্তীকালে অনুসন্ধান চালিয়ে দেখা যায় যে, ঘটনাটির সাথে ৬৮ জন জড়িত, যাদের মাঝে কিছু [[বিজেপি]] এবং [[ভিএইচপি]]র নেতারও নাম বিদ্যমান। [[বাবরি মসজিদ]] ধ্বংসের দরুন [[ভারত|ভারতের]] [[হিন্দু]] ও [[মুসলমান]] সম্প্রদায়ের মাঝে সৃষ্টি হয় সাম্প্রদায়িক দাঙ্গা, যা কয়েকমাস ধরে চলেছিল। এছাড়া, এই ঘটনার পরিপ্রেক্ষিতে [[পাকিস্তান]] ও [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[হিন্দু|হিন্দু সম্প্রদায়ও]] তাদের দেশে সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছিল।
 
==পটভূমি==