সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
সম্পাদনা সারাংশ নেই
১৬ নং লাইন:
|principal=ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ সি.এস.সি|vice principal=ব্রাদার টরেন যোসেফ পালমা সি.এস.সি}}
 
'''সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[ঢাকা]]<nowiki/>র লক্ষ্মীবাজারে ১৮৮২ সালে প্রতিষ্ঠিত [[ক্যাথলিক গির্জা|ক্যাথলিক]] উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের রয়েছে এক বিশাল ঐতিহ্যবাহী ইতিহাস।
 
== ইতিহাস ==
২৬ নং লাইন:
ফাদার গ্রেগরী ডি গ্রুট এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন। বর্তমান অধ্যক্ষের নাম ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ সি, এস, সি এবং সহকারী অধ্যক্ষ ব্রাদার টরেন যোসেফ পালমা সি.এস.সি। এটা বর্তমানে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এই প্রতিষ্ঠান থেকেই [[অমর্ত্য সেন]], [[একিউএম বদরুদ্দোজা চৌধুরী]], [[কামাল হোসেন]], [[জামিলুদ্দিন হাসান]]দের মত গুণীজনেরা বেরিয়েছেন। তাছাড়া, এ স্বনামধন্য বিদ্যালয়েরই ছাত্র ছিলেন [[তাজউদ্দিন আহমদ]] যিনি কিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুখ্য অবদান রেখেছিলেন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম [[প্রধানমন্ত্রী]] ছিলেন। বিখ্যাত ব্যান্ড শিরোনামহীনের প্রতিষ্ঠাতা [[জিয়াউর রহমান জিয়া]] ও এই স্কুলেরই ছাত্র ছিলেন। এছাড়া এই স্কুলের সুযোগ্য দেশের দুই গুণী ব্যক্তিত্ব ১৯৫০ সালে [[সিরাজুল ইসলাম চৌধুরী]] ও ১৯৫৭ সালে [[জামিলুর রেজা চৌধুরী]] এখান থেকেই পাস করে উচ্চ শিক্ষার পথে এগিয়ে যান।
==গ্রেগরীয়ানদের শপথ==
আমি প্রতিজ্ঞা করছিঃ
 
* সর্বদা পিতামাতা, শিক্ষক এবং গুরুজনদের বাধ্য থাকব।
* প্রতিদিন অপরের জন্য ভালো কিছু করতে সচেষ্ট থাকব।
* সত্য, সরল, বিশ্বস্ত, ন্যায্য এবং শ্রমসাধ্য করে নিজের জীবনকে গড়ে তুলব।
* পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে নিজেকে নিয়োজিত রাখবো।
* প্রতিদিন তিন থেকে পাচ ঘন্টা নিজে অধ্যয়ন করবো।
* মানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করব।
 
* স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস রাখব; দেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সব নিয়মকানুন মেনে চলব।
 
আমিন
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}