গুজরানওয়ালা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫৫ নং লাইন:
 
== ভূগোল ==
গুজরানওয়ালা চেনাব নদীর উত্তরে এবং রবি নদীর দক্ষিণে তথাকথিত রেচনা দোয়াবের নামে এর কেন্দ্রস্থলে অবস্থিত। গুজরানওয়ালা উত্তর পাঞ্জাবের ঐতিহাসিক মাজা অঞ্চলের একটি অংশ। শহরটি পাঞ্জাবের সমভূমিতে নির্মিত হয়েছিল, এবং এর আশেপাশের অঞ্চল স্থলভাগের বৈচিত্র্যবিহীন অখণ্ড সমভূমি।
 
গুজরানওয়ালা সমুদ্রপৃষ্ঠ থেকে ২২৬ মিটার (৭৪৪ ফুট) উচুতে অবস্থিত। এটি ঘাখার মান্ডি এবং বিভিন্ন শহর ও গ্রামগুলির সাথে সীমানা ভাগ করে নিয়েছে। প্রদেশিক রাজধানী লাহোর থেকে উত্তরে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দুরে এর অবস্থান। শিয়ালকোট এবং গুজরাট এর উত্তরে অবস্থিত। গুজরাট গুজরানওয়ালাকে ভীম্বর, আজাদ কাশ্মীর একে শিয়ালকোট ও জম্মুর সাথে সংযুক্ত করেছে। গুজরানওয়ালা থেকে প্রায় ১৬০ কিলোমিটার (৯৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে ফয়সালাবাদ। এর পশ্চিমে রয়েছে হাফিজাবাদ এবং পিন্ডি ভাট্টিয়ান, যা গুজরানওয়ালাকে ঝাং, চিনিওট এবং সরগোধার সাথে সংযুক্ত করে।
 
==তথ্যসূত্র==