পিরোজপুর জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ধ্বংসপ্রবণতা হিসাবে চিহ্নিত 43.245.123.242 (আলাপ)-এর করা 1টি সম্পাদনা বাতিল করে Al Riaz Uddin Ripon-এর করা সর্বশেষ সংস্করণে ফেরত। (টুইং)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১০৩ নং লাইন:
 
== প্রখ্যাত ব্যক্তি ==
* আল্লামা [[দেলাওয়ার হোসেন সাঈদী]], আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন,সাবেক সংসদ সদস্য
* মাওলানা আঃ রহীম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,রাজনীতিবিদ
* [[খান বাহাদুর হাশেম আলী খান]] নেছারাবাদ ,১৮৮৮-১৯৬২- বরিশাল জেলা মুসলিম লীগ এবং কৃষক প্রজা পারটির সভাপতি ছিলেন। শেরেবাংলা এ.কে. ফজলুল হকের মন্ত্রীসভায় সমবায় ও কৃষি খাতক মন্ত্রী (১৯৪১) ছিলেন।
* [[শহীদ নূর হোসেন]] (১৯৬১ - ১০ নভেম্বর ১৯৮৭)মঠবাড়িয়া - রাজনৈতিক কর্মী ও শহীদ;১০ নভেম্বরকে বলা হয় শহীদ নূর হোসেন দিবস।তার খালি গায়ে লেখা ছিল "স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক"। রাজধানীর জিরো পয়েন্টে তিনি গুলিতে শহীদ হন।
* [[খান সাহেব হাতেম আলী জমাদ্দার ]] (১৮৭২-১৯৮২), মঠবাড়িয়া - [[বঙ্গীয় প্রাদেশিক আইন সভারসভা]] সদস্য( ১৯৩৭,১৯৪৬,১৯৬২); কে,এম লতীফ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা।
* মেজর (অবঃ) [[মেহেদী আলী ইমাম]] (মৃত্যুঃ ১৯৯৬),মঠবাড়িয়া- স্বাধীনতাযুদ্ধের বীর সেনানী, [[বীরবিক্রম ]]।
*[[করপোরাল আব্দুস সামাদ ]] (মৃত্যু ২০১৮), মঠবাড়িয়া -[[আগরতলা ষড়যন্ত্র মামলার]] ৮ নং আসামী ছিলেন।
* [[সুবেদার তাজুল ইসলাম ]]- [[আগরতলা ষড়যন্ত্র মামলার]] ৩২ নং আসামী ছিলেন।
* [[তফাজ্জল হোসেন মানিক মিয়া]] , ভান্ডারিয়া (১৯১১-১৯৬৯ ) (সাংবাদিকতা ও রাজনীতি )- পিটি আই-এর পরিচালক, [[ইত্তেফাক]] পত্রিকার প্রতিষ্ঠাতা।
* [[মাওলানা নেছার উদ্দীন নেছারাবাদ]] (১৮৭২-১৯৫২)- বহু ইসলামী গ্রন্থ প্রণেতা ও ছারছীনা মাদ্রাসা প্রতিষ্ঠাতা।
* [[আহসান হাবীব ]],শংকরপাশা, (১৯১৭-১৯৮৫)- কবি ও সাংবাদিক
* [[বেগম মতিয়া চৌধুরী ]],নাজিরপুর ১৯৪২- রাজনীতি বর্তমান কৃষি মন্ত্রী , ‘দেয়াল দিয়ে ঘেরা’ বই রচনা করেন।
* [[নিরোদ বিহারী নাগ ]], নাজিরপুর , (১৯৩২-১৯৯১)- রাজনৈতিক ও সামাজিক - পুষ্প নিরোধ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা।
* [[এনায়েত হোসেন খান ]],স্বরূপকাঠী (১৯৩৩-১৯৭৯ ) রাজনীতি সাবেক এম পিএমপি, ইউনিয়ন অফ ক্লারিক্যাল এ্যাসিট্যান্স অফ  সেক্রেটারিয়েট ইন ইস্ট পাকিস্তান নামক এক শক্তিশালী সংগঠনের জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করেন।
* [[মোয়াজ্জেম হোসেন]] ,ডুমুরিতলা (১৯৩২-১৯৭১ )- লেঃ কমান্ডার, স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষা দেয়ার জন্য সামরিক বাহিনীর অভ্যন্তরে তিনি একটি গুপ্ত বিপ্লবী সেল গঠন করেন।[[আগরতলা ষড়যন্ত্র মামলারমামলা]] ২ নং আসামী ছিলেন।
* [[মেজর জিয়াউদ্দিন আহমদ ]], পিরোজপুর ১৯৫০- - , নবম সেক্টরের সাব- সেক্টর কমান্ডার সাবেক পৌর চেয়ারম্যান, আফতাব উদ্দিন কলেজকলেজের প্রতিষ্ঠাতা।
* [[আনোয়ার হোসেন মঞ্জু ]], ভান্ডারিয়া ১৯৪৪- তিনি [[দশম জাতীয় সংসদ]] এর পানিসম্পদ মন্ত্রী ছিলেন। এর আগে তিনি বন ও পরিবেশ, যোগাযোগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তিনি পিরোজপুর-২ আসন থেকে ১৯৮৬,১৯৮৮,১৯৯১,১৯৯৬,২০০১,২০১৪,২০১৮ সালে সংসদ সদস্য হোন।
* [[শ ম রেজাউল করিম]], নাজিরপুর - তিনি আইনজিবী, বাংলাদেশি রাজনীতিবিদ এবং ২০১৮ সালে অনুষ্ঠিত [[একাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকা|একাদশ জাতীয় সংসদ সদস্য]]। তিনি বর্তমানে [[পিরোজপুর-১]] আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী।
* [[ক্ষিতীশ চন্দ্র মন্ডল]] নাজিরপুর ১৯৩৯- রাজনীতি সাবেক এমপি, সাবেক কৃষি ও ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের প্রতিমন্ত্রী(১৯৭৩) ছিলেন
* [[শহীদুল আলম নিরু]] পিরোজপুর ১৯৪৬-২০০৫ রাজনীতি ও আইনজীবী। আইনজীবী ।মাওলানামাওলানা ভাসানীর ন্যাপের সাধারণ সম্পাদক ছিলেন।
* [[মোস্তফা জামাল হায়দার]] , (নাজিরপুর ১৯৪২)- রাজনীতি সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।
* [[জুয়েল আইচ]] , পিরোজপুর - যাদু শিল্পী অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার আন্তর্জাতিক যাদুশিল্পী।
* [[খালিদ হাসান মিলু ]], পিরোজপুর - কণ্ঠশিল্পী জাতীয় পুরস্কার  প্রাপ্ত রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র কণ্ঠশিল্পী।
* [[দিলীপ বিশ্বাস]] ,পিরোজপুর - জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক।
*[[মুহাম্মদ মিজানুর রহমান ]]- লেখক ও কথাসাহিত্যিক।
* [[ফজলে মাহমুদ রাব্বি ]], জাতীয় দলের ক্রিকেটার
* [[জায়েদ খান ]]- অভিনেতা, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
* [[জান্নাতুল ফেরদৌস ঐশী]] - বাংলাদেশের একজন মডেল এবং সুন্দরী প্রতিযোগিতা [[মিস বাংলাদেশ]] ২০১৮-এর মুকুটধারী।
 
==দর্শনীয় স্থান==