সিলেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[পরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৬০ নং লাইন:
সিলেট শহরে ২৭টি ওয়ার্ড ও ২১০টি [[মহল্লা (বাংলাদেশ)|মহল্লা]] রয়েছে। এর আয়তন ২৬·৫ বর্গ কিলোমিটার। ২০০১ সালের ৯ এপ্রিল সিলেট শহরকে সিলেট সিটি কর্পোরেশনের অধীন করা হয়। সিলেট শহর [[হবিগঞ্জ]], [[সুনামগঞ্জ]], [[মৌলভীবাজার]] ও সিলেটের বিভাগীয় শহর হিসেবে ব্যবহৃত হয়। [[সিলেট সিটি কর্পোরেশন]] মূলত সিলেট শহরের বর্জ্য ব্যবস্থাপনা, [[রাস্তা]] নির্মাণ, [[ট্রাফিক পদ্ধতি নির্দেশনা|ট্রাফিক]] পরিচালনা ও নিয়ন্ত্রণ, নিবন্ধনসহ আরো অনেক কাজে সংশ্লিষ্ট কাজ সম্পাদন করে। কর্পোরেশনের মেয়র ও ২২জন কমিশনার পুরো শহরের সব ধরনের উন্নয়নের কাজ করে থাকেন।<ref name="sylhet.gov.bd"/>
 
== জনসংখ্যা ==
== শিক্ষা ==
শিক্ষাক্ষেত্রে সিলেটের রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। এ শহরে স্বাক্ষরতার হার প্রায় ৭০%। এখানে রয়েছে শত বছরের ঐতিহ্যমণ্ডিত [[মুরারিচাঁদ কলেজ]]। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রদানের জন্য সরকারি বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে [[সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়]] ও [[সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয়]] অন্যতম। উচ্চ মাধ্যমিক এবং অনার্স স্তরের জন্য এখানে রয়েছে [[সিলেট সরকারি কলেজ]], [[সিলেট সরকারি মহিলা কলেজ]], [[সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা]] সহ আরও অনেক কলেজ এবং মাদ্রাসা। উচ্চতর শিক্ষার জন্য রয়েছে [[সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়]] , [[শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়]], [[সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি]] এবং [[সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ]]।