ওয়াল্ট ডিজনি কনসার্ট হল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪২ নং লাইন:
 
[[File:WD concert hall stage.jpg|200px|thumb|left|স্টেজ এবং অর্গানের দৃশ্য]]
কনসার্ট হলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্গান। এই দর্শনীয় জিনিষটিকে সাজানো হয়েছে সুন্দর বাকানো কাঠের পাইপ দিয়ে<ref>Timothy Mangan (September 30, 2004). "Pipe dreams at Disney Hall; The concert venue's fantastical organ is finally ready for unveiling". The Orange County Register (California).</ref> এবং এখানে আরো আছে ক্লোজ সার্কিট ক্যামেরা, একটি সংযুক্ত কুলুঙ্গি এবং একটি আলাদা পরিবহনযোগ্য কুলুঙ্গি। অর্কেস্ট্রোর চতুর্দিকে শ্রোতার জন্য আসন বিন্যাস। মুল ধারার কনসেপ্ট যেভাবেই হোক তার সৃস্টির রহস্যজনক উপস্থিতিকে নিশ্চিত করেছে। ভবনের সারা গায়ে ঘোলাটে ধাতব আবরন, বিভিন্ন উচ্চতায় প্রবাহমান পরিসর এবং ফাকে ফাকে অনানুষ্ঠানিক ল্যান্ডস্কেপেরে উপর সূর্যরশ্মির কারুকাজ যেন অর্কেস্ট্রার সুরের সহযাত্রী হয়ে বিমূর্ত সৌন্দর্যে ছড়িয়ে পড়ছে লস এঞ্জলেসের ব্যস্ত রাস্তার ধারে। জনবহুল কনসার্ট, অর্কেস্ট্রো প্রোগাম, এবং মর্যাদা সম্পন্ন বক্তব্য অনুষ্টানের মধ্য দিয়ে ওয়াল্ট ডিজনী কনসার্ট হল জীবন্ত হয়ে উঠেছে । ব্যতিক্রমী শব্দশৈলী এবং আকর্ষনীয় পরিবেশে যায়গা করে নিয়েছে সংস্কৃতি প্রেমী মানুষের অন্তরে।
 
==রোজ ফর লিলি==
ওয়াল্ট ডিজনী কনসার্ট হল কমপ্লেক্সের পশ্চিম অংশে একটি ছোট সবুজ বাগান পত্র পল্লবিত সৌন্দর্য নিয়ে ফার্স্ট গ্রান্ড এভিনিউ থেকে আসা দর্শনার্থীদের আকর্ষন করছে। কনসার্ট হলের অন্যতম ডোনার লিলিয়ান ডিজনীর পছন্দ অনুযায়ী এই বাগানের ডিজাইন করা হয়। কনসার্ট হলের যে কোন প্রোগামে আগত অতিথিরা এখানে কিছু সময় অবসর কাটাতে কিংবা ঘুওে বেড়াতে পছন্দ করেন। এখানে বসেই একটু দূওে তাকালে চোখে পড়ে শান্ত পানির লেক। রাতের লার নীল ঝকঝকে আলো প্রতিবিম্বিত হয় লেকের পানিতে। বাগানের মাঝে একটি সুন্দও বসার যায়গা দেখতে অনেকটা পদ্ম ফুরের মতো। লিলিয়ান ডিজনী ড়দ্ম ফুল পছন্দ করতেন। স্থপতি গেরী এই কৃত্রিম ফুলটিকে ডিজনীর জন্য তৈরী করেছেন এবং নাম দিয়েছেন রোজ ফর লিলি। ডিজনীর পচন্দের এক ধরনের চিনা মাটির ভাঙা টুকরো দিয়ে এটি তৈরী করা হয়েছে।