উর্দু ভাষা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
PK-IN User (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Tasmiahr (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৯ নং লাইন:
'''উর্দু ভাষা''' (اردو) ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো-আর্য শাখার ভাষা। [[পাকিস্তান|পাকিস্তানে]] প্রায় ১ কোটি লোক এবং [[ভারত|ভারতে]] প্রায় ৫ কোটি লোকের মাতৃভাষা উর্দু। এছাড়াও এটি [[আফগানিস্তান|আফগানিস্তানের]] শহরগুলিতে ও পারস্য উপসাগরীয় দেশগুলির শহর এলাকায় প্রচলিত। [[যুক্তরাজ্য]], [[যুক্তরাষ্ট্র]], [[কানাডা]], [[নরওয়ে]] ও [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়ার]] পাকিস্তানি অভিবাসী সম্প্রদায় উর্দুতে কথা বলেন। সারা বিশ্বে উর্দু মাতৃভাষীর সংখ্যা প্রায় ৬ কোটি।
 
হিন্দি নামটি [[ফার্স ভাষা|ফার্সি]] থেকে এসেছে। পারস্যের অধিবাসীরা ভারতীয় লোক ও তাদের ভাষাকে হিন্দি নামে ডাকত। ইতিহাসবিদেরা মনে করেন। ৮ম-১০ম শতকের দিকে ভারতে [[মুসলমান|মুসলিম]] আক্রমণের সময় উত্তর ভারতের খারি বোলি কথ্য ভাষা থেকে [[হিন্দি ভাষা|হিন্দির]] উৎপত্তি ঘটে। খাড়ি বোলি ছিল দিল্লি এলাকার ভাষা, এবং বহিরাগত মুসলিম শাসকেরা সাধারণ জনগণের সাথে যোগাযোগের জন্য এই ভাষাই ব্যবহার করতেন। এই খাড়ি বোলি ভাষার একটি রূপ ধীরে ধীরে কুর্দি ফার্সি ও আরবি ভাষা থেকে প্রচুর শব্দ ধার করলে উর্দু নামের এক সাহিত্যিক ভাষার উদ্ভব ঘটে। উর্দু শব্দটি [[তুর্কি ভাষা|তুর্কি]] "ওর্দু" শব্দ থেকে এসেছে যার অর্থ "শিবির" বা "ক্যাম্প"। অন্যদিকে সাধারণ জনগণের মুখের ভাষায় [[আরবি]]-ফার্সির তেমন প্রভাব পড়েনি, বরং তারা [[সংস্কৃত ভাষা]] থেকে শব্দ ও সাহিত্যিক রীতি ধার করতে শুরু করে এবং এভাবে হিন্দি ভাষার জন্ম হয়।
 
এই দ্বিবিধ প্রভাবের কারণে হিন্দি ভাষা [[দেবনাগরী]] লিপিতে লেখা হয় এবং এর শব্দভাণ্ডারের বেশির ভাগই সংস্কৃত থেকে এসেছে। অন্যদিকে উর্দু ভাষা ফার্সি লিপিতে লেখা এবং এর শব্দভাণ্ডার ফার্সি ও আরবি থেকে বহু ঋণ নিয়েছে। এছাড়া ভাষা দুইটির ধ্বনি ব্যবস্থা ও ব্যাকরণেও সামান্য পার্থক্য আছে। ১২শ শতক থেকে উর্দু ও হিন্দি উভয় ভাষাই সাহিত্যের ভাষা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১৮শ শতকে ইংরেজির প্রভাবে উর্দু ও হিন্দি সাহিত্যের বিকাশ ঘটে।