দক্ষিণ গোয়া জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩ নং লাইন:
== ইতিহাস ==
গোয়ায় ১৫১০ সালে প্রথম পতুর্গিজ উপনিবেশ স্থাপিত হয়। ১৭শ ও ১৮শ শতাব্দীতে পতুর্গিজদের এই উপনিবেশের সীমানা ব্যাপকহারে বৃদ্ধি পায়, যা বর্তমান উত্তর ও দক্ষিণ গোয়ার সীমানা। ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর গোয়া ভারতের অধিভুক্ত হয়।
গোয়া ও অন্য দুটি পর্তুগিজ উপনিবেশ ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর ১৯৬৫ সালে গোয়া এবং দমন ও দিউ নিয়ে একটি মাত্র [[ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল|কেন্দ্রশাসিত অঞ্চল]] গঠিত হয়। সেই সময় গোয়া এবং দমন ও দিউ একটি মাত্র জেলার অন্তর্গত ছিল। ১৯৮৭ সালের ৩০ মে গোয়া পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায় ([[দমন ও দিউ]] কেন্দ্রশাসিত অঞ্চলই থেকে যায়)। এই সময় গোয়াকে [[উত্তর গোয়া]] ও দক্ষিণ গোয়া জেলায় বিভক্ত করা হয়।
 
== ভূগোল ==
 
== জনপরিসংখ্যান ==