সিলেট অঞ্চল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Naik Mahbub (আলোচনা | অবদান)
Naik Mahbub (আলোচনা | অবদান)
১১৯ নং লাইন:
শ্রীহট্ট অঞ্চলের অধিকাংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হলেও একটি বড়ো অংশ [[ভারত অধিরাজ্য|ভারত অধিরাজ্যের]] [[আসাম]] প্রদেশে রয়ে যায়৷ ফলে ঐ [[বরাক উপত্যকা]] অঞ্চলের বাঙালীদের আসামীকরণ করার প্রক্রিয়া চলার ফলে তারা তাদের সিলেটি ঐতিহ্য হারাতে বসে৷ অপরপক্ষে পাকিস্তান অধিরাজ্যের অন্তর্ভুক্ত সিলেট অঞ্চলে বাংলা ভাষার প্রচলন ও বাংলা ভাষায় সমস্ত কিছু পাঅয়ার দাবী জোরদার হয় ও একটি বড়ো জনসমীকরণের মাধ্যমে বাংলা ভাষার জন্য [[বাংলা ভাষা আন্দোলন|আন্দোলন]] সংগঠিত হয়৷ সিলেটিরাও [[উর্দু ভাষা]]র সাথে [[বাংলা ভাষা|বাংলাকে]] রাষ্ট্রভাষার স্বীকৃৃৃতি দেওয়ার দাবী তুলতে থাকে৷
 
[[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ]] চলাকালীন বহু অবাংলা ভাষার ছাপাখানা নষ্ট করা হয় যার মধ্যে [[সিলেটি নাগরী]] লিপি ছিলো অন্যতম৷<ref name="Banglapedia">[http://www.ebanglapedia.com/en/article.php?id=2880#.U7uPZly9LCQ Banglapedia]</ref><ref name="Archive">[https://archive.org/stream/lifeofmaulaviabd031133mbp/lifeofmaulaviabd031133mbp_djvu.txt Archive]</ref> [[বাংলাদেশ]] নামক নতুন রাষ্ট্রের জন্মের পেছনে এই সিলেট অঞ্চলের কৃৃতিত্ব অপরিসীম৷ বাংলাদেশ [[মুক্তিবাহিনী]]র সেনাধ্যক্ষ [[মহম্মদ আতাউল গণি ওসমানী]]র বাড়ি ছিলো সিলেটেরই [[সুনামগঞ্জ|সুনামগঞ্জে]]৷ তারই নির্দেশে [[রাজনগর উপজেলা]]র পাঁচগাঁও কারখানায় কামান তৈরী হতো৷ জনার্দন কর্মকার দ্বারা নির্মিত একটি বিখ্যাত ঐতিহাসিক কামান আজও [[ঢাকা]]য় সংরক্ষিত রয়েছে৷<ref name="zila"/> [[পাকিস্তানী সশস্ত্র বাহিনী]]র বিরুদ্ধে [[মিত্রবাহিনী]] ও [[মুক্তিবাহিনী]]র যুগ্ম লড়াই [[সিলেটের যুদ্ধ]] নামে পরিচিত৷ ১৯৭১ খ্রিস্টাব্দের ৭ থেকে ১৫ই ডিসেম্বরের মধ্যে ঘটে যাওয়া এই যুদ্ধ পাকিস্তানকে নতিস্বীকার করতে বাধ্য করে ও সিলেটের মুক্তি ঘটে৷ অপরপক্ষে ভারতে ১৯৬১ খ্রিস্টাব্দে আসাম সরকার [[অসমীয়া ভাষা]]কে আসামের সব জেলাতে বাধ্যতামূলক করার একটি প্রতিবেদন আনে৷ এর বিরূদ্ধে বরাকের বাঙালিরাসিলেটিরা চরম বিরোধ, তীব্র আন্দোলন প্রদর্শন করে৷ ১৯৬১র ১৯শে মে [[শিলচর রেলওয়ে স্টেশন|শিলচর রেলওয়ে স্টেশনে]] [[বাংলা ভাষা আন্দোলন (বরাক উপত্যকা)|আন্দোলন]] চলাকালীন ১১ জন শহিদ হন এর পর [[বরাক উপত্যকা]]য় বাংলা ভাষাকে সরকারী ভাষার মর্যাদা দিতে বাধ্য হয় আসাম সরকার৷ ১৯৭৯ খ্রিস্টাব্দে আসামের [[ব্রহ্মপুত্র উপত্যকা]]য় ৬বছর ব্যাপী বাঙালি বিরোধী [[অসম আন্দোলন|আসাম আন্দোলন]]<ref name="Hazarika">{{Citation|first=Sanjoy|last=Hazarika|title=Strangers of the Mist|publisher=Penguin Books Australia Ltd.|year=2003|isbn=0-14-024052-7}}</ref> হয়, যা নথিভুক্ত ভোটারদের বৈধতা যাচাই সম্বন্ধে আলোড়ন সৃৃষ্টি করে৷ এই আন্দোলন আসাম সরকারকে পার্শ্ববর্তী [[বাংলাদেশ]] থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের আটকাতে এবং আসামের মূলনিবাসী ও ভূমিপুত্রদের আইনগত, প্রশাসনিক ও সাংস্কৃৃতিকভাবে প্রতিষ্ঠিত করতে চাপ সৃষ্টি করে অসমীয়া জনগোষ্ঠী৷ মূলনিবাসী তত্ত্ব দেওয়া হলেও তা ছিলো আসলে সংখ্যাগরিষ্ঠ অসমীয়া জাতির সংরক্ষণের পথ৷ [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|বাংলাদেশের স্বাধীনতাপ্রাপ্তির]] সময়কালকে শেষসীমা ধরে তার পরবর্তী সময়ে আসা অনুপ্রবেশকারীদের অবৈধ বলে ধরা হবে, এই প্রস্তাব দেওয়া হয়৷<ref name="SinhaSKillmig">{{ওয়েব উদ্ধৃতি|লেখক=Governor of Assam|শিরোনাম=Report on Illegal Migration into Assam|তারিখ=8 November 1998|ইউআরএল=http://www.satp.org/satporgtp/countries/india/states/assam/documents/papers/illegal_migration_in_assam.htm
| সংগ্রহের-তারিখ =26 May 2007 | আর্কাইভের-ইউআরএল= https://web.archive.org/web/20070609170339/http://satp.org/satporgtp/countries/india/states/assam/documents/papers/illegal_migration_in_assam.htm| আর্কাইভের-তারিখ= 9 June 2007 <!--DASHBot-->| অকার্যকর-ইউআরএল= no}}</ref>
[[File:Shaheed Minar Srimongol.jpg|thumb|200px|শ্রীমঙ্গলে ঢাকার শহিদমিনারের প্রতিরূপ]]