উইকিপিডিয়া আলোচনা:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tanvir babu (আলোচনা | অবদান)
৯৫ নং লাইন:
 
আপনার পূর্বাভিজ্ঞতার জন্য ধন্যবাদ, আগে জানলে এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করতাম না, আর ব্যাঘ্র প্রতিযোগিতায় করব ভেবেছিলাম, তা বাদ দেয়াই সমিচিন হবে মনে হচ্ছে।Md. Tanvir Alam ০৭:১৯, ১৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
:{{ping|Tanvir babu}} প্রথমত, আপনার এমন মন্তব্যের কোন কারণ খুঁজে পেলাম না। আপনাকে মেইল প্রদান করা হয়েছে ৫ অক্টোবর অনুষ্ঠানের ব্যাপারে যেখানে আপনি আগ্রহ প্রকাশ করে উত্তর দিয়েছেন ৬ অক্টোবর। যেখানে আপনাকে বলা হয়েছে অনুষ্ঠানের তারিখ ঠিক হলে পুনরায় জানানো হবে। সে অনুসারে ১৩ নভেম্বর আপনাকে অনুষ্ঠানের বিস্তারিত জানানো হয়েছে, যার উত্তরও আপনি দিয়েছেন। সেক্ষেত্রে আপনি হতাশ হচ্ছেন কেন বুঝতে পারছি না। আর [[ব্যবহারকারী:SamihaRahman]] ২৯ অক্টোবর আমাকে জানান যে তিনি ফর্ম পাননি। এক্ষেত্রে আপনাদেরও বুঝতে হবে, পুরো প্রক্রিয়াটা স্বেচ্ছাসেবকরা করেন এবং ৯০ জন ব্যক্তির মধ্যে ১/২ জন ভুলে বাদ পড়ে যেতে পারে। যখনই তিনি জানিয়েছেন আমি সাথে সাথে তাকে মেইল করেছি যার ফলে তিনি ফর্ম পূরণও করেছেন এবং তাকেও অনুষ্ঠানের মেইল করেছি। তার সাথেও কথা হয়েছে। প্রতিযোগিতার পর পুরস্কারগুলো রেডি করতে ও সেগুলো ডাকযোগে পাঠাতে প্রচুর সময়, স্বেচ্ছাসেবক প্রয়োজন হয়। এর উপর আমাদের ডাকবিভাগে পাঠালেও সেটি সময় নেয় অন্য কুরিয়ারের তুলনায় বেশি। অনেক সময় চেষ্টা করি অন্য কুরিয়ারে পাঠাতেও। আর তাই ফর্ম পূরণের সময়ই সবাইকে একটু ধৈর্য্য ধারণের অনুরোধ করা হয়। যারা নিয়মিত প্রতিযোগিতায় অংশ নেন, তাঁরা জানেন যে পুরস্কার পাঠাতে একটু দেরী হলেও ঠিকই পুরস্কার পেয়ে যান। তারপরও এক/দু জনের ক্ষেত্রে সমস্যা হয়ই কারণ এতো লোকের সাথে যোগাযোগ, তাঁদের জন্য পুরস্কার রেডি করা, সেগুলো পাঠানো ইত্যাদিতে এক/দু জনের ক্ষেত্রে সমস্যা হবে না সেটি কেউই জোড় দিয়ে বলতে পারবেন না। আমরাও না। ধন্যবাদ আপনাদের অবদানের জন্য। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ১৬:৪৩, ১৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
"নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯" প্রকল্প পাতায় ফিরুন।