বেইজিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
{{অতিমহানগরী}}
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0
১২৩ নং লাইন:
মূল বেইজিং নগরীর আয়তন ৪৫৬৭ বর্গকিলোমিটার। বেইজিং মহানগর এলাকার আয়তন ১৬৪১১ বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে এটি চীনের ৪র্থ বৃহত্তম মহানগর এলাকা ([[কুয়াংচৌ]], [[সাংহাই]] ও [[ছুংছিং]]য়ের পরে)। বেইজিং মূল নগরটি বিশ্বের [[জনসংখ্যা অনুযায়ী মূল শহরের তালিকা|৩য় সর্বোচ্চ জনবহুল মূল শহর]] ([[সাংহাই]] ও [[করাচি]]র পরে)। বিশ্বের রাজধানী শহরগুলির মধ্যে এটিই সবচেয় জনবহুল শহর। জনসংখ্যার বিচারে বেইজিং চীনের ২য় বৃহত্তম শহর ([[সাংহাই]]য়ের পরেই)। এর আগে অতীতে বেইজিং খ্রিস্টীয় ২য় সহস্রাব্দের প্রায় পুরোটা জুড়েই বিশ্বের বৃহত্তম শহর ছিল।<ref name="Top Ten Cities By Population Throughout History">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Top Ten Cities Through History|ইউআরএল=http://www.thingsmadethinkable.com/item/top_ten_cities_through_history.php|প্রকাশক=[[things made unthinkable]]|সংগ্রহের-তারিখ=28 November 2016}}</ref> ২০১৭ সালে বেইজিং মহানগর এলাকাতে ২ কোটি ১৭ লক্ষ লোকের বাস ছিল। মোট জনসংখ্যার ১ কোটি ১৮ লক্ষ নিবন্ধিত অধিবাসী এবং ৭৭ লক্ষ অস্থায়ী অধিবাসী, যাদের অস্থায়ী বসবাসের অনুমোদনপত্র আছে। শহরের প্রায় ৯৫% শতাংশ লোক হান চীনা জাতিভুক্ত। বেইজিংয়ে যে চীনা উপভাষাটিতে লোকে কথা বলে, সেটিই প্রমিত বা আদর্শ ম্যান্ডারিন চীনা ভাষার তথা [[ফুথুংহুয়া]]-র ভিত্তি। বেইজিংয়ের সংখ্যাগরিষ্ঠ জনগণ সনাতন চৈনিক লোকধর্মে বিশ্বাসী (৮৭%)। এছাড়া এখানে উল্লেখযোগ্যসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী (১০%) বাস করেন।
 
বেইজিংয়ের কলকারখানাতে বস্ত্র, মোটরগাড়ি, ইলেকট্রনিক দ্রব্য, কম্পিউটার এবং বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণ করা হয়। বেইজিংয়ের নিজস্ব কৃষক সম্প্রদায় আছে যারা নগরের জন্য ফলমূল ও শাকসবজির চাষ করে; অন্যান্য বড় নগরে এমনটি হয় না। এছাড়া পর্যটন খাত থেকেও বেইজিংয়ের অনেক আয় হয়। বেইজিং নগরীতে চীনের বৃহত্তম সরকার-নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানগুলির সদর দফতর অবস্থিত। ২০১৫ সালের [[ফর্চুন গ্লোবাল ৫০০]] তালিকায় অবস্থিত ৫২টি বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বেইজিংয়ে অবস্থিত, যা বিশ্বের অন্য যেকোনও শহরের চেয়ে বেশি।<ref name="Beijing International">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Beijing has most Fortune 500 global HQs|ইউআরএল=http://www.ebeijing.gov.cn/BeijingInformation/BeijingNewsUpdate/t1399744.htm|প্রকাশক=[[Beijing Municipal Government]]|সংগ্রহের-তারিখ=27 November 2016}}</ref> এদের মধ্যে সরকারী মালিকানাধীন [[স্টেট গ্রিড]], [[চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম]] ও [[সাইনোপেক গ্রুপ]] উল্লেখযোগ্য, যারা উপরোক্ত বৈশ্বিক মর্যাদাক্রমে যথাক্রমে ২য়, ৩য় ও ৪র্থ স্থান দখল করেছে।