স্নোবোর্ডিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২১ নং লাইন:
'''স্নোবোর্ডিং''' হচ্ছে একটি বিনোদনমূলক ক্রীড়া অথবা কার্যকলাপ, যাতে একটি কাঠ বা বোর্ড নির্মিত মসৃন তক্তা বা স্নোবোড চালকের পায়ে যুক্ত করে তা দ্বারা বরফ বা তুষাড়ের ঢালের উপর পিছলিয়ে চলা হয়। স্নোবোর্ডিং শীতকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক প্রতিযোগীতায় আয়োজিত হয়। এছাড়াও বিভিন্ন দেশে স্নোবোর্ডিং প্রতিযোগিতা হয়ে থাকে।
 
স্নোবোর্ডিং এর উন্নতকরন এর প্রেরনায় মুলত স্কেটবর্ডিং, স্লেডিং, সার্ফিং এবং স্কিইং যুক্ত। এটার উৎপত্তি হয় ১৯৬০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ১৯৯৮ সালের নাগানো শীতকালীন অলিম্পিক থেকে এটি অলিম্পিক ক্রীড়া হয়ে উঠে।<ref>{{cite web |url=http://www.olympic.org/snowboard-equipment-and-history?tab=history |title=Snowboard equipment and history |publisher=[[International Olympic Committee]] |date=2015 |accessdate=April 23, 2016 }}</ref> এবং ২০১৪ সালে অনুষ্ঠিত সোচি শীতকালীন প্যারালিম্পিকে থেকে এটি প্যারালিম্পিক গেমসেও অনুষ্ঠিত হয়।<ref name="Paralympics">{{cite web |url=https://www.paralympic.org/snowboard/history |title=About IPC Snowboard |publisher=[[International Paralympic Committee]] |date=March 2016 |accessdate=April 23, 2016 }}</ref> ২০০৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রেে এর জনপ্রিয়তা (ক্রীড়া সরঞ্জাম বিক্রয়ের উপর ভিত্তি করে) দিন দিন বেড়ে চলছেচলেছে।<ref>{{cite news |last1=Sheridan |first1=Tom |title=Is Snowboarding Melting in Popularity? |url=http://www.ocregister.com/articles/mountain-652003-snowboarding-bear.html |accessdate=5 March 2015 |work=[[Orange County Register]] |date=February 22, 2015 |page=News 3 }}</ref>
 
== ইতিহাস ==