কচি খন্দকার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বাংলাদেশি টেলিভিশন অভিনেতা
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
MahbubPathan (আলোচনা | অবদান)
→‎প্রাথমিক জীবন: নতুন নিবন্ধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
(কোনও পার্থক্য নেই)

১৮:২৬, ১৪ নভেম্বর ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ

কচি খন্দকার একজন বাংলাদেশী ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা, নাট্য পরিচালক ও টিভি নাটকের প্রযোজক। বর্তমানে তিনি তার অভিনয়ের পাশাপাশি সেরা একজন নাটক নির্মাতা হিসেবে বাংলার নাট্য পাড়ায় জায়গা করে নিয়েছেন। [১]

কচি খন্দকার
জন্ম
কচি খন্দকার

২৯শে সেপ্টেম্বর, ১৯৬৪ইং
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
মাতৃশিক্ষায়তনকুষ্টিয়া ইসলামিয়া কলেজ
পেশাঅভিনেতা
নির্মাতা
গল্প লেখক
নাট্য পরিচালক
টিভি নাটকের প্রযোজক
দাম্পত্য সঙ্গীনাজেরা ইসলাম মায়া

প্রাথমিক জীবন

১৯৬৪ সালের ২৯শে সেপ্টেম্বর কচি খন্দকার জন্ম গ্রহণ করেন কুষ্টিয়া জেলায়। তার বাবার নাম খন্দকার খায়রুল আনাম ও মায়ের নাম খন্দকার আনোয়ারা বেগম মায়া। তিনি সাত ভাইবোনের মধ্যে দ্বিতীয়। তার বাবা একজন মুক্তিযোদ্ধা ও পেশাদারী ফুটবল খেলোয়াড় ছিলেন। ফটুবল খেলায় তিনি গোলরক্ষকের দায়িত্ব পালন করতেন। বাবার মত কচি খন্দকারও ভালো ফুটবল খেলতে পারেন।

কর্মক্ষেত্র

কচি স্কুল জীবনে পড়াকালীন সময় থেকে বিভিন্ন ধরনের অভিনয়ের সাথে জড়িত ছিলেন। বিশেষ করে তিনি যখন নবম শ্রেণিতে পড়ালেখা করেন। তখন তিনি তার জীবনের প্রথম একটি নাটকের গল্প লিখেন। পরবর্তীতে তিনি কুষ্টিয়া জেলায় নাটক থিয়েটারের সংগঠন নিয়ে কাজ করেছেন এবং সেখানে অনন্যা অনআশি নাট্যদল প্রতিষ্ঠা করেন। আর এরপর থেকে তিনি অভিনয়ে যোগ দেন, নাটক পরিচালনা করেন, নাটকের গল্প লিখেন।

পারিবারিক জীবন

তিনি বিবাহিত। তার স্ত্রীর নাম নাজেরা ইসলাম মায়া। তিনি স্ত্রীকে নিয়ে শেওড়াপাড়ায় বসবাস করেন। [২]

অভিনয় জীবন

কচি স্কুল জীবন থেকেই অভিনয় জীবন শুরু করেন। নিজের তৈরি করা নাট্যদলের সাথেও অভিনয় শুরু করেন। তিনি এই পর্যন্ত প্রায় ছয়শত নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখিত কিছু নাটক।

  • ব্যাচেলর,
  • মেড ইন বাংলাদেশ,
  • থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
  • গেরিলা ও
  • প্রজাপতিসহ আরো অনেক।

পরিচালনা

তিনি এই পর্যন্ত প্রায় অনেকগুলো নাটক পরিচালনা করেছেন। তার পরিচালিত উল্লেখযোগ্য নাটকগুলি হচ্ছে।

  • এফডিসি,
  • ইয়েস বস নো বস,
  • নো কোশ্চেন নো আনসার ও
  • প্রবাদ বাক্যসহ আরো অনেক নাটক।

গল্পকার

অভিনেতা, পরিচালক ও প্রযোজক ছাড়াও তিনি একজন গল্প লেখকও।

চলচ্চিত্রের তালিকা

তিনি ছোট পর্দার জন্য নাটক তৈরি করার পাশপাশি এখন চলচ্চিত্র নির্মাণের পথেও নেমেছেন। তার প্রথম চলচ্চিত্রের নাম "খসরু মাইনাস ময়না।" এইছাড়াও তিনি প্রায় কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

পুরস্কার

তথ্যসূত্র

  1. "কচি খন্দকার"বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৫ 
  2. "কচি খন্দকার"প্রিয়ডটকম। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৫