ব্যবস্থা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
Zaheen (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
৭ নং লাইন:
| ইউআরএল = http://www.merriam-webster.com/dictionary/system
}}
</ref> প্রতিটি ব্যবস্থাকে এর গঠন, উদ্দেশ্য, কার্যকারিতা, স্থানগত সীমানা, সময়গত সীমানা, বেষ্টনকারী ও প্রভাবকারীপ্রভাবিতকারী পরিবেশ, ইত্যাদি দ্বারা বর্ণনা করা যায়।
 
অন্যদিকে, সাধারণত জটিল সামাজিক ব্যবস্থার সূত্রে, শব্দটি ব্যবহৃত হয় কতগুলো নিয়মের একটি সমষ্টিকে ব্যাখ্যা করতে যেটি কোনো কিছুর গঠন বা আচরণ নিয়ন্ত্রন করে।
১৮ নং লাইন:
* অনেকগুলি কৃত্রিম মানবনির্মিত যন্ত্র বা বস্তুকে পরস্পরের সাথে সংযুক্ত করে যদি এক ধরনের জালিকা সৃষ্টি করা হয়, যার মাধ্যমে কোনও সেবা বিতরণ করা হয়, কিংবা যার মাধ্যমে কোনও সাধারণ উদ্দেশ্য সাধন করা হয়, তাহলে তাকেও ব্যবস্থা বলে । যেমন - টেলিফোন ব্যবস্থা, তাপন ব্যবস্থা, মহাসড়ক ব্যবস্থা, কম্পিউটার ব্যবস্থা, ইত্যাদি।
* সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক রীতিনীতি বা সংগঠনের রূপকে "তন্ত্র" বা "ব্যবস্থা" বলা হয়। যেমন - শাসনতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সামন্ত্রতন্ত্র, পুঁজিবাদী ব্যবস্থা, ইত্যাদি।
* মহাকাশের বস্তুসমূহের বিশেষ সমগ্রকে কখনও কখনও "জগৎ" বলে। যেমন - সৌরজগৎ (Solar system) বা নক্ষত্র জগৎ (Star system)।
 
ইংরেজিতে অনেক সময় "সিস্টেম" পরিভাষাটি দিয়ে সুসংগঠিত ও সুপ্রতিষ্ঠিত কার্যপ্রণালীকে (Procedure, "প্রোসিডিউর") বোঝায়। সেক্ষেত্রে বাংলাতে "কার্যপ্রণালী", "প্রণালী" বা "পদ্ধতি" পরিভাষাগুলি ব্যবহৃত হয়। যেমন - লিখন পদ্ধতি (Writing system)।