মনের মানুষ (চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Habibshohag123 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২২ নং লাইন:
}}
 
'''মনের মানুষ''' [[গৌতম ঘোষ]] পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। [[ভারত]] ও [[বাংলাদেশ]] এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি [[২০১০]] সালে মুক্তি পায়। ছবিতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শিল্পীরা অভিনয় করেছেন। [[সুনীল গঙ্গোপাধ্যায়]] এর ''মনের মানুষ'' [[উপন্যাস]] অবলম্বনে নির্মাণ করা হয়েছে ছবিটি, এতে [[লালন|লালন ফকিরের]] জীবন ও কর্মের কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন [[প্রসেনজিৎ চট্টোপাধ্যায়]], [[রাইসুল ইসলাম আসাদ]], [[চঞ্চল চৌধুরী]], [[শুভ্র কুন্ডু]], [[পাওলি দাম]] , প্রিয়াংশু চ্যাটার্জী, তাথৈ, নাউফেল জিসান, [[চম্পা (অভিনেত্রী)|চম্পা]], [[সৈয়দ হাসান ইমাম|হাসান ইমাম]], শাহেদ আলী সহ আরও অনেকে।
 
==কাহিনী==
পশ্চিমা শিক্ষায় শিক্ষিত [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ ঠাকুরের]] বড় ভাই [[জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর]] পূর্ববঙ্গে জমিদারী করতে এসে দেখা পান লালনের। [[পদ্মা নদী|পদ্মা নদীর]] বজরায় বসে জ্যোতিরিন্দ্র লালনের একটি স্কেচ তৈরি করেন। জ্যোতিরিন্দ্রনাথ হলেন শহুরে বুদ্ধিজীবী, তিনি লালনের সাথে বাউলের দর্শন নিয়ে আলোচনা করেন। আলোচনার মাধ্যমেই লালনের জীবন চলচ্চিত্রের দর্শকদের সামনে উপস্থাপিত হয়। কাহিনীর উপস্থাপনাটি লালন ফকিরের জীবন ও সময় এবং তার উদারপন্থী শিষ্যদের, যারা ১৯শ শতাব্দীর ভারতীয় সমাজের কুসংস্কারাচ্ছন্ন থেকে উচ্চভাবে জীবনযাপন করেছিলেন।
 
তরুণ লালন গ্রামের কবিরাজের সাথে তীর্থে যান। সেখানে তার [[জলবসন্ত]] হলে তাকে ভেলায় ভাসিয়ে দেয়া হয়। তীর্থের দল গ্রামে এসে রটিয়ে দেয় যে লালন মারা গেছে। ভেলায় ভাসিয়ে দেয়া লালনকে এক মুসলিম তাঁতি পরিবার বাঁচায়। সেখানে লালনের পরিচয় ঘটে [[সিরাজ সাঁই|সিরাজ সাঁইয়ের]] সাথে যাকে লালন তার গ্রামে একদিন দেখেছিলেন। সিরাজ লালনকে তার শিষ্য করে নেন। পরবর্তীতে লালন তার নামের শেষে ফকির যোগ করে মা ও স্ত্রীর সাথে দেখা করতে নিজ গ্রামে আসেন। এসে গ্রামবাসীর বাধার সম্মুখীন হন। স্ত্রীকে সাধন সঙ্গীনি করতে চাইলে লালনের মা লালনকে বাধা দেন। ফলে লালন সম্পূর্ণভাবে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ও কালুয়ার সহায়তায় একটি আখড়া গড়ে তুলেন। শুরু হয় তার সাধন-ভজন।
 
== শ্রেষ্ঠাংশে ==
* [[প্রসেনজিৎ চট্টোপাধ্যায়]] - [[লালন]]
* [[রাইসুল ইসলাম আসাদ]] - [[সিরাজ সাইসাঁই]]
* [[চঞ্চল চৌধুরী]] - কালুয়া
* [[শুভ্র কুন্ডু]] - ভানুমটি