কিশোর কুমার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তুষার শ (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
তুষার শ (আলোচনা | অবদান)
১১৫ নং লাইন:
 
=== চরম সাফল্য ===
[[১৯৬৯]] সালে [[শক্তি সামন্ত|শক্তি সামন্ত'র]] ''[[আরাধনা (১৯৬৯-এর চলচ্চিত্র)|আরাধনা]]'' শুভমুক্তি পায়। এই সিনেমার নায়ক ছিলেন নবাগত [[রাজেশ খান্না]]। রাজেশ খান্নার জন্য এই সিনেমায় কিশোর তিনটি গান গেয়েছিলেন - ‘কোরা কাগজ থা ইয়ে মন মেরা’ [[লতা মঙ্গেশকরের]] সঙ্গে -আর দুটি হোলো- রূপ তেরা মস্তানা এবং ‘মেরে সপনো কি রানী’। তিনটি গানই বিপুল জনপ্রিয়তা পায় এবং কিশোর কুমারের সঙ্গীতজীবনকে আবার উপরে উঠিয়ে দেয়। এই সিনেমায় রূপ তেরা মস্তানা গানের জন্য কিশোর প্রথম বার [[ফিল্ম ফেয়ার|ফিল্ম ফেয়ার পুরস্কার]] পান।
 
পরবর্তী বছরগুলোতে কিশোর গায়ক হিসাবে ব্যাপক সাফল্যতা লাভ করেন। সে সময়ে [[বলিউড|বলিউডে]] প্রতিষ্ঠিত সব নায়ক যেমন [[রাজেশ খান্না]], [[শশী কাপুর]], [[ধর্মেন্দ্র]], [[রণধীর কাপুর]], [[সঞ্জীবকুমার]] এবং [[দেব আনন্দ|দেব আনন্দের]] জন্য তিনি গান গেয়েছেন। এই সময়ে শচীন দেব বর্মন এবং রাহুল দেব বর্মনের সুরে তিনি প্রচুর কালজয়ী গান গেয়েছেন। রাহুল দেব বর্মনের সুরে তিনি বম্বে টু গোয়া সিনেমাতে প্রথমবারের জন্য [[অমিতাভ বচ্চন|অমিতাভ বচ্চনের]] জন্য গান করেন। ১৯৭৩ সালে অমিতাভের 'অভিমান' সিনেমার জন্য তার গানগুলি সুপারহিট হয়। এরফলে পরবর্তী মেগাস্টার অমিতাভের নেপথ্য গায়ক হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন।