বীরেন্দ্রনাথ সরকার (চলচ্চিত্র প্রযোজক): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Marajozkee (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী, বিষয়বস্তু যোগ, তথ্যসূত্র
Marajozkee (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী, বিষয়বস্তু যোগ, তথ্যসূত্র, অনুবাদ
২০ নং লাইন:
 
বীরেন্দ্রনাথ বাবু ভাগলপুর শহরে জন্ম গ্রহণ করেছিলেন। তাঁর পিতা ছিলেন তৎকালীন বাংলার অ্যাডভোকেট-জেনারেল, স্যার এন.এন.সরকার। কলকাতার হিন্দু স্কুলে পড়াশোনা শেষ করার পর, তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়েন {{cn|date=June 2014}} এবং ভারতে ফিরে আসার পর তাঁকে একটি চলচ্চিত্র নির্মাণ করতে বলা হয়েছিল। এই প্রকল্পে কাজ করার ফলে তাঁর চলচ্চিত্রের প্রতি গভীর আগ্রহ তৈরি হয়েছিল এবং তিনি বাংলা ভাষার চলচ্চিত্রের চিত্র প্রদর্শনের জন্য একটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহ এর নির্মাণ করতে এগিয়ে এসেছিলেন এবং ১৯৩০ সালের ৩০ ডিসেম্বর, 'চিত্রা' নামক চলচ্চিত্র প্রেক্ষাগৃহটি কলকাতায়, সুভাষ চন্দ্র বোসের হাত ধরে খোলা হয়েছিল এবং এর পরে হিন্দি চলচ্চিত্র চিত্র প্রদর্শনের জন্য নিউ সিনেমা নির্মাণের কাজ শুরু হয়েছিল।<ref>{{cite book|editor1-last=Gulzar|editor1-link=Gulzar|editor2-last=Nihalani|editor2-first=Govind|editor2-link=Govind Nihalani|editor3-last=Chatterjee|editor3-first=Saibal|title=Encyclopaedia of Hindi Cinema|year=2003|publisher=Popular Prakashan|url=https://books.google.com/books?id=8y8vN9A14nkC|isbn=978-81-7991-066-5|page=632}}</ref> এরপর, বীরেন্দ্রনাথ বাবু দুটি নীরব চলচ্চিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন।{{cn|date=June 2014}}
 
== পেশা ==
১৯৩১ সালে ১০ ফেব্রুয়ারি, [উদ্ধৃতি প্রয়োজন] কলকাতায়, বীরেন্দ্রনাথ সরকার প্রতিষ্ঠা করেন নিউ থিয়েটারস। তিনি তখন কার দিনের বিখ্যাত সব ব্যক্তিদেরকে নিউ থিয়েটারসে নিয়ে আসেন, যেমন পরিচালক পি সি বড়ুয়া, প্রেমঙ্কর অথার্থি, দেবকী বোস, ধীরেন গাঙ্গুলি, বিমল রায় এবং ফনি মজুমদার। কে এল সায়গাল, পাহাড়ি সানিয়াল, অমর মল্লিক, কানন দেবী, চন্দ্রাবতী দেবী, লীলা দেশাই এবং পৃথ্বীরাজ কাপুরের মতো অভিনেতারআও ছিলেন। হলিউড এবং ইউরোপে বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কে ভালভাবে অবগত, মুকুল বোস (সাউন্ড রেকর্ডিস্ট-ডিরেক্টর), ইউসুফ মুলজি (ক্যামেরাম্যান), নিতিন বোস (ক্যামেরাম্যান-ডিরেক্টর) এবং সুবোধ মিত্র (সম্পাদক) এর মতো প্রযুক্তিবিদরাও ছিলেন এবং তাঁরা নিউ থিয়েটার স্টুডিও তে সীমাবদ্ধতা থাকলেও কিছু প্রযুক্তি চালু করাতে সক্ষম হয়েছিলেন। আরসি বোরাল, তিমির বরন এবং পঙ্কজ মল্লিকের মতো সংগীত সুরকার ও গায়করাও নতুন থিয়েটারের প্রযোজনার সাথে যুক্ত ছিলেন।<ref>[http://www.upperstall.com/people/bn-sircar B.N.Sircar Upperstall Profile] {{webarchive |url=https://web.archive.org/web/20101201024309/http://www.upperstall.com/people/bn-sircar |date=1 December 2010 }}</ref> তিনি নিজে ১৯৪০ এর দশকের শেষদিকে বিএমপিএ-র সভাপতি ছিলেন।<ref>Bagiswar Jha : B.N. Sircar : A monograph; Seagull Books, Calcutta (1990)</ref>
 
== তথ্যসূত্র ==