উইকিপিডিয়া:অসম্পূর্ণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
Azamvai (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২২ নং লাইন:
কোন অসম্পূর্ণ নিবন্ধ শুরুর ক্ষেত্রে মাথায় রাখবেন যে, আপনাকে যথেষ্ট পরিমাণে তথ্য সংযোজন করতে হবে যেনো অন্যান্য সম্পাদকেরা তা বাড়াতে পারেন। এমন তথ্য যুক্ত করবেন না যা [[উইকিপিডিয়া:দ্রুত অপসারণের জন্য বিচারধারা|দ্রুত অপসারণের জন্য বিচারধারা]]-র আওতায় পড়ে যায় ও মুছে ফেলতে হয়। নিবন্ধটি লেখার জন্য প্রয়োজনীয় তথ্যসহায়তা আপনি বিভিন্ন বই, ওয়েবসাইট, এবং যদি থাকে তবে ইংরেজি উইকিপিডিয়া থেকেও নিতে পারেন। যদি সরাসরি অনুবাদ না করে মৌলিক কিছু যুক্ত করতে চান, তবে আপনার নিবন্ধের বিষয়টির ওপর একটু পড়াশোনা করে নিন। এই পরামর্শটি এজন্যই দেয়া যাতে আপনি বিষয়টি সম্পর্কে নিশ্চিত ও পরিষ্কারভাবে লিখতে পারেন, সংযোজিত তথ্য নির্ভুল হয়, এবং সর্বপোরি উইকিপিডিয়ার [[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি|নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি]] বজায় থাকে। আপনার নিজের ভাষায় লিখুন। সরাসরি অন্য উৎস থেকে কপি-পেস্ট করে [[উইকিপিডিয়া:কুম্ভিলতা|কুম্ভিলতা]] প্রদর্শন করবেন না, এবং [[উইকিপিডিয়া:কপিরাইট|কপিরাইট]] ভঙ্গ করবেন না।
 
নিবন্ধের বিষয়ের সংজ্ঞা বা বর্ণনায় [[উইকিপিডিয়া:মিথ্যার আশ্রয় গ্রহণ|মিথ্যার আশ্রয় গ্রহণ]] করবেন না। পরিষ্কার, সুস্পষ্ট ও তথ্যপূর্ণ লেখা লিখুন। উদাহরণস্বরূপ বলা যায়, কেনো একজন ব্যক্তি, বিখ্যাত, একটি স্থান কোথায় অবস্থিত, এবং কেনো সেটি পরিচিত, অথবা, ঘটে যাওয়া একটি কর্মকাণ্ডের প্রাথমিত তথ্যাদি—এসব তথ্য সংযোজনের ক্ষেত্রে মিথ্যা/ভুল তথ্য দেবেন না।
 
পরবর্তীতে, প্রাথমিত তথ্যাদি পরিবর্ধনের চেষ্টা করুন। প্রযোজ্য শব্দগুলোতে আন্ত:উইকি লিঙ্ক সংযোজন করুন, ফলে যেসব ব্যবহারকারী ঐ শব্দগুলোর সাথে অপরিচিত তারা সেগুলো সম্পর্কে জেনে নিতে পারেন। অপ্রয়োজনীয় লিঙ্ক সৃষ্টি থেকে বিরত থাকুন; ঐ লিঙ্কগুলো সংযোজন করুন যেগুলো নিবন্ধটিকে বুঝতে পাঠকের প্রয়োজন হয়। অবশেষে একটি জটিল ধাপ: অর্থাৎ, অসম্পূর্ণ নিবন্ধটিতে আপনার সংযোজিত তথ্যের [[উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস|নির্ভরযোগ্য উৎস]] সংযোজন করা; আরো জানতে দেখুন: [[উইকিপিডিয়া:উৎসনির্দেশ|উৎসনির্দেশ]]।