বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১০০ নং লাইন:
[[চিত্র:Emoji u1f42f.svg|50px|link=উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৯/ব্যাঘ্র প্রকল্প]]
কেমন আছ? অনুরোধ জানাচ্ছি '''[[উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৯/ব্যাঘ্র প্রকল্প|এখানে অংশগ্রহণ]]''' করতে। তোমার সহায়তা ও নিবন্ধ তৈরী এই ছোট্ট উইকিকে এগিয়ে নিয়ে যায় ও অন্য সম্পাদকদের উতসাহ প্রদান করে। উক্ত পাতায় তালিকা দেওয়া আছে তা থেকে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করা যাবে, বিস্তারিত নিয়মাবলী সংযোগে দেওয়া আছে। বর্তমানে বাংলা এই প্রতিযোগিতায় চতুর্থ স্থানে আছে তোমার যোগদানে, বাংলা প্রথমে চলে যেতে প্রয়োজনীয় সাহায্য পেতে পারে। অপেক্ষায় রইলাম।_[[ব্যবহারকারী:কায়সার আহমাদ|কায়সার আহমাদ]] ([[ব্যবহারকারী আলাপ:কায়সার আহমাদ|আলাপ]]) ০৫:১৮, ২৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
 
== [[রুটি]]-এর স্থানান্তর প্রসঙ্গে ==
 
অনুগ্রহ করে লক্ষ্য করুন, ইংরেজি ‘bread’-এর বাংলা ‘রুটি’-ই, ‘পাউরুটি’ নয়। ‘পাউরুটি’ বাংলায় একটি কথ্য ভাষা। তাই পুনর্নির্দেশনাটি বাতিল করে আগের অবস্থানে নেওয়া হয়েছে। — [[User:Wikitanvir|তানভির]] • ১৪:২৯, ২৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)