এডওয়ার্ড টাইলকোট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
শৈশবকাল - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
বিশ্ববিদ্যালয় জীবন - অনুচ্ছেদ সৃষ্টি!
৬৬ নং লাইন:
 
== শৈশবকাল ==
ক্লিফটন কলেজে পড়াশোনা করেছেন তিনি। ক্লিফটন কলেজে পাঁচ বছর দূর্দান্তভাবে প্রথম একাদশে খেলেছেন। ১৮৬৮ সালের শেষ বছরে নেতৃত্ব দেন। ঐ বছরের গ্রীষ্মে ১৯ বছর বয়সে এডওয়ার্ড টাইলকোট তৎকালীন সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন। ক্লিফটন কলেজে অনুষ্ঠিত বিদ্যালয়ের খেলায় ক্লাসিক্যালস দলের সদস্যরূপে মডার্নসের বিপক্ষে খেলেন। মডার্নসের সংগৃহীত ১০০ রানে তিনি তিন উইকেট পান। এরপর, ক্লাসিক্যালসের পক্ষে ব্যাটিং উদ্বোধনে নামেন। খেলাটি একটিমাত্র ইনিংস নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। তিনটি বিকাল ও ছয় ঘন্টায় ৪০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। এটিই কোন খেলায় চতুর্শতক ছিল। পরবর্তী সর্বোচ্চ রান ছিল ৫২। তার এ রানটিতে একটি সাত, পাঁচটি পাঁচ, একুশটি চার, ঊনচল্লিশটি তিন, বিয়াল্লিশটি দুই, সাতাশিটি এক রান ছিল। তবে, কোন বাউন্ডারি মাঠের বাইরে ফেলতে পারেননি। পরবর্তীতে তার এ রেকর্ডটি আরেক ক্লিফটন কলেজের ছাত্র ও তৎকালীন ব্রিটিশ ভারতের হাজারীবাগে জন্মগ্রহণকারী এইজে কলিন্স<!-- AEJ Collins --> অপরাজিত ৬২৮ রান নিয়ে নিজের করে নেন।
 
== বিশ্ববিদ্যালয় জীবন ==
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন প্রথম একাদশের পক্ষে খেলার সুযোগ লাভ করেছিলেন।
বিদ্যালয় জীবন শেষ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দিকে পাড়ি জমান। [[অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব|অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে]] অধ্যয়নকালীন প্রথম একাদশের পক্ষে খেলার সুযোগ লাভ করেছিলেন। ফ্রেশম্যান হিসেবে ১৮৬৯, ১৮৭০, ১৮৭১ ও ১৮৭২ সালে ব্লুধারী হন। তন্মধ্যে, শেষ দুই বছর দলের [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কের]] দায়িত্ব পালন করেছিলেন।
 
কবডেনের খেলায় দ্বিতীয়বারের মতো [[কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব|কেমব্রিজের]] বিপক্ষে অভিজ্ঞতা লাভ করেন। পরের বছর আট উইকেটের ব্যবধানে ডার্ক ব্লুকে জয় এনে দেন। তবে, অধিনায়ক হিসেবে দ্বিতীয় বছরে কেমব্রিজ দল ইনিংস ও ১৬৬ রানে [[ফলাফল (ক্রিকেট)|জয়]] পেয়েছিল। এ পর্যায়ে উইলিয়াম ইয়ার্ডলি<!-- William Yardley --> বিশ্ববিদ্যালয়ের খেলায় দ্বিতীয় শতরান করে নতুন রেকর্ড গড়েন। টাইলকোট বিশ্ববিদ্যালয়ের খেলায় বয়োজ্যেষ্ঠ অধিনায়ক ছিলেন।
১৮৬৯ সাল থেকে ১৮৮৬ সাল পর্যন্ত এডওয়ার্ড টাইলকোটের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
 
১৮৬৯ সাল থেকে ১৮৮৬ সাল পর্যন্ত এডওয়ার্ড টাইলকোটের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ১৮৭৫ সাল থেকে কেন্টের পক্ষে খেলতে শুরু করেন। এ দলের পক্ষে ১৮৮৩ সাল পর্যন্ত খেলেন। এছাড়াও, কিছু সময়ের জন্যে নিউ কাউন্টি বেডফোর্ডশায়ারের পক্ষে খেলেন। ১৮৭০ থেকে ১৮৭৭ সাল পর্যন্ত অংশগ্রহণকৃত খেলাগুলো অবশ্য প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করেনি।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে ছয়টিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন এডওয়ার্ড টাইলকোট। ৩০ ডিসেম্বর, ১৮৮২ তারিখে মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১২ আগস্ট, ১৮৮৬ তারিখে ওভালে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।