ইস্ট বেঙ্গল রেজিমেন্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Damalsami (আলোচনা | অবদান)
→‎ইতিহাস: গুরুত্ত পূরণ তথ্য যোগ হল
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Praxidicae (আলোচনা | অবদান)
Damalsami-এর সম্পাদিত সংস্করণ হতে 43.245.120.209-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
৩২ নং লাইন:
 
== ইতিহাস ==
[[যুক্তরাজ্য|ব্রিটেন]]-এর নিকট থেকে [[ভারত|ভারতের]] স্বাধীন হওয়ার ফলশ্রুতিতে [[১৯৪৮]] সালের [[ফেব্রুযারী ১৫|১৫ই ফেব্রুযারী]] এই বাহিনী গঠিত হয়। স্বাধীনতার চুক্তি মোতাবেক, [[মুসলিম]] জনগণকে আলাদা রাষ্ট্র [[পাকিস্তান]] দেওয়া হয়, যা [[পূর্ব পাকিস্তান]] ও [[পশ্চিম পাকিস্তান]] নিয়ে গঠিত হয়। নতুন [[পাকিস্তান সেনাবাহিনী]] গঠিত হয়েছিল প্রধানত দেশের পশ্চিমাংসের মানুষের সমন্বয়ে। পরবর্তীতে পূর্বাংশেও একটি রেজিমেন্ট গঠন করার প্রয়োজনীয়তা দেখা দিলে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর, [[বিহার রেজিমেন্ট]]-এর বাঙালি সৈনিকদের দুটি পায়োনীয়ার কোম্পানির সমন্বয়ে ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট-এর ১ম ব্যাটেলিয়ন প্রশিক্ষন কোম্পানী গঠন করা হয়। প্রশিক্ষন কোম্পানীর প্রতিষ্ঠাতাকালীন সময় সর্বপ্রথম সর্বজ্যেষ্ঠ বাঙ্গালী সেনা অধিনায়ক ছিলেন অফিসার কমান্ডিং (ওসী), কমান্ডান্ট [[মেজর আব্দুল ওয়াহেদ চৌধুরী]] । [[মেজর আব্দুল ওয়াহেদ চৌধুরী]]<nowiki/>কে ১ম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের প্রশিক্ষন কোম্পানী গঠন ও প্রতিষ্ঠা করার দায়িত্ব লাভ করেন । বিরুপ পরিস্তিতীতে তাঁর অক্লান্ত পরিশ্রমে ও ত্যাগে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের [[সিনিয়র টাইগার্স|সিনিয়র টাইগারস]] কে যুদ্ধ উপযোগী করে গড়ে তোলেন যা তারা পরবর্তী সময়ে প্রমান করে।এর কিছুকাল পরেই ২য় ব্যাটেলিয়ন গঠন করা হয়। [[১৯৪৮]] থেকে [[১৯৭১]] সাল পর্যন্ত মোট ৮টি ব্যাটেলিয়ন গঠন করা হয়, যার মধ্যে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম ব্যাটেলিয়ন পশ্চিম পাকিস্তানে গঠন করা হয়।
 
[[১৯৭১]] সালের [[মার্চ]] মাসে, [[পূর্ব পাকিস্তান|পূর্ব পাকিস্তানের]] জনগণের উপর সামরিক হামলার প্রতিক্রিয়া সরূপ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটেলিয়ন বিদ্রোহ করে এবং [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের]] সূচনা করে। প্রথমে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিয়েই স্বাধীনতা যোদ্ধাদের বাহিনী গঠিত হয়, যা মুক্তিবাহিনী নামে পরিচিত হয়। পরবর্তীতে পশ্চিম পাকিস্তানে রয়ে যাওয়া অংশকে প্রতিস্থাপন করতে অন্যান্য ইউনিট গড়ে তোলা হয়। [[বাংলাদেশ|বাংলাদেশের]] স্বাধীনতার পর এদের নিয়েই নতুন সেনা বাহিনী গঠন করা হয়। অবশ্য ৭ম ব্যাটেলিয়ন ৪৪তম ব্যাটেলিয়ন হিসাবে [[পাকিস্তান সেনা বাহিনী|পাকিস্তান সেনা বাহিনীর]] [[ফ্রন্টিয়ার্স ফোর্স রেজিমেন্ট|ফ্রন্টিয়ার্স ফোর্স রেজিমেন্টে]] একত্রীভূত হয়, যারা [[১৯৭১]] সালে ১০ম ব্যাটেলিয়ন গঠনে নেতৃত্ব দিয়েছিল।{{verification needed}}