অজয় নদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
৬৩ নং লাইন:
 
== ভৌগলিক অঞ্চল ==
[[বিহার|বিহারের]] জামুই জেলা চাকাই ব্লকের বাটপার অঞ্চলের ৩০০ মিটার উচু পাহাড় থেকে উৎসারিত হয়ে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে এটি দেবীপুরের নিকটে [[ঝাড়খণ্ড|ঝাড়খণ্ডে]] প্রবেশ করে (দেওঘরের প্রস্তাবিত শিল্প অঞ্চল) দিয়ে গিয়ে অজয় নদ ঝাড়খণ্ডের উপর দিয়ে বয়ে গিয়ে পশ্চিমবঙ্গের [[পূর্ব বর্ধমান জেলা]]র [[চিত্তরঞ্জন|চিত্তরঞ্জনের]] নিকট শিমজুড়িতে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং এটি প্রথম [[পশ্চিম বর্ধমান জেলা]] এবং ঝাড়খণ্ড হয়ে এবং পরে পশ্চিম বর্ধমান জেলা এবং বীরভূম জেলার সীমানা হয়ে পূর্বে প্রবাহিত হয়ে পূর্ব বর্ধমান জেলার [[কাটোয়া]] মহকুমার [[কেতুগ্রাম]] থানার নারেং গ্রামের প্রবেশ করে কাটোয়া শহরের কাছে ভাগীরথীর[[ভাগীরথী নদী]]<nowiki/>র সংগে মিলিত হয়েছে।<ref>Chattopadhyay, Akkori, Bardhaman Jelar Itihas O Lok Sanskriti (History and Folk lore of Bardhaman District.), {{Bn icon}}, Vol I, p 27, Radical Impression. {{আইএসবিএন|81-85459-36-3}}</ref> অজয় নদের মোট দৈর্ঘ্য ২৮৮ কিলোমিটার (১৭৯ মাইল) তার মধ্যে শেষ ১৫২ কিলোমিটার (৯৪ মাইল) পশ্চিমবঙ্গে রয়েছে। <ref name="Chattopadhyay, Akkori, p 28">Chattopadhyay, Akkori, p 28</ref><ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=http://sclopac.wbpublibnet.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=484220&shelfbrowse_itemnumber=487976|শিরোনাম=বাংলার নদনদী|শেষাংশ=বন্দ্যোপাধ্যায়|প্রথমাংশ=দিলীপকুমার|বছর=২০০৭|প্রকাশক=দে’জ পাবলিশিং|অবস্থান=কলকাতা|পাতাসমূহ=|আইএসবিএন=}}</ref>
 
অজয়ের প্রধান উপনদীগুলি হল ঝাড়খণ্ডের পাথরো ও জয়ন্তী এবং বর্ধমানের তুমুনি ও কুনুর।<ref name="Chattopadhyay, Akkori, p 28"/>
 
অজয় নদের ধারা থেকে অনেকদুর অবধি পার্বত্য অঞ্চলের ল্যাটেরাইট মাটির উপর দিয়ে প্রবাহিত হয়ে বর্ধমানের আউশগ্রামে এসে [[পাললিক শিলা|পাললিক]] সমভূমিতে প্রবেশ করে। অজয় নদের উপত্যকায় [[শাল]], [[পিয়াল]] ও [[পলাশ|পলাশের]] ঘন জঙ্গল ছিল। কিন্তু অধুনা খনিজ নিষ্কাষণ ও অন্যান্য মনুষ্যজনিত উপদ্রবে বেশিরভাগ জঙ্গল সাফ হয়ে গেছে।<ref name="Chattopadhyay, Akkori, p 28"/> সম্প্রতি, ভারত সরকার (নৌ পরিবহন মন্ত্রক) অজয় নদকে জাতীয় নৌপথ আইন, ২০১৬.{৬} এর আওতায় জাতীয় জলপথ - ৭ হিসাবে ঘোষণা করেছে।
 
== ইতিহাস ==