বীরেন্দ্রনাথ সরকার (চলচ্চিত্র প্রযোজক): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Marajozkee (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী, বিষয়বস্তু যোগ
Marajozkee (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী, বিষয়বস্তু যোগ, তথ্যসূত্র
১৫ নং লাইন:
| years_active =
}}
'''বীরেন্দ্রনাথ সরকার (বি. এন. সরকার) ({{lang-en|Birendranath Sircar}}''' জন্ম: ৫ জুলাই ১৯০১- ২৮ নভেম্বর ১৯৮০) একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং কলকাতার নিউ থিয়েটারস এর প্রতিষ্ঠাতা। তিনি বাংলা ভাষার চলচ্চিত্রকে তাঁর অনেক অবদানের মধ্যে একটি ছিল, নতুন চলচ্চিত্র পরিচালক কে সুযোগ দেওয়া এবং তাঁদের মধ্যে অনেকই পরবর্তীকালে বিখ্যাত হয়ে উঠেছিল। চলচ্চিত্র জগতে তাঁর অবদানের জন্য ভারত সরকার ১৯৭০ সালে বীরেন্দ্রনাথ বাবু কে "দাদা সাহেব ফালকে পুরষ্কার" এবং ১৯৭২ সালে 'পদ্মভূষণ', ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার দিয়ে তাঁকে সম্মান জানিয়েছিল। <ref name=BNS> https://in.bookmyshow.com/person/b-n-sircar/IEIN017100 B.N. Sircar]</ref>
 
== প্রারম্ভিক জীবন ==
 
বীরেন্দ্রনাথ বাবু ভাগলপুর শহরে জন্ম গ্রহণ করেছিলেন। তাঁর পিতা ছিলেন তৎকালীন বাংলার অ্যাডভোকেট-জেনারেল, স্যার এন.এন.সরকার। কলকাতার হিন্দু স্কুলে পড়াশোনা শেষ করার পর, তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়েন {{cn|date=June 2014}} এবং ভারতে ফিরে আসার পর তাঁকে একটি চলচ্চিত্র নির্মাণ করতে বলা হয়েছিল। এই প্রকল্পে কাজ করার ফলে তাঁর চলচ্চিত্রের প্রতি গভীর আগ্রহ তৈরি হয়েছিল এবং তিনি বাংলা ভাষার চলচ্চিত্রের চিত্র প্রদর্শনের জন্য একটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহ এর নির্মাণ করতে এগিয়ে এসেছিলেন এবং ১৯৩০ সালের ৩০ ডিসেম্বর, 'চিত্রা' নামক চলচ্চিত্র প্রেক্ষাগৃহটি কলকাতায়, সুভাষ চন্দ্র বোসের হাত ধরে খোলা হয়েছিল এবং এর পরে হিন্দি চলচ্চিত্র চিত্র প্রদর্শনের জন্য নিউ সিনেমা নির্মাণের কাজ শুরু হয়েছিল।<ref>{{cite book|editor1-last=Gulzar|editor1-link=Gulzar|editor2-last=Nihalani|editor2-first=Govind|editor2-link=Govind Nihalani|editor3-last=Chatterjee|editor3-first=Saibal|title=Encyclopaedia of Hindi Cinema|year=2003|publisher=Popular Prakashan|url=https://books.google.com/books?id=8y8vN9A14nkC|isbn=978-81-7991-066-5|page=632}}</ref> এরপর, বীরেন্দ্রনাথ বাবু দুটি নীরব চলচ্চিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন।{{cn|date=June 2014}}
 
== তথ্যসূত্র ==