ফাতিমা বিনতে খাত্তাব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

সুন্নি খলিফার বোন
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: {{কাজ চলছে}} '''ফাতিমা বিনতে খাত্তাব খাত্তাব''' মুহাম্মাদ(সঃ) একজন...
(কোনও পার্থক্য নেই)

০৮:৪৯, ২২ নভেম্বর ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ

ফাতিমা বিনতে খাত্তাব খাত্তাব মুহাম্মাদ(সঃ) একজন সাহাবা ও ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাবের বোন ছিলেন। তিনি ইসলাম গ্রহণকারীদের মধ্যে অগ্রগামী ছিলেন।

নাম ও বংশ পরিচয়

ফাতিমা বিনতে খাত্তাবের ডাক নাম ছিলো উম্মে জামিল[১][২] ফাতিমা বিনতে খাত্তাবের পিতার নাম খাত্তাব ইবনে নুফাইল,যিনি মক্কার কুরাইশ গোত্রেআল-আদাবী শাখার সন্তান। ফাতিমার মাতার নাম হানতামা বিনতে হাশিম ইবনে আল-মুগীরা, যিনি কুরাইশ গোত্রের আল-মাখযুমী শাখার কন্যা।[৩][৪] ফাতিমা উমর ইবনে আল খাত্তাবের সহোদরা এবং সা‘ঈদ ইবনে যায়েদের সহধর্মিনী ছিলেন।

ইসলাম গ্রহণ

মক্কায় ইসলামের সূচনা পর্বেই মুহাম্মাদ(সঃ) আরকাম ইবনে আবিল আরকামের গৃহে অবস্থান গ্রহণের পূর্বে অল্প কয়েকজন ইসলাম গ্রহণকারীদের মধ্যে ফাতিমা ও তার স্বামী সাইদ ইবনে যায়িদ অন্তর্ভুক্ত ছিলেন। একজন। [৫][৬] ইবনে হিশাম মক্কায় প্রথম পর্বে ১৮ জন ইসলাম গ্রহনকারীদের মধ্যে সাঈদ ইবনে যায়িদ ও তার স্ত্রী ফাতিমা বিনতে খাত্তাবের নাম উল্লেখ করেছেন।[৭]

তথ্যসূত্র

  1. [আল-ইসতী‘য়াব-৪/৩৭০] 
  2. [উসুদুর গাবা-৫/৫১৯] 
  3. [ইবন সা‘দ, তাবাকাত-৮/২৬৭] 
  4. [আল-ইসাবা-৪/৩৭০] 
  5. [তাবাকাত-৮/২৬৭] 
  6. [নিসা‘মিন আসর আন-নুবুয়াহ-৪৬২] 
  7. [সীরাত ইবন হিশাম-১/২৫২-২৫৪]