আইয়ুব বাচ্চু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Azamvai (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Mahruf10 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩৮ নং লাইন:
==প্রাথমিক জীবন==
[[File:JubileeRoadEnayetBazar.jpg|thumb|left|250px|জুবীলি রোডে আইয়ুব বাচ্চুদের বাড়ি, যেখানে তার বেশিরভাগ কৈশর জীবন কেটেছিল।]]
আইয়ুব বাচ্চু [[১৯৬২]] সালের [[১৬ আগস্ট]] তৎকালীন [[পূর্ব পাকিস্তান|পূর্ব পাকিস্তানের]] (বর্তমান [[বাংলাদেশ]]) [[চট্টগ্রাম জেলা]]র [[পটিয়া উপজেলা]]র [[খরনা ইউনিয়ন, পটিয়া|খরনা ইউনিয়নে]] জন্মগ্রহণ করেন। তার বাবা ইশহাক চোধুরী এবং মা নুরজাহান বেগম। তাদের পরিবার ছিল একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার। তার মতে তাদের পরিবারে সবাই "অতি ধার্মিক ছিলেন এবং সঙ্গীত নিজের পেশা হিসেবে বেছে নেওয়াটা কেউ গ্রহণ করেননি।" তারা তিন ভাই-বোন ছিলেন। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর তার বাবা চট্টগ্রাম শহরের জুবীলি রোড এলাকায় একটি বাড়ি ক্রয় করেন, যেখানে বাচ্চুর বেশিরভাগ কৈশর জীবন অতিবহিত হয়। ১৯৭৩ সালে তার বাবা তাকে তার ১১তম জন্মদিনে একটি গীটার উপহার দেন। তার কৈশর জীবনের শুরুর দিকে সে বিভিন্ন ব্রিটিশ এবং আমেরিকান রক ব্যান্ডের গান শোনা শুরু করে, যেমন তৎকালীন সময়ে বিশ্বের সবচেয়ে বড় রক ব্যান্ড [[লেড জেপলিন]], [[ডিপ পার্পল]], [[কুইন (ব্যান্ড)|কুইন]], [[দ্য জিমি হেনড্রিক্স এক্সপেরিয়েন্স]] ইত্যাদি। তন্মধ্যে [[জিমি হেনড্রিক্স]] এর গীটার বাজানো তাকে বেশি মুগ্ধ করেছিল। তাকে গীটার শেখাতো জেকব ডায়াজ নামের একজন বার্মিজ মানুষ যে তৎকালীন সময়ে চট্টগ্রামে থাকতো। ১৯৭৬ এর দিকে সে তার এক বন্ধুর থেকে ধার নিয়ে ইলেকট্রিক গীটার বাজাতো, যা ছিল একটি টিস্কো গীটার। পরে সে যখন গীটারটির প্রতি বেশি আগ্রহ দেখান, তার বন্ধু তাকে গীটারটি দিয়ে দেয়। ১৯৭৫ সালে তাকে [[সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়]]ে ভর্তি করানো হয়। ১৯৭৯ সালে সে ওই স্কুল থেকে পাশ এস এস সি পরীক্ষা দিয়ে পাশ করেন। চট্টগ্রামে কলেজ জীবনে সহপাঠী বন্ধুদের নিয়ে তিনি একটি ব্যান্ডদল গড়ে তোলেন। এর নাম ছিল "গোল্ডেন বয়েজ"। পরে নাম বদলে করা হয় "আগলি বয়েজ"। সেই ব্যান্ডের গায়ক ছিল [[কুমার বিশ্বজিৎ]] এবং বাচ্চু ছিল গিটারিস্ট। সেই সময়ে তারা মূলত পটিয়ায় বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে গান গাইতো এবং শহরের বিভিন্ন ক্লাবে গান করতো। ১৯৮০ সালে বাচ্চু ও বিশ্বজিৎ যখন [[সোলস]]ে যোগদান করে তখন ব্যান্ডটি ভেঙে যায়।<ref name="শ্রদ্ধার মিছিল">{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=আইয়ুব বাচ্চুর জন্য শ্রদ্ধার মিছিলে স্মৃতির তর্পণ |ইউআরএল=https://bangla.bdnews24.com/bangladesh/article1551706.bdnews |ওয়েবসাইট=[[বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম]] |সংগ্রহের-তারিখ=১৯ অক্টোবর ২০১৮ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20181020000015/https://bangla.bdnews24.com/bangladesh/article1551706.bdnews |আর্কাইভের-তারিখ=২০ অক্টোবর ২০১৮ |অবস্থান=ঢাকা |তারিখ=১৯ অক্টোবর ২০১৮}}</ref>
<ref>{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=http://www.jaijaidinbd.com/?view=details&archiev=yes&arch_date=29-11-2012&type=single&pub_no=312&cat_id=2&menu_id=63&news_type_id=1&index=0 |শিরোনাম=হাসপাতালে আইয়ুব বাচ্চু |কর্ম=[[যায়যায়দিন]] | তারিখ=২৯ নভেম্বর ২০১২ |সংগ্রহের-তারিখ=৩১ মে ২০১৭}}</ref>