সিলেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[পরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫৫ নং লাইন:
{{মূল নিবন্ধ|সিলেটের ইতিহাস}}
ইতিহাসবিদেরা বলেন, বহুযুগ ধরে সিলেট একটি বাণিজ্যিক শহর হিসেবে প্রচলিত আছে। ধারণা করা হয়ে থাকে যে "হরিকেলা রাজত্বের" মুল ভুখণ্ড ছিল এই সিলেট। ১৪'শ শতকের দিকে এই অঞ্চলে ইসলামি প্রভাব দেখা যায় সূফী দার্শনিকদের আগমনের মাধ্যমে। ১৩০৩ সালে কালৈতিহাসিক মুসলিম ধর্মপ্রচারক হযরত [[শাহ জালাল]] রহ.-এর আবির্ভাব ঘটে এই সময়ে। তিনি [[মক্কা]] থেকে [[দিল্লি]] ও [[ঢাকা]] হয়ে এই এলাকায় আসেন। তার আধ্যাত্মিক ক্ষমতার প্রভাবে ও তার অনুসারী ৩৬০ জনের মাধ্যমে আরো অনেকেই [[ইসলাম ধর্ম]] গ্রহণ করে। পরবর্তীতে তা দেশের অন্যত্র ও ছড়িয়ে পড়ে। তার দরগাহ সিলেটের একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হয়।একসময় তার নামানুসারে এ অঞ্চল জালালাবাদ নামে পরিচিত হয় । হযরত শাহ্ পরান ও শাহ্ কামাল কাহাফানের সান্নিধ্যে এসেও অনেকে [[বৌদ্ধ]] ও [[হিন্দু]] ধর্ম থেকে [[ইসলাম]] ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি]] এর শাসনামলে ইন্ডিয়ান লস্করেরা এই এলাকায় তাঁবেদারি শাসন চালাতো।<ref name="sylhet.gov.bd">{{ওয়েব উদ্ধৃতি | শিরোনাম= সিলেট জেলার ঐতিহ্য| ইউআরএল=http://www.sylhet.gov.bd/site/page/2b13d500-0757-11e7-a6c5-286ed488c766/সিলেট-জেলার-ঐতিহ্য| সংগ্রহের-তারিখ=11 January 2014 | সংবাদপত্র=}}</ref> ১৭৭৮ সালে রবার্ট লিন্ডসে কে সিলেটের দায়ভার দেয়া হয়। তবে তখনকার স্থানীয় সিলেটিরা তাকে ভালোভাবে নেয় নি। ১৭৮১ সালে এই এলাকায় একটি বড় ধরনের [[বন্যা]] হয়েছিল। এতে অসংখ্য ফসল ও [[পাখি]] মারা যায়। স্থানীয়রা এজন্য ব্রিটিশ দের দায়ী করে। এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন সৈয়দ হাদী ও সৈয়দ মাহাদী (পীরজাদা নামে পরিচিত)। লিন্ডসের সাথে তখন তাদের যুদ্ধ সংঘটিত হয় যাতে প্রচুর ভারতীয় তস্কর অংশ নেয়। ফলস্রুতিতে অনেকেই সিলেট ছেড়ে লন্ডনে চলে যায় ও বসতি গড়ে তোলে। ব্রিটিশ শাসনের সময় আসাম ও সিলেট একত্রিত হয়ে আসামের অংশ ছিল। পরবর্তীতে [[ভারত]] ও [[পাকিস্তান]] আলাদা দেশ গঠনের সময় [[আসাম]] ও সিলেট আলাদা হয়ে যায়। ১৯৭১-এর যুদ্ধে জয়লাভের পর এটি পূর্ব পাকিস্তান তথা [[বাংলাদেশ]]-এর ভূখণ্ডে পড়ে।<ref>{{ওয়েব উদ্ধৃতি | শিরোনাম= সিলেটের প্রাচীন ইতিহাস| ইউআরএল=http://sylheterdak.com.bd/details.php?id=5501| সংগ্রহের-তারিখ=11 January 2014 | সংবাদপত্র=[[দৈনিক সিলেটের ডাক]]}}</ref>
== ভূগোল ==
 
== জনসংখ্যা ==