অমৃতবাজার পত্রিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎ইতিহাস ¶: spell// Edit via Wikiplus
২১ নং লাইন:
১৮৬৮ খ্রিস্টাব্দের ২০ ফেব্রুয়ারি অমৃতবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়। [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ রাজের]] সময়ে [[বেঙ্গল প্রেসিডেন্সি|বেঙ্গল প্রেসিডেন্সির]] [[যশোর জেলা|যশোর জেলার]] [[মাগুরা জেলা|মাগুরার]] (অধুনা [[বাংলাদেশ]]) ধনী ব্যবসায়ী হরি নারায়ণ ঘোষের পুত্রদ্বয় শিশির ঘোষ এবং মতি লাল ঘোষ এই সংবাদপত্র শুরু করেছিলেন। হরি নারায়ণ ঘোষের স্ত্রী অমৃতময়ীর নামে এই পরিবার একটি বাজার তৈরি করেছিল। শিশির ঘোষ এবং মতি লাল ঘোষ প্রথমে একটা সাপ্তাহিক পত্র হিসেবে ''অমৃতবাজার পত্রিকা'' প্রকাশ করতে শুরু করেন। এই পত্রিকা প্রথম সম্পাদনা করেছিলেন মতিলাল ঘোষ, যাঁর প্রথাগত কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছিলনা। [[সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়|সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের]] তত্ত্বাবধানে প্রকাশিত ''বেঙ্গলি'' পত্রিকার প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে উঠে এটা নিজের পাঠককুল তৈরী করেছিল।<ref>''Political Agitators in India, A Confidential Report'', pp. 15, Available in Digitized form on Archives.org, contributed by Library of University of Toronto, Digitized for Microsoft Corporation by Internet Archive in 2007, provided by University of Toronto, accessed on 8 June 2009 and link at https://archive.org/details/politicalagitato00slsnuoft</ref> শিশির ঘোষের অবসর নেওয়ার পর তাঁর পুত্র তুষার কান্তি ঘোষ তাঁর স্থলাভিষিক্ত হন এবং ১৯৩১ থেকে ১৯৯১ খ্রিস্টাব্দ পর্যন্ত পরবর্তী ষাট বছর সম্পাদনা করে পত্রিকাটি পরিচালনা করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://apnews.com/4db3a17ced7793bb6c774707a733e334|শিরোনাম=Tushar Kanti Ghosh, Independence Crusader, Dies at 96|ওয়েবসাইট=AP NEWS|সংগ্রহের-তারিখ=2019-10-17}}</ref>
== ইতিহাস ==
''অমৃতাঅমৃত বাজার পত্রিকা'' ছিল কোনো ভারতীয় মালিকানায় পরিচালিত সবচেয়ে পুরোনো ইংরেজি দৈনিক। এটা ভারতীয় সাংবাদিকতার বিবর্তন ও বিকাশে প্রধান ভূমিকা নিয়েছিল এবং [[ভারতের স্বাধীনতা আন্দোলন|ভারতীয় স্বাধীনতা সংগ্রাম]] প্রস্তুতের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পালিকা শক্তি হিসেবে কাজ করেছিল। ১৯২০ খ্রিস্টাব্দে রাশিয়ান কমিউনিস্ট বিপ্লবী [[ভ্লাদিমির লেনিন]]''এবিপি-''কে ভারতের সেরা জাতীয়তাবাদী সংবাদপত্র বলে বর্ণনা করেছিলেন। {{তথ্যসূত্র প্রয়োজন|date=July 2017}}
 
১৮৬৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে [[যশোর জেলা|যশোর জেলার]] (অধুনা বাংলাদেশ) [http://www.amritabazar.com/ অমৃত বাজার] গ্রামে এক বাংলা সাপ্তাহিক পত্ররূপে ''অমৃতবাজার পত্রিকা'' আত্মপ্রকাশ করেছিল। নীলকর সাহেবরা যে সকল কৃষককে শোষণ করত তাদের পক্ষে লড়াইয়ের জন্য ঘোষ ভাইয়েরা এই পত্রিকা শুরু করেছিলেন। এর প্রথম সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। ৩২ টাকা দিয়ে কেনা পেটানো কাঠের মুদ্রণ যন্ত্রের সাহায্যে এই ''পত্রিকা'' ছাপা হয়েছিল।