মার‍্যু বিভাগ (তুর্কমেনিস্তান): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
আত্মপ্রতীতি (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৩৫ নং লাইন:
}}
 
'''মেরি''' ({{lang-tk|Mary welaýaty}}, Мары велаяты) হলো [[তুর্কমেনিস্তান|তুর্কমেনিস্তানের]] একটি [[তুর্কমেনিস্তানের বিভাগসমূহ|প্রশাসনিক বিভাগ]]। এটি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আফগানিস্তানের সীমান্ত ঘেঁষে অবস্থিত। এর রাজধানী হল [[মেরি, তুর্কমেনিস্তান|মেরি]]। এর আয়তন প্রায় ৮৭,১৫০ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১,৪৮০,৪০০ (২০০৫ সালের হিসাব অনুযায়ী)।<ref name=yb2005>''Statistical Yearbook of Turkmenistan 2000-2004'', National Institute of State Statistics and Information of Turkmenistan, Ashgabat, 2005.</ref> এর জনসংখ্যার গড় ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১৫ জন। তবে সবচেয়ে উন্নত [[মরুদ্যান|মরুদ্যানের]] দিকে এটিঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১৫০-২০০তে পৌঁছায়।{{Citation needed|date=January 2009}}
 
২০০০ সালে, মেরি অঞ্চলের জনসংখ্যা তুর্কমেনিস্তানের মোট জনসংখ্যার ২৩%। এই জনসংখ্যার ১৯% পেশাজীবী, ২৬% কৃষি উৎপাদনের সাথে যুক্ত (মান অনুসারে) এবং ২১% শিল্প উৎপাদনের সাথে জড়িত।<ref name="Turkmenistan, Ashgabat 2001, pp. 137-138">''Social-economic situation of Turkmenistan in 2000'', National Institute of State Statistics and Information of Turkmenistan, Ashgabat, 2001, pp. 137-138 {{ru icon}}.</ref> এই অঞ্চলের প্রধান শিল্পগুলির মধ্যে [[প্রাকৃতিক গ্যাস]] উত্তোলন (আইওলোটান গ্যাস ক্ষেত্র), [[বৈদ্যুতিক ক্ষমতা|বিদ্যুৎ উৎপাদন]], তৈরি পোশাক, মাদুর বুনন, রাসায়নিক ও খাদ্য শিল্প অন্তর্ভুক্ত। ২০০১ সালে এটি তুর্কমেনিস্তানের মোট বিদ্যুৎ উৎপাদনের ৭৩% এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের ২৬% এখানে সম্পন্ন হয়।<ref name="Turkmenistan, Ashgabat 2001, pp. 137-138"/>
 
মেরি অঞ্চলে কৃষিক্ষেত্রগুলো [[কারাকুম খাল]] থেকে পানি পায়। এই খালটি প্রদেশের মধ্য দিয়ে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় এবং [[মুরগাব নদী]]র সাথে মিলিত হয়ে উত্তর-দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে আফগানিস্তান থেকে প্রদেশে প্রবেশ করে। প্রদেশটির উত্তরের অংশটি মধ্য এশীয় দক্ষিণ মরুভূমি বাস্তুতন্ত্রের মধ্যে অবস্থিত,অবস্থিত। এই প্রদেশের দক্ষিণাঞ্চলটি পেস্তা এবং মরুভূমির স্যাভানা অঞ্চলে অবস্থিত, বিশ্ব বন্যজীব তহবিল মাধ্যমে বাখখিজ-কারাবিলকে আধা-মরুভূমি হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।<ref>{{NatGeo ecoregion|id=pa1306|name=Badkhiz-Karabil semi-desert|accessdate=2012-08-05}}</ref>
 
মেরি প্রদেশের মূল প্রত্নতাত্ত্বিক আকর্ষণ প্রাচীন [[মার্ভ]], যা ইউনেস্কোর [[বিশ্ব ঐতিহ্য স্থান]] হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি প্রাচীন [[রেশম পথ|রেশম পথের]] অন্যতম রক্ষিত মরুশহরগুলির মধ্যে একটি।<ref>Bonneville, Patrick and Hemono, Philippe. 2006. The World Heritage. Bonneville Connection, Quebec</ref>
 
[[মেরি, তুর্কমেনিস্তান|মেরি]] হলো মেরি অঞ্চলের রাজধানী। এটি কারাকুম খালের কাছে মুরগাব নদীর সংযোগস্থলে অবস্থিত। অন্যান্য প্রধান শহরগুলি হলো আফগানিস্তানের সীমান্তবর্তী বারামালি ({{lang-ru|Байрам-Али}}), ইয়োলোতেন (Iolotan, {{lang-ru|Иолотань}}), এবং সেরেহাবাত ({{lang-ru|Серхетабад}}, পূর্বে {{lang-tk|Guşgy}}, {{lang-ru|Кушка}})।
 
== জেলা শহর ==