বায়ুপ্রবাহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Islamul Hassan Laskar (আলোচনা | অবদান)
দখিনা হাওয়া=এক ধরণের বাতাস ।এর জন্য এটাকে আমি চিহ্নিত করে দিলাম।
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Islamul Hassan Laskar (আলাপ)-এর করা 1টি সম্পাদনা বাতিল: এটি চিহ্নিত করা অপ্রয়োজনীয়। (টুইং)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
১ নং লাইন:
'''বায়ুপ্রবাহ''' বা '''বায়ুমণ্ডলীয় সঞ্চালন''' বলতে বিরাট ক্ষেত্র জুড়ে বায়ুর স্থান পরিবর্তনকে বোঝায়। বায়ুপ্রবাহের মাধ্যমেই পৃথিবীপৃষ্ঠে উত্তাপের বিতরণ ঘটে। পৃথিবীর বায়ুমণ্ডল বিবেচনায় সূর্যের তাপ পৃথিবীতে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে পড়ে, যার ফলে কোনো স্থান যখন সরাসরি উত্তপ্ত হয়, তখন তুলনামূলক শীতল স্থানের দিকে উত্তপ্ত বায়ু প্রবাহিত হয়। বায়ুর ধর্মই হলো বায়ু, অধিক উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে প্রবাহিত হয়, আর একারণেই পৃথিবীতে বায়ুপ্রবাহের ঘটনা ঘটে। এই বায়ুপ্রবাহ যখন সীমাবদ্ধ মাত্রায় হয়, তখন '''''দখিনা হাওয়া''র''' মতো সুখকর অনুভূতি বয়ে আনে, আবার যখন তা মাত্রাতিরিক্ত হয়, তখন তা স্থলভাগে [[ঘূর্ণিঝড়]] এবং জলভাগে তৈরি করে [[জলোচ্ছাস]]।
মূলত উচ্চচাপীয় অঞ্চল থেকে নিমঞ্চাপীয় অঞ্চলে বায়ু প্রবাহিত হয়।