গোঠাভয় রাজাপক্ষ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Gota2019.jpg সরানো হলো। এটি Túrelio কর্তৃক কমন্স থেকে অপসারিত হয়েছে, কারণ: Copyright violation: https://pbs.twimg.com/profile_images/1150457866563678208/cKdP9nVZ_400x400.jpg।
+
২ নং লাইন:
| honorific-prefix = <!--[[Excellency|His Excellency]] to take effect when taking oath of office-->
| name = গোতাবায়া রাজাপক্ষ
| image =Nandasena Gotabaya Rajapaksa.jpg
| imagesize = 250px
| caption =
| office = [[শ্রীলংকার রাষ্ট্রপতি|শ্রীলংকার রাষ্ট্রপতি বিজয়ী]]
| term_start = ৯ জানুয়ারি ২০২০
১১ ⟶ ১৪ নং লাইন:
| term_start2 = নভেম্বর ২০০৫
| term_end2 = ৮ জানুয়ারি ২০১৫
| image =
| imagesize = 250px
| caption =
| predecessor2 = অশোক জয়াবর্ধনে
| president2 = [[মহিন্দ রাজাপক্ষ]]
৩৯ নং লাইন:
| website = https://gota.lk/
}}
'''[[লেফট্যানেন্ট কর্ণেল]] গোতাবায়া রাজাপক্ষ''' (জন্ম ২০ জুন ১৯৪৯) শ্রীলংকারশ্রীলঙ্কার একজন রাজনীতিবিদ ও সাবেক সেনা কর্মকর্তা এবং শ্রীলংকারযিনি ২০১৯ সালেরসালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী। শ্রীলংকারতিনি [[লিবারেশনতার টাইগার্সভাই অবসাবেক তামিলরাষ্ট্রপতি ইলম[[মহিন্দ রাজাপক্ষ|তামিলমহিন্দ টাইগার বিদ্রহীদেররাজাপক্ষের]] দমনেনেতৃত্ত্বাধীন তিনিদল সামরিকশ্রীলঙ্কা বিশেষজ্ঞপডুজানা হিসেবেপারামুনা গুরুত্বপূর্ণথেকে দায়িত্বরাষ্ট্রপতি পালননির্বাচন করেনকরে এবংবিজয়ী হন। মহিন্দ রাজাপক্ষের শাসনামলে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি দেশটির সামরিক সচিব ছিলেন। ফলেএর তিনিসামরিক তামিলবাহিনীর টাইগারদেরনেতৃত্বে অন্যতমছিলেন। লক্ষ্যবস্তুতেতারা পরিণতনেতৃত্বে হনসরকার এবং[[লিবারেশন ২০০৬টাইগার্স সালেঅব তামিল আত্মঘাতীরাইলম|তামিল তাকেটাইগার গুপ্তবিদ্রহীদের]] পরাজিত করে যার ফলে [[শ্রীলংকার গৃহযুদ্ধ|শ্রীলঙ্কার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের]] হত্যারঅবসান চেষ্টাঘটে। করে।
 
শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপক্ষ রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া গোতাবায়া কলম্বোর আনন্দ কলেজে শিক্ষা লাভ করেন এবং ১৯৭১ সালের এপ্রিলে সিলন সেনাবাহিনীতে (বর্তমান শীলঙ্কা সেনাবাহিনী) যোগদান করেন। দিয়াতালাভার সেনাবাহিনী প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ শেষে তিনি একক অফিসার হিসেবে কমিশনপ্রাপ্ত হন। পরবর্তীতে তাকে পদাতিক রেজিমেন্টে স্থানান্তর করা হয়। সেনাবাহিনীতে প্রবেশের পরপরই গোতাবায়া বেশি কিছু বড় ধরণের যুদ্ধে অংশ নেন যার মধ্যে রয়েছে ভাদামারাচি অপারেশন, অপারেশন স্ট্রাইক হার্ড ও অপারেশন থ্রিবিদ বালা। এছাড়াও ১৯৮৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত জেভিপি বিদ্রোহের সময় বিদ্রোহ বিরোধী অভিযানে অংশ নেন। তিনি সেনাবাহিনী থেকে বয়স শেষ হওয়ার পূর্বেই অবসর নেন এব তথ্য প্রযুক্তির দিকে ঝুঁকে পড়েন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে স্থায়ী হন।
 
২০০৫ সালে তিনি তার ভাইয়ের নির্বাচনী প্রচারণার জন্য দেশে ফিরে আসেন ও তার ভাই বিজয়ী হওয়ার পর সেই প্রশাসনে সামরিক সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তার সময়ে শ্রীলঙ্কার সেনাবাহিনী তামিল বিদ্রোহীদের পরাজিত করে ও এদের দলনেতা [[ভেলুপিল্লাই প্রভাকরণ]]কে হত্যা করে যার ফলে দীর্ঘদিনের গৃহযুদ্ধের ইতি ঘটে। ফলে তিনি তামিল টাইগারদের অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হন এবং ২০০৬ সালে তামিল আত্মঘাতীরা তাকে গুপ্ত হত্যার চেষ্টা করে। তার সময়ে তিনি বেশ কিছু শহুরে উন্নয়নের প্রকল্প শুরু করেন। ২০১৫ সালে তার ভাই রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনিও সামরিক সচিবের পদ হারান। ২০১৮ সালের দিকে তিনি সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন এবং ২০১৯ সালের ১৭ নভেম্বর তিনি রাষ্ট্রপতি নির্বাচনে জয় লাভ করেন।
 
==তথ্যসূত্র==