ব্যবস্থা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
উদাহরণ ও সমার্থক পরিভাষা
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন, সম্প্রসারণ
১৭ নং লাইন:
* পরস্পর-সম্পর্কিত অনেকগুলি প্রাকৃতিক বস্তুর দলকে সামষ্টিকভাবে ব্যবস্থা বলে। যেমন - নদী ব্যবস্থা।
* অনেকগুলি কৃত্রিম মানবনির্মিত যন্ত্র বা বস্তু দিয়ে যদি এক ধরনের জাল সৃষ্টি করা হয়, যার মাধ্যমে কোনও সেবা বিতরণ করা হয়, কিংবা কোনও সাধারণ উদ্দেশ্য সাধন করা হয়, তাহলে তাকে ব্যবস্থা বলে । যেমন - টেলিফোন ব্যবস্থা, তাপন ব্যবস্থা, মহাসড়ক ব্যবস্থা, কম্পিউটার ব্যবস্থা, ইত্যাদি।
* সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক রীতিনীতি বা সংগঠনের রূপকে "তন্ত্র" বা "ব্যবস্থা" বলা হয়। যেমন - শাসনতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সামন্ত্রতন্ত্র, পুঁজিবাদী ব্যবস্থা, ইত্যাদি।
 
ইংরেজিতে অনেক সময় "সিস্টেম" পরিভাষাটি দিয়ে সুসংগঠিত ও সুপ্রতিষ্ঠিত কার্যপ্রণালীকে (Procedure, "প্রোসিডিউর" (procedure) তথা কার্যপ্রণালীকেও বোঝায়। সেক্ষেত্রে বাংলাতে "কার্যপ্রণালী", "প্রণালী" বা "পদ্ধতি" পরিভাষাগুলি ব্যবহৃত হয়। যেমন - লিখন পদ্ধতি (Writing system)
 
আবার অনেক সময় শ্রেণীকরণেরশ্রেণীকরণ, প্রতীকীকরণ বা ছকে বিন্যস্তকরণের পন্থা বা ধরনকেও ইংরেজিতে "সিস্টেম" বলা হয়, এবং এগুলিকে সচরাচর বাংলায় "পদ্ধতি" বলা হয়। যেমন - শ্রেণীকরণ পদ্ধতি, দশমিক পদ্ধতি, সংখ্যা পদ্ধতি, ইত্যাদি।
 
বাংলা ভাষায় কখনও কখনও "ব্যবস্থা" বলতে কোনও সমস্যা সমাধানের জন্য গৃহীত পদক্ষেপকে বোঝায়। যেমন- "সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।"
 
 
<!--
==উৎস==
ব্যবস্থার ইংরেজি পরিভাষা হল "সিস্টেম"। "সিস্টেম" শব্দটি এসেছে লাতিন ''systēma'' শব্দটি থেকে যা আবার গ্রিক {{lang|grc|σύστημα}} ''সিস্তেমা'' থেকে আগত: "কতগুলো ভিন্ন অংশ বা সদস্যের একটি পূর্ণ সমষ্টি, পদ্ধতি", সাহিত্যিকভাবে একটি "রচনা"।<ref>
[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dsu%2Fsthma "σύστημα"], Henry George Liddell, Robert Scott, ''[[A Greek–English Lexicon]]'', on Perseus Digital Library.
</ref>
 
==ইতিহাস==
[[মার্শাল ম্যাকলুহান]] এর মতে,
৬৬ ⟶ ৭১ নং লাইন:
:[[ব্যবস্থা তত্ত্ব]] এর
 
-->
 
 
==তথ্যসূত্র==