পেটার হান্ড‌কে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ, সংশোধন, পরিষ্কারকরণ
→‎সাাহিত্যিক জীবন: সম্প্রসারণ
৭৩ নং লাইন:
১৯৭০-এ তিনি লেখেন ‘Die Angst des Tormanns beim Elfmeter’ (ইং: Goalkeeper's Anguish Before Penalty) যার ভিত্তিতে ১৯৭২-এ একটি চলচ্চিত্র নির্মাণ করেন Wim Wenders।
 
তার মা মারিয়া হান্ৎকা একান্ন বৎসর বয়সে, ১৯৭১ খ্রিস্টাব্দেখ্রিস্টাব্দের ১৯শে নভেম্বর মধ্যরাতে, আত্মহত্যা করেন। অব্যবহিত পরে হানৎকা একটি আধা-আত্মজৈবনিক উপন্যাস লেখেন যার নাম "Wunschloses Unglück" ("স্বপ্নাতীত এক যন্ত্রণা - একটি জীবনকাহিনী") তার মায়ের জীবন কাহিনী ছাড়াও নিজের অনুভূতির কথা বশদ করেছেন হানৎকা এ গ্রন্থে।।<ref>[https://austria-forum.org/af/AEIOU/Handke%2C_Peter Handke, Peter]</ref> এই রচনার মধ্যে দিয়ে তার লিখনশৈলীতে একটি পরিবর্তন আসে।
 
১৯৭৩ খ্রিস্টাব্দে [[গেয়র্গ বুশনার পুরস্কার]] প্রাপ্তির মধ্য দিয়ে তার সাহিত্যকর্মের স্বীকৃতি শুরু হয়। এ পুরস্কারকে জার্মানভাষী লেখকদের জন্য সবচেয়ে বড় পুরস্কার গণ্য করা হয়। দু’ বছর পরেই ১৯৭৫-এ তিনি লাভ করেন মর্যাদাপূর্ণ ফ্রানৎস্ কাফ্কা পুরস্কার।
 
১৯৭৪ খ্রিস্টাব্দে ফ্রান্সে টেলিভিশনে অভিনীত হয় তার ১৯৭১-এ প্রকাশিত নাটক The ride over Lake Constance। এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং হানৎকার জন্য বয়ে আনে ব্যাপক খ্যাতি। এটি মঞ্চেও অভিনীত হয়; রেডিওতেও প্রচারিত হয়।<ref>[https://www.srf.ch/sendungen/hoerspiel/wunschloses-unglueck-von-peter-handke-2 "Wishful misfortune" by Peter Handke]</ref>
 
১৯৯১ খ্রিস্টাব্দে তিনি ফ্রান্সে চলে আসেন। বর্তমানে [[প্যারিস]] শহরে থেকে ১২ মাইল দূরে শহরতলী শাভেলে বনাচ্ছাদিত এলাকায় বিচ্ছিন্ন এক বাড়ীতে একা বসবাস করছেন। এখানে বই পড়ে, লিখে এবং বনের মধ্যে হাঁটাহাটি করে তাঁর সময় কাটে। বনের মধ্যে হাঁটাহাটির সময় মাশরুম কুড়িয়ে আনন্দ পান তিনি।<ref>http://weltwoche.ch/artikel/?AssetID=17200&CategoryID=62 {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20071017230351/http://weltwoche.ch/artikel/?AssetID=17200&CategoryID=62 |তারিখ=১৭ অক্টোবর ২০০৭ }} An idiot in the Greek sense</ref>