অ্যালুমিনিয়াম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
তথ্যসূত্র যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
{{কাজ চলছে/২০১৯}}'''অ্যালুমিনিয়াম''' একটি মৌলিক পদার্থ যার [[প্রতীকের ভিত্তিতে মৌলসমূহের তালিকা|প্রতীক]] Al এবং [[পারমাণবিক সংখ্যা]] ১৩। এটি বোরন গ্রুপের সদস্য যার রং ধূসর সাদা; গঠনে কোমল, অচৌম্বকীয় এবং যথেষ্ট সংকোচন-প্রসারণক্ষম। ভর অনুপাতে ভূ-পৃষ্ঠের ৮ শতাংশ অ্যালুমিনিয়াম। অক্সিজেন ও সিলিকনের পর ভূ-পৃষ্ঠের মৌল হিসেবে এর অবস্থান ৩য়, যদিও ভূপৃষ্ঠের গভীরে নগন্য মাত্রায় বিদ্যমান। এর প্রধান আকরিক হল [[বক্সাইট]]। রাসায়নিকভাবে অ্যালুমিনিয়াম খুবই সক্রিয় বলে তীব্র বিজারনীয় পরিবেশ ছাড়া একে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। একারণে ২৭০ ধরনের ভিন্ন পদার্থে এর উপস্থিতি রয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শেষাংশ=Shakhashiri|প্রথমাংশ= B.Z.|তারিখ=১৭ মার্চ ২০০৮|শিরোনাম=Chemical of the Week: Aluminum|ইউআরএল=http://scifun.chem.wisc.edu/chemweek/PDF/Aluminum.pdf|ওয়েবসাইট=SciFun.org|প্রকাশক=[[University of Wisconsin]]|সংগ্রহের-তারিখ=৪ মার্চ ২০১২|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20120509185835/http://scifun.chem.wisc.edu/chemweek/PDF/Aluminum.pdf|আর্কাইভের-তারিখ=৯ মে ২০১২|df=}}</ref>
 
এটি বেশ হালকা ও দীর্ঘদিন ব্যবহারে অক্ষয়িষ্ণু। একারণে এর বহুবিধ ব্যবহার লক্ষ্য করা যায়। মহাকাশীয় যন্ত্রপাতি, যানবাহন ও নির্মানকাজে (জানালার কাঠামো, আংটা ইত্যাদি) অ্যালুমিনিয়াম ও এর সংকর ধাতুসমূহের বহুল ব্যবহার লক্ষনীয়। এর অক্সাইড ও সালফেটসমূহ সবচেয়ে বেশি ব্যবহৃত যৌগ। কোন জীবন্ত প্রাণী তাদের জৈবিক কার্যাবলিতে অ্যালুমিনিয়ামের লবণ ব্যবহার না করলেও মাটিতে প্রচুর পরিমাণে থাকায় উদ্ভিদসমূহে তাদের ভূমিকা রয়েছে। উদ্ভিদে এর ক্রিয়াবলি নিয়ে উপর্যুপরি গবেষণা চলছে।