চিত্রাঙ্কন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন
Zaheen (আলোচনা | অবদান)
"আঁকা" নিবন্ধ থেকে বিষয়বস্তু স্থানান্তর করে আনয়ন
৪ নং লাইন:
[[চিত্র:Lubang_Jeriji_Saléh_cave_painting_of_Bull.jpg|থাম্ব|একটি প্রাচীনতম আলঙ্কারিক চিত্রকর্ম। একটি ষাঁড়ের চিত্রাঙ্কন, যা ৪০,০০০ বছর আগে আঁকা এবং একটি গুহায় আবিষ্কৃত হয়।]]
[[চিত্র:Rhinos_Chauvet_Cave.jpg|থাম্ব|একদল গন্ডারের শৈল্পিক চিত্রাঙ্কন, যা [[:en:Chauvet Cave|শোভেত গুহায়]] ৩০,০০০ থেকে ৩২,০০০ পূর্বে আঁকা হয়।]]
'''চিত্রাঙ্কন''' (স্পষ্টতর অর্থে '''রঙিন চিত্রাঙ্কন''') বলতে কোনও সমতল পৃষ্ঠের উপর সাধারণত তুলি বা আঙুলের মাধ্যমে এক বা একাধিক [[রঙ]]] (বিশেষ পদার্থে মিশ্রিত [[রঞ্জক পদার্থ]]) লেপন করে কোনও চিত্র অঙ্কন করাকে বোঝায়। চিত্রাঙ্কন প্রক্রিয়ার শেষে যে শিল্পকর্ম সৃষ্টি হয়, তাকে '''চিত্রকর্ম''' বলে। একজন শিল্পী যিনি পেশাগত কাজ অথবা শখের বশে চিত্রাঙ্কনের কাজ করেন তাকে '''চিত্রকর''' বা '''চিত্রশিল্পী''' বলা হয়।
 
রঙিন চিত্রাঙ্কন একটি গুরুত্বপূর্ণ [[দৃশ্যকলা]], যা [[অঙ্কন]], [[অঙ্গভঙ্গি]] ([[অঙ্গভঙ্গি চিত্রকর্ম]] হিসেবে) কিংবা যে কোনো [[রচনাকে (দৃশ্যকলা)|রচনা]] বিমূর্ত করে তোলে।<ref>{{সাময়িকী উদ্ধৃতি|শেষাংশ১=Perry|প্রথমাংশ১=Lincoln|শিরোনাম=The Music of Painting|সাময়িকী=The American Scholar|তারিখ=Summer 2014|খণ্ড=83|সংখ্যা নং=3|পাতা=85}}</ref> চিত্রকর্ম হতে পারে স্বতঃস্ফূর্ত এবং প্রতিনিধিত্বমূলক (যেমনটি পাওয়া যায় স্থিরচিত্রে([[:en:Still life|Still Life]]) কিংবা প্রাকৃতিক চিত্রকর্মে, বিমূর্ত, বর্ণনামূলক, প্রতীকী কিংবা আবেগপুর্ণ।
১২ নং লাইন:
যে জিনিসের উপর চিত্রাঙ্কন করা যায়, তাকে অবলম্বন বলে। অবলম্বনগুলির মধ্যে আছে [[দেয়াল]], [[কাগজ]], [[ক্যানভাস]], [[কাঠ]], [[কাচ|কাঁচ]], [[বার্নিশ]], [[মৃৎশিল্প|pottery]], [[পাতা]], [[তামা]] এবং [[কংক্রিট]]। আবার যেসব ব্যবহার করে চিত্রকর্ম করা যায় তার মধ্যে আছে বালি, কাদা, কাগজ, চুন, শুকনো পাতাসহ আরও অনেক কিছু।
 
<!-- "আঁকা" নিবন্ধ থেকে অনুলিপিকৃত বিষয়বস্তু, যা ভূমিকাতে অঙ্গীভূত করে নিতে হবে ---
 
চিত্রাঙ্কন একটি শিল্পমাধ্যম যেখানে একজন ব্যাক্তি বিভিন্ন অংকন মাধ্যম ব্যাবহার করে কোনো কাগজ অথবা [[দ্বিমাত্রিক ক্ষেত্র|দ্বিমাত্রিক]] মাধ্যমে একটা বিষয় দৃশ্যমান করে তুলেন। এই কাজে [[গ্রাফাইট]] পেন্সিল, [[কালি]], কলম, রঙ, তুলি, রঙ পেন্সিল, ক্রেয়ন, কয়লা, চক, প্যাস্টেল, মুছনি, মার্কার ,স্টাইলাস ব্যাবহার করা হয়।[[কম্পিউটার|কম্পিউটারে]]<nowiki/>র মাধ্যমেও এই কাজটি করা যায়। এই কাজের সাধারন কিছু পদ্ধতি হল স্টাইলাসের দ্বারা অথবা আঙুলের দ্বারা টাচস্ক্রিনে,বিশেষ ক্ষেত্রে একটি [[মাউস]] দ্বারা কোনো আধুনিক ডিভাইসে অংকন,যার জন্য বর্তমানে বিভিন্ন আধুনিক ডিভাইস ও প্রোগ্রাম পাওয়া যায়।
 
একটি অংকন মাধ্যম থেকে সামান্য পরিমাণ দ্রব্য একটি অংকন তল এ দৃশ্যমান চিহ্ন উৎপাদন করে। বেশিরভাগ ক্ষেত্রে এই অংকন তলটি হল কোনো কাগজ অথবা অন্য কোনো বস্তু যেমন কার্ডবোর্ড, কাঠ, [[প্লাস্টিক]], [[চামড়া]], ক্যানভাস, বোর্ড ইত্যাদি ব্যাবহার হতে পারে। অস্থায়ী ছবি আঁকার ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড, হোয়াইটবোর্ডসহ প্রায় সবি ব্যাবহার করা যেতে পারে। এই শিল্পমাধ্যমটি মানব ইতিহাসে মানুষের মৌলিক মনের ভাব প্রকাশে সবচেয়ে জনপ্রিয় শিল্পমাধ্যম। মানুষের মৌলিক মনের ভাব প্রকাশে এটি সবচেয়ে দক্ষ ও সহজ প্রক্রিয়া। বিভিন্ন অংকন মাধ্যমের বিস্তৃত ব্যাবহার এই শিল্পমাধ্যমটিকে অন্যতম বৈচিত্র্যময় শিল্পমাধ্যমে পরিণত করেছে।
 
বাণিজ্যিকভাবে কোন কিছুর বর্ণনা(যেমনঃ[[জীববিজ্ঞান|জীববিদ্যা]]), প্রচ্ছদ, ভাস্কর্য, [[প্রকৌশল]] কিংবা [[নকশা]] তৈরিতে এই শিল্পমাধ্যমের বহুমুখী ব্যাবহার দেখা যায়। মুক্তহস্তে দ্রুতগতিতে শুধু কঠিন অংকন মাধ্যম ব্যাবহার করে কাগজ অথবা দ্বিমাত্রিক মাধ্যমে একটা বিষয় দৃশ্যমান করাকে স্কেচ ও বলা হয়, যা প্রকৃত অর্থে অসম্পূর্ণ।
-->
== চিত্রকর্মের উপাদানসমূহ ==
[[চিত্র:Chen_Hongshou,_leaf_album_painting.jpg|ডান|থাম্ব|[[Chen Hongshou]] (1598–1652), ''Leaf album painting'' ([[Ming dynasty]])]]