<ref name="Fortune">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Fortune Global 500|ইউআরএল=http://beta.fortune.com/global500/|প্রকাশক=[[Fortune (magazine)|Fortune]]|সংগ্রহের-তারিখ=27 November 2016|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20161127023240/http://beta.fortune.com/global500/|আর্কাইভের-তারিখ=২৭ নভেম্বর ২০১৬|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> বেইজিং কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকাটি দ্রুততার সাথে বেইজিংয়ের অর্থনৈতিক সম্প্রসারণ, দ্রুত আধুনিকীভবন এবং নাটকীয়ভাবে পরিবর্তনশীল রূপরেখার কেন্দ্রে পরিণত হচ্ছে। এখানে সম্প্রতি সমাপ্ত বা নির্মাণাধীন বহুসংখ্যক গগনচুম্বী অট্টালিকা এই বিবর্তনের সাক্ষ্য বহন করছে। বেইজিংয়ের [[চুংকুয়ানসুন]] এলাকাটি চীনের "[[সিলিকন উপত্যকা]]" নামে পরিচিত; এখানে চীনের উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় উদ্যোগের কেন্দ্রটি অবস্থিত।<ref name="China's Silicon Valley">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Startup Grind|ইউআরএল=https://www.startupgrind.com/blog/china-startup-report-zhongguancun-beijing-chinas-silicon-valley-part-4-of-5/|প্রকাশক=Startup Grind|সংগ্রহের-তারিখ=30 November 2016}}</ref> অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে [[স্থুল আভ্যন্তরীণ উৎপাদন|স্থুল আভ্যন্তরীণ উৎপাদনের]] বিবেচনায় বেইজিং চীনের ৩য় বৃহত্তম শহর ([[সাংহাই]] ও [[হংকং]]য়ের পরে)। বেইজিংয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অত্যন্ত উচ্চ। ২০০০-এর দশকের বছরগুলিতে প্রতি বছরে বেইজিং নগরীর অর্থনীতি ১০% হারে বৃদ্ধিলাভ করে। এখানে নতুন একটি বাণিজ্যিক এলাকা গড়ে তোলা হয়েছে, যার নাম [[বেইজিং বাণিজ্যিক এলাকা]]।
 
বেইজিংয়ে সাক্ষরতার হার ৯৮%-এরও বেশি। বেইজিং নগরীতে ৯১টি বিশ্ববিদ্যালয় আছে<ref name="Beijing's Universities">{{ওয়েব উদ্ধৃতি|লিপির-শিরোনাম=zh:2015年北京市高校名单(共91所)|ইউআরএল=http://www.gaokao.com/e/20150522/555e867ac971b.shtml|প্রকাশক=[[gaokao.com]]|তারিখ=22 May 2015|সংগ্রহের-তারিখ=29 November 2016}}</ref> যেগুলিতে প্রায় ৭ লক্ষ ছাত্র পড়াশোনা করে। এদের অনেকগুলি চীনের সেরা বিশ্ববিদ্যালয়; [[বেইজিং বিশ্ববিদ্যালয়]] এবং [[সিংহুয়া বিশ্ববিদ্যালয়]] দুইটি সারা বিশ্বের সেরা ৬০টি বিশ্ববিদ্যালয়ের ম্রর্যাদাক্রমে স্থান পেয়েছে।<ref name="University Rankings">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Best Global Universities in China|ইউআরএল=https://www.usnews.com/education/best-global-universities/china|প্রকাশক=[[US News]]|সংগ্রহের-তারিখ=28 November 2016}}</ref